![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওয়াজদা ১০ বছরের একজন মেয়ে। অতি রক্ষণশীল দেশের মধ্যে উন্নতম সৌদিতে তার বাড়ি। যেখানে মেয়ে মানুষের অর্থ সারা পৃথিবীর সাথে মিলে না। এই ছোট বয়সেই তাকে নানা সামাজিক ধর্মিয় নিয়ম কানুন বদ্ধ করে রেখেছে। মেয়েদের জোরে কথা বলা যাবে না, মেয়েরা সাজুগুজু করতে পারবে না, পুরুষ মানুষ যেন কোনমতেই মেয়েদের ছায়া পর্যন্ত না দেখতে পারে এই রকম নানা ধরনের নিয়ম কানুনে আবদ্ধ। কিন্তু ওয়াজদা একটু অন্য ধরনের মেয়ে। ধর্মের চোখ রাঙ্গানো বা সামাজিক নিয়ম কানুন গুলা ও থোরাই কেয়ার করে। ও চলে নিজের ইচ্ছা মত।কৈশোরের চঞ্চলতা তার স্বাভাবিক প্রকাশ করে চলছে ওয়াজদার ভিতরে। ফুর্তিবাজ সদা চঞ্চল ওয়াজদা একদিন তার বন্ধু আবদুল্লার সাথে ঝগড়ার পরে তাকে চ্যালেঞ্জ করে বসে যে সে আব্দুল্লাহকে সাইকেল রেসে হারিয়ে দিবে। জবাবে আব্দুল্লাহ হেসে বলে মেয়েদের সাইকেল চালানোর নিয়ম নাই। ওয়াজদা দমে যাওয়ার পাত্র না, সে তার মাকে জানায় সাইকেল কেনার কথা। মায়ের মুখেও আব্দুল্লার কথার প্রতিফলন ঘটে। মনে যখন সুপ্ত বাসনা সাইকেল চালানোর ঠিক তখনই একদিন ওয়াজদা একটা সবুজ সাইকেল দেখে এবং ওই সাইকেলটাই যে তার লাগবে তা একেবারে নিশ্চিত হয়ে যায়। শুরু হয় সাইকেল কেনার জন্য টাকা জমানো। কত উপায়ে যে ওয়াজদা সাইকেল কেনার টাকা জমাতে থাকে তার কোন হিসাব নেই। দোকানদার যেন সাইকেলটা না বিক্রি করে তার জন্য দোকানদার কেউ আবার ঘুষ দিয়ে আসে। সব শেষে ওয়াজদা কোরআন প্রতিযোগিতায় নাম লেখায় যার প্রথম পুরস্কার ১০০০ রিয়েল। সাইকেলের দাম ৮০০ রিয়েল। প্রতিযোগিতায় নাম লেখাতে আর কোন কিছু দরকার ছিল না ওয়াজদার।
এমনই অদ্ভুত সুন্দর এক গল্প নিয়ে ছবি ওয়াজদা। সৌদি আরবের প্রথম নারী পরিচালক (এখন পর্যন্ত এক মাত্র কিনা আল্লাই জানে!!) হাইফা আল মনসুরের প্রথম ছবি এটা। যে সৌদি আরব আমাদের চোখের সামনে থেকেও আসলে চোখের আড়ালে তা অনেকখানিই তুলে এনেছেন তিনি। ওই রকম পরিবেশ থেকে এমন একটা সিনামা এক কথায় অকল্পনীয়। যেহেতু প্রকাশ্যে পুরুষদের সাথে সিনামার কাজ করা যাবে না তাই পরিচালক রাস্তার দৃশ্য গুলো শুট্য করার জন্য এক ভ্যানে বসে মনিটরে দেখতেন এবং ওয়াকিটকিতে নির্দেশ দিতেন। কতটা কষ্টসাধ্য ছিল শুটিং করা তা সহজেই অনুমেয়। ওয়াজদা চরিত্রে অভিনয় করেছেন ওয়াদ মোহাম্মদ এবং তার মা চরিত্রে অভিনয় করেছেন রিম আব্দুল্লাহ। দুজনেই এত চমৎকার অভিনয় করেছেন যে বোঝার উপায় নেই এটা তাদের প্রথম সিনামা। ওয়াজদার বন্ধু আব্দুল্লাহ চরিত্রে অভিনয় করেছে আব্দুল্লাহ রাহমান আল গোহানি। ওয়াজদা এবং আব্দুল্লাহ চরিত্রে অভিনয় করা এই দুই বাচ্চার অভিনয় ছিল এই ছবির প্রান। অদ্ভুত সুন্দর অভিনয় করেছে দুইজনই। বিশেষ করে ওয়াদ মোহাম্মদ ওয়াজদা চরিত্রের সাথে মিশে গেছে যেন। তেমন প্রান প্রাচুর্যে ভরপুর সে যেমন ওয়াজদা চরিত্রটি।
