নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাস্ট ক্লিক : http://unibangladesh.blogspot.com/

শরীফ মাহমুদ ভূঁইয়া

দেশপ্রেমিক নিধিরাম সর্দার। স্বপ্নময় জীবন, স্বপ্ন দেখতে ভালবাসি।

শরীফ মাহমুদ ভূঁইয়া › বিস্তারিত পোস্টঃ

ব্যাংকিং খাতে উচ্চ সুদের হার - যুক্ত হয়েছে ক্রেডিট কার্ড

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৯

আধুনিক জীবন ব্যবস্থায় ব্যাংকিং খাতের ব্যবহার দিন দিন বেড়েই চলছে। কিন্তু ব্যাংকিং ব্যবস্থায় সুদের উচ্চ মাত্রা মানুষের জীবনকে বিষিয়ে তুলছে। দিন যত যাচ্ছে ততই সুদের হার বাড়ছে আর এর মাশুল গুনতে হচ্ছে সাধারন গ্রাহকদের। যারা বিভিন্ন মাইক্রো ক্রেডিটের খপ্পরে পড়েছেন তাদের অবস্থা একেবারে নাজুক। গ্রামীন ব্যাংক ও এর কর্ণধার ড. মুহম্মদ ইউনুসের নোবেল অর্জন মাইক্রো ক্রেডিটকে কেন্দ্র করে। কিন্তু যারা এর গ্রাহক তারা কত প্রকার গ্লানি, কষ্টের শিকার কেবল তারাই জানে। উচ্চ হারে সুদ নিয়ে অনেকে সর্বস্বান্ত হয়ে গেছেন, খুব কম সংখ্যক লোকজনই সে টাকা নিয়ে লাভবান হতে পেরেছেন। শুধু ব্যাংকিং সেক্টর ছাড়াও আরো আছে বিভিন্ন ধরনের ফাইন্যান্সিং খাত যারা বিভিন্ন সুদে লোন প্রদান করে থাকে। এছাড়া বর্তমানে বিভিন্ন ব্যাংকগুলো ক্রেডিট কার্ড সিস্টেম চালু করেছে, আর যারাই এসব ক্রেডিট কার্ড ব্যবহার করছেন তারা প্রতি মাসে সুদ টানতে টানতে আর আসল টাকা ফেরত দিতে পারছেন না। বর্তমানে বিভিন্ন ব্যাংকে প্রতিদিন ক্রেডিট কার্ডের টাকা জমাদানকারীর সংখ্যা বেড়ে চলছে। বিভিন্ন ব্যাংকে ক্রেডিট ওপেনের আগে অনেক কিছুই গোপন করে খাকে, পরে গ্রাহকদের কাছে অনেক হিডেন চার্জ বেরিয়ে আসে ততক্ষনে আর কিছুই করার থাকে না। বাংলাদেশে উচ্চ সুদের হার কমানো গেলে এবং স্বচ্ছ ব্যাংকিং সিস্টেম চালু থাকলে সাধারন গ্রাহকদের ভোগান্তি অনেক কমবে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০২

সুমন জেবা বলেছেন: স্যার খুউব সময়পোযগি পোষ্ট ..
কিন্তু লক্ষ্য করেছেন কি ..! ৩ ঘন্টার মধ্যে ১ টা মন্তব্যও পরে নাই । যেন এ দেশে কেউ ক্রেডিট কার্ড ব্যবহারই করে না ।


আর ফালতু পোষ্টে দেখবেন মন্তব্য আর পাল্টা মন্তব্যের ঝড় বয়ে যায় ..

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪০

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ক্রেডিট কার্ড এ সুদের হার কমানো নিয়ে আমাদের সকলেরই সোচ্চার হওয়া উচিত, না হলে একসময় এর চড়া মূল্যে দিতে হবে।

৩| ১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৭

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ক্রেডিট কার্ড নিয়ে আজকে আমাদের সময়ে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। লিংক- Credit Card : High Interest rate

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.