নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশপ্রেমিক নিধিরাম সর্দার। স্বপ্নময় জীবন, স্বপ্ন দেখতে ভালবাসি।
১৮৭৯ সালে জার্মানির উটেমবার্গে বিংশ শতাব্দীর অন্যতম সেরা পদার্থবিদ আলবার্ট আইনস্টানের জম্ম। ১৯১৫ সালে তার বিখ্যাত আপেক্ষিক তত্ত্ব প্রকাশিত হয়। আর মার্চের ১৪ তারিখ (৩/১৪) এ দিনটিকে আন্তর্জাতিকভাবে বিশ্ব পাই দিবস হিসেবে পালন করা হয়। ১৯২১ সালে আলবার্ট আইনস্টাইন ফটােইলেক্ট্রিক ইফেক্টের ব্যাখ্যার উপর পদার্থে নােবেল পুরষ্কার লাভ করেন। টাইম সাময়িকী তাকে শতাব্দীর সেরা বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি দিয়েছে। এপ্রিলের ১৮ তারিখ ১৯৫৫ সালে আমেরিকার নিউজার্সির, প্রিন্সটনে আইনস্টাইন শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
২| ১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ১:২২
টুম্পা মনি বলেছেন: জিনিয়াস লোক একটা। সব দিক থেকেই ভালো মানুষ, ভালো বিজ্ঞানী।
৩| ১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০০
কলমের কালি শেষ বলেছেন: সবাইকে বিশ্ব পাই দিবসের শুভেচ্ছা । কেউ পাইয়ের মান বের করতে পারলে আমারে জানাইয়েন !
১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১৮
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: পাই = ২২/৭, এবার আপনার মাথাটা একটু খাটান, আশা করি পেয়ে যাবেন যদি না কোনো রাজনীতি না করেন।
©somewhere in net ltd.
১| ১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১৬
পরিবেশ বন্ধু বলেছেন: বিশ্ব পাই দিবস [ আইনস্টাইন সম্পর্কে ] এবং আপেক্ষিক তত্ত্বের শতবর্ষপূর্তী
উপলক্ষ্য পোস্টে ধন্যবাদ ।