আমার পছন্দের একটা দৃশ্যের কথা না বলে পারছি না। দৃশ্যটা হচ্ছে ওয়াজদা যখন শিষ দিয়ে আবদুল্লার দৃষ্টি আকর্ষণ করে, আবদুল্লাহ তাকাতে ওয়াজদা মুখের দারুন একটা ভঙ্গি করে বৃদ্ধা আঙ্গুল দিয়ে পিছনের সাইকেলটা দেখায়, জবাবে আবদুল্লাহ টাকা আছে কিনা বোঝানোর জন্য দুই আঙ্গুল ঘষা দিয়ে ইশারা দেয় আর ওয়াজদা তখন দারুন একটা হাঁসি দিয়ে পকেট থেকে কিছু টাকা বের করে আবদুল্লাহ কে দেখায়!! অপুর্ব দৃশ্য একটা। দুইটা বাচ্চা এত চমৎকার করে অভিনয় করেছে তা ভাষায় প্রকাশ কষ্টকর।
আধুনিকতার সাথে সৌদির যে সংঘর্ষ তাই এই ছবির মূল বক্তব্য। ওয়াজদার মাধ্যমে পরিচালক সরাসরি চ্যালেঞ্জ করেছে সৌদি ঐতিহ্যের প্রতি, অপ্রয়োজনীয় নিয়ম কানুনে প্রতি। ওয়াজদার বাবা আরেক বিয়ে করতে যাচ্ছে শুধু মাত্র ছেলে সন্তানের আশায় বা ওয়াজদাদের বাসায় যে পারিবারিক বংশ নামের তালিকার যে বৃক্ষ আছে তাতে কোন মেয়েদের নাম না থাকায় ওয়াজদা নিজেই নিজের নাম লিখে ওই বংশ তালিকায় বসিয়ে দেওয়া সৌদি সমাজকে এবং এর পরিবর্তনকে দারুন ভাবে তুলে ধরেছে।
ছবির শেষে ওয়াজদা আব্দুল্লাহ কে হারিয়ে এগিয়ে যেতে থাকে দূরে, বহুদুরে।তিন রাস্তার মোড়ে এসে দাঁড়ায় ওয়াজদা এবং ছবি শেষ হয়ে যায়। নারীর যে এগিয়ে চলা বা সৌদিতে পরিবর্তনের যে স্বপ্ন এই ছবিতে দেখানো হয়েছে তা সম্ভবত এই ছবির পরেই শেষ হয়ে গিয়েছে। কারন ২০১২ সালে মুক্তি পাওয়া এই ছবির পরে এখন পর্যন্ত হাইফা আল মনসুর দ্বিতীয় ছবি বানাতে পারে নাই। রিম আবদুল্লাহ দারুন অভিনয় করলেও এটাই এখন পর্যন্ত তার এক মাত্র সিনামা।ওয়াজদা চরিত্রে দুর্দান্ত অভিনয় করার পরেও ওয়াদ মোহাম্মদ কে আর কোন ছবি করতে দেখা যায়নি। তবে শুরু তো হয়েছে! যে সৌদিতে আজ পর্যন্ত সিনামা তৈরি হয়েছে মাত্রে ১৩ টা আর তার মধ্যে ওয়াজদা হচ্ছে ১২ তম ছবি। সৌদির ইতিহাসে ওয়াজদা প্রথম সিনামা যা পুরোপুরি সৌদিতে শূট্য করা হয়েছে। এই যখন অবস্থা তখন ওয়াজদার মত সাহসী ছবি তৈরির জন্য পরিচালক কে কুর্নিশ করা ছাড়া অন্য কিছু করার থাকে না আর।
১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১৯
শরিফ৭১ বলেছেন: দেখুন, ভাল না লেগে উপায় নাই ভাই!!
২| ১৫ ই জুলাই, ২০১৭ ভোর ৬:৫২
কাউয়ার জাত বলেছেন: সৌদিকে আমেরিকার মত ফ্রি সেক্স কান্ট্রিতে পরিণত না করা পর্যন্ত
আপনাদের মনে শান্তি নাই।
আদিবাসীরা ল্যাংটা থাকতে চাইলে এটা তাদের অধিকার। কিন্তু মরুভূমির সহজ-সরল বেদুইনরা বোরকা পরে থাকতে চাইলে এটা অসভ্যতা। সুতরাং তাদেরকে সভ্য বানাতে আপনাদের সংগ্রাম চলবেই!
১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২৭
শরিফ৭১ বলেছেন: ভাই সৌদি প্রেম থেকে বের হয়ে আসেন। সৌদি যা করবে তাই সঠিক এমন ভাবার কোন কারন নাই। কেউ সৌদি কে ফ্রি সেক্স দেশে পরিনত করতে আসে নাই। তারা নিজেরাই ওই পথে বহুদুর চলে গেছে। আমাদের দেশ থেকে নারী শ্রমিক সৌদি তে না পাঠানোর জোরালো দাবি উঠছে, আপনার কি মনে কি কারনে এই দাবি উঠছে?
