![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কত লোক দেখেছে আমি বৃষ্টিতে ভিজছি,কিন্তু কেউ দেখেনি আমার চোখের জল,,,,,,,,,
একটা গল্প লিখার চেষ্টা করেছিলাম ।জীবনের প্রথম ।
দেখেন তো ভালো লাগে কি না ।
ভুল হতে পারে ,উপদেশ অথবা পরামর্শ সাদরে গৃহীত হবে ।
ক্ষাণিকটা কল্পনা আর বেশ অনেকটা বাস্তবতার মিশেল এ একটা গল্প লিখার বৃথা চেষ্টা ।কিন্তু শেষ দিতে পারি নি ।
একজন পারমিতা এবং আমার গল্প
একশো আঠেরো নম্বর রুমের পাশের ছোট গলি টা দিয়ে হাঁটছিলাম আমি ।
আনমনে ,একাকি ,নিরবে ।
কেউ একজন আসবে ।
সেই অপেক্ষায় ।
মনে মনে ভাবছি এতো দেরি করছে কেনো ?(আসলে অপেক্ষার সময় এক একটা সেকেন্ড কে এক একটা যুগ বলে মনে হয় ) ।
আর সাথে সাথে
হাতের নখ গুলোর দফারফা অবস্থা করছি।
নাহ খুব বেশি দেরি করলো না ,
একটু পরেই অপেক্ষার অবসান ঘটলো ।
খুব দ্রুত হেঁটে আসলো সে ।
সরু গলিটায় মুখোমুখি আমরা ।
অস্ফুট স্বরে জিজ্ঞেস করলাম ,কেমন আছো ?
জবাবে কিছুই বললো না সে।
স্মিত হেসে আমাকে পাশ কাটিয়ে চলে গেলো আমায় ।
আর এতেই আমি শেষ !
হুঁম ,আর সেই "কেউ একজনের" নাম পারমিতা ।
তখন সবে মাত্র কলেজে ভর্তি হয়েছি ।
এতো ছাত্রছাত্রীদের ভীড়ে কাউকে না চিনলে ও পারমিতা কে ঠিক চিনতাম ।
কারণ সে বরাবর ই ভালো ছাত্রী ছিলো ।
বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় তার নাম থাকতো সবার উপরে ।
সুতরাং তাকে না চেনার কোন কারণ ই ছিলো না ।
খুব সাদাসিদে মেয়ে পারমিতা ।
একটু রোগা আর তার সাথে মানানসই চোখে একটা ভারী চশমা ।
কখনো তাকে জমকালো পোশাকে কলেজে দেখিনি ।
এই সাধারণ মেয়ে যে আমার চোখে অসাধারণ হয়ে উঠবে তা কোনদিন ও ভাবি নি ।
পারমিতা খুব ভালো ছাত্রী ছিলো বিধায় কথা বলতে খুব সংকোচ বোধ করতাম ।
তাই কখনো কথা বলা হয়ে উঠে নি তেমন করে ।
তো প্রথম বর্ষে কলেজ পিকনিকের সময় বাসে আমার সিট পড়েছিল তার পাশে ।
পিকনিক থেকে আসার সময় তখন ই প্রথম কথা ।
বাসে উচ্চ স্বরে গান বাজছিলো ।
তার ই মধ্যে কোন একটা কথা আমাকে বুