নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাস্ট ক্লিক : http://unibangladesh.blogspot.com/

শরীফ মাহমুদ ভূঁইয়া

দেশপ্রেমিক নিধিরাম সর্দার। স্বপ্নময় জীবন, স্বপ্ন দেখতে ভালবাসি।

শরীফ মাহমুদ ভূঁইয়া › বিস্তারিত পোস্টঃ

ঢাকা শহরের ট্রাফিক জ্যাম হ্রাসকরণে কিছু প্রস্তাবনা

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৪

যত দিন যাচ্ছে ততই ঢাকা শহরে ট্রাফিক জ্যাম বাড়ছে। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে হয়ত ট্রাফিক জ্যামকে আমরা নিয়ন্ত্রনে নিয়ে আসতে পারব। ঢাকা শহরের ট্রাফিক জ্যাম হ্রাসকরণে কিছু প্রস্তাবনা-
১/ সরকারী অফিস, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, শপিং মল, ব্যাংক ইত্যাদির সময় শিডিউলিং-উদাহারনস্বরুপ যেমন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় সময়সূচী ১০ টা থেকে বিকেল ৩ টা, অফিস টাইম ৮ টা খেকে ৪ টা ।
২/ ঢাকা থেকে গাজীপুর, ঢাকা থেকে নারায়নগঞ্জ, ঢাকা থেকে টঙ্গী এসি ট্রেন সার্ভিস সময়মতো চলাচল এবং ভাড়া কমিয়ে দিতে হবে । এতে করে বাসের উপর চাপ কমবে।
৩/ প্রাইভেট গাড়ীর সংখ্যা কমানোর উপর জোর দিতে হবে। প্রত্যেক ব্যাংক এবং কোম্পানিতে কর্মকর্তাদের ব্যাক্তিগতভাবে গাড়ী না দিয়ে বড় কোচ দেওয়া বাধ্যতামূলক করতে হবে।
৪/ প্রতিটি রাস্তায় অবৈধ পার্কিং এবং স্থাপনা দূর করতে হবে।
৫/ বিআরটিএয়ের উদ্যেগে পর্যায়ক্রমে সকল ড্রাইভারকে ট্রাফিক আইন বিষয়ক বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে।
৬/ ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়াতে হবে এবং ট্রাফিক কন্ট্রোলিং এর উপর বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে । সাথে সাথে তাদেরেক তাদের কাজের স্বীকৃতিস্বরুপ বিভিন্ন ধরনের প্রনোদনামূলক পুরস্কার সামাজিক অথবা অর্থনৈতিকভাবে দিতে হবে।
৭/ মন্ত্রী,এমপি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সহ বিভিন্ন ভিআইপিদের ঢাকারা ভিতরে চলাচলের সময়সূচী যাতে ব্যস্তসময়ে না হয় সেদিকে যখাসম্ভব খেয়াল রাখতে হবে।
৮/ বিভিন্ন দফতরের হেড অফিস গুলো ঢাকার বাইরে স্থানান্তরিত করতে হবে।
৯/ ট্রাফিক ও বিআরটিএয়ের যৌথ উদ্যেগে ট্রাফিক জ্যাম হ্রাসের বিষয়ে বিভিন্ন জনসচেতনামূলক কর্মকান্ডের আয়োজন করতে পারে।
১০/ ব্যাস্ত সড়কগুলোয় রিকসা চলাচল বন্ধ করতে হবে।
আমি মনে করি এ ধরনের কিছু চিন্তা ভাবনা জাতীয়ভাবে করে একটি রূপে নিয়ে এসে বাস্তবায়ন করতে পারলে ঢাকা শহরের ট্র্যাফিক জ্যাম অর্ধেকে নেমে আসবে।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৮

সুকান্ত কুমার সাহা বলেছেন: এদের মধ্যে সবচেয়ে সহজ হলো 'রাজধানী' ঢাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া! ধন্যবাদ!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৫

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: হুমম , রাজধানী ঢাকা পরিবর্তন করে যদি চট্ট্রগ্রাম, খুলনা অথবা রাজশাহী করা হয় তাহলে ঢাকার উপর চাপ কমে যাবে, যানযট কমে যাবে। এখন থেকে যদি পরিকল্পনা করে অন্য যেকােন বিভাগকে রাজধানী করার লক্ষ্যে প্লানিং করে কাজ করা যায় তবে ভালো হবে।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২১

এম এম কামাল ৭৭ বলেছেন: 2, 3, 4 করতে পারলেই যথেষ্ঠ। শহর নিয়ে চিন্তা করার জন্য +

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৬

আমিনুর রহমান বলেছেন:



আমার মতে, ট্রাফিক পুলিশদের ট্রেইন্ড করা, ট্রাফিক আইন ভঙ্গকারীদের শাস্তির যথাযথ ব্যবস্থা করা , ট্রাফিকদের ঘুষ খাওয়া বন্ধ করা, যেখানে সেখানে পার্কিং ও বাস থামিয়ে লোক উঠানো এবং সর্বোপরি পাবলিকদের কানে ধরে ফ্লাইওভার দিয়ে মাঝে মাঝে পার করে শিক্ষা দেওয়া কিভাবে ফ্লাইওভার দিয়ে পার হতে হয়।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

অপূর্ণ রায়হান বলেছেন: প্রস্তাবনাগুলো ভালো , সহমত ।

তবে যাই করেন নাই করেন , আগে দুর্নীতি দূর করতে না পারলে কোন সেক্টরেই কিছু বাস্তবায়ন করা যাবে না ।

ভালো থাকবেন :)

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৭

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: বাস্তবায়ন করাটাই চ্যালেঞ্জ।

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৮

হাসান কালবৈশাখী বলেছেন:
৩/ প্রাইভেট গাড়ীর সংখ্যা কমানোর উপর জোর দিতে হবে.

সুধু জোর দিলেই হবে না, প্রাইভেট গাড়ীর মাত্রাতিক্ত ব্যবহার কমাতে প্রাইভেট গাড়ীতে সাশ্রয়ী মুল্যে গ্যাস দেয়া বন্ধ করে তেলের দামে করতে হবে।
এটিও পড়ুন -
http://www.somewhereinblog.net/blog/mmdhw/29531312

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৮

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ধন্যবাদ।

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৪

দুখাই রাজ বলেছেন: প্রস্তাবনাগুলোয় সহমত রইল । শুভ সকাল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.