আর আমি আরব কে সভ্য বানানোর দায়িত্ব নেই নাই। এই ছবিটা একজন আরব মহিলা বানিয়েছে, আরবের পটভূমিতে, আমি শুধু আমার মতামত শেয়ার করেছি।
৩| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৩৯
রাজীব নুর বলেছেন: অসাধারন। আপনি রিভিউ লিখেছেনও খুব সুন্দর করে।
মুভিটা আজই দেখব।
ধন্যবাদ আমাকে।
আর একটা কথা পৃথিবীতে যত দেশ আছে, সবচেয়ে জঘন্য ও বর্বর দেশ হলো সৌদি।
১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২০
শরিফ৭১ বলেছেন: দেখে জানায়েন কেমন লাগলো!
৪| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:০৬
সাপলুডু বলেছেন: ট্রেইলারটা দেখলাম। ভালোই লাগলো। পুরোটা মুভি দেখতে হবে। ধন্যবাদ আপনার ভালোলাগা শেয়ারের মাধ্যমে জানানোর জন্য।
১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২১
শরিফ৭১ বলেছেন: ধন্যবাদ। দেখে জানাবেন কেমন লাগলো।
৫| ১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৭
টারজান০০০০৭ বলেছেন: দারুন ! সৌদি আরবরেও হলিউড , বলিউড বানানোর সূচনা হইছে !
১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২২
শরিফ৭১ বলেছেন: হুম। তবে অবস্থা করুন। বেশি সুবিধার না এখনো।
৬| ১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:১১
উম্মু আবদুল্লাহ বলেছেন: রিভিউ সুন্দর হয়েছে। সৌদি আরব রক্ষনশীল হলেও সেখানকার নারীরা অনেক এগিয়ে।
৭| ১৫ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: রিভিউ চমৎকার হয়েছে। সৌদি আরব রক্ষনশীল হলেও সেখানকার নারীরা অনেক এগিয়ে আছে মনে হচ্ছে।
৮| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০২
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার মুভি রিভিউ।
৯| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২৯
আবদুল মমিন বলেছেন: ঘরে বসে গ্রামের খবর লিখার থিউরিটা মনে হয় আমাদের বাঙ্গালিরাই আবিস্কার করেছে ,সউদি আরব কিছু জিনেসে সংরক্ষন শীল , এটা ভাল না খারাফ ? তা নির্ভর করে সে দেশের সমাজ সভবতার উপর আমার কাছে তাদের চাল চলন খারাফ লাগতে পারে , কিন্তু তাদের কাছে সেটা ভাল । ধর্মীয় কিছু বিধান কে অতিরঞ্জিত করে আমল করে তারা বিশেষ করে নারীদের বিয়ে সাধী সংক্রান্ত বিশয় গুলা । আবার নারীদের সাজু গুজু করা যায়না এটা একটা বেহুদা কথা এশিয়ার মদ্ধে সবচাইতে নারি প্রশাধনী সউদি আরবেই ব্যাবহার হয় বেশি । যানিনা এগুলা কি এদেশের ছাগলে ব্যাবহার করে নাকি ?
১০| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৪
সুমন কর বলেছেন: রিভিউ চমৎকার লিখেছেন। +।
ডাউনলোড দিলাম। সময় করে দেখে নেবো।
১১| ১৬ ই জুলাই, ২০১৭ ভোর ৫:৫২
বজ্রকুমার বলেছেন: লেখক দাদা আপনাকে ধন্যবাদ না দিলেই নয় কারণ আপনার এ লেখাটি না পড়লে হয়তো জানতামই না সৌদিআরবে কখনো কোন মুভি তৈরি করা হয়েছে। এইমাত্র ওয়াজেদা দেখা শেষ করলাম সত্যিই অসাধারণ মুভি... আপনি কিন্তু একজনের প্রশংসা করতে ভুলে গেছেন মাদ্রাসাতে একটি মেয়ে শিক্ষিকা জিজ্ঞেস করেছিল জাওয়াজ মানে স্বামীর(হয়ত হুব স্বামী) বয়স কত মেয়েটি বলেছিল বিশ সেসময়টুকুতে ওই মেয়েটির মুখের যে ভঙ্গী ছিল তা আমার কাছে অসাধারণ লেগেছে। সব মিলিয়ে বলা চলে মুভিটি নিঃসন্দেহে অসাধারণ একটা মুভি এবং আপনাকে ধন্যবাদ ওয়াজেদার সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৭ ভোর ৫:৫৮
বজ্রকুমার বলেছেন: আগে মুভিটা দেখে নেই পরে বলবো বাকিটা.