নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশপ্রেমিক নিধিরাম সর্দার। স্বপ্নময় জীবন, স্বপ্ন দেখতে ভালবাসি।
বাংলাদেশি যারা বিভিন্ন আউটসোর্সিং কাজের সাথে জড়িত তারা জানেন যে- পে-পাল (paypal) সার্ভিস বাংলাদেশে না থাকায় কি রকম ঝামেলা করে টাকা ক্যাশ করতে হয়।
বাংলাদেশে পে-পাল (paypal) সার্ভিস চালু করার জন্য ব্যক্তি পর্যায় থেকে শুরু করে, প্রয়োজনে সরকারী ভাবে উদ্যেগ নেয়া প্রয়োজন।
আগে ওডেসক () টাকা উপার্জন করে ক্যাশ আউট করতে ঝামেলা হত, তবে বর্তমানে ওডেসকে সরাসরি ব্যাংক একাউন্টে টাকা উত্তোলন করা যায়।
পে-পাল সম্পর্কে বিস্তারিত আরো কোনো ইনফরমেশন থাকলে জানাবেন।
২| ০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২০
নীলতিমি বলেছেন: আপনি যে দেশ ব্যবহার করে পেপ্যাল অ্যাকাউন্ট খুলবেন সে দেশ ছাড়া পৃথিবীর অন্য কোথাও থেকে পেপ্যাল অ্যাকাউন্ট অ্যাক্সেস করলে কিছুদিন পর অ্যাকাউন্ট লিমিট করে দেবে।
আর লিমিট করে দেয়ার মনে হলো - প্রয়োজনীয় ভেরিফিকেশন ছাড়া টাকা উইথড্র বা সেন্ড করতে না দেয়া।
সিকিউরিটির জন্যই পেপ্যাল এমনটা করে, আর এটাই স্বাভাবিক। এক দেশের পেপ্যাল অ্যাকাউন্ট অন্যদেশ থেকে অ্যাক্সেস করলে পেপ্যাল ধরে নেয় অ্যাকাউন্টটি হয়তো হ্যাক কয়েছে। তাই তখন লিমিট করে দেবে এবং প্রয়োজনীয় ভেরিফিকেশন ছাড়া টাকা ওঠাতে বা পাঠাতে দেবে না।
ধন্যবাদ।
৩| ০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:২১
আমি হনুমান বলেছেন: পাইজা ট্রাই করা যায়। কিন্তু পাইজা শুধু ব্যাঙকএশিয়া তে আছে এখন ও
©somewhere in net ltd.
১| ০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৮
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: নতুন একাউন্ট খোলার সময় কান্ট্রি/রিজিয়ন এর জায়গায় অন্য কোনো দেশের নাম দিয়ে একাউন্ট খুললে কি সমস্যা হবে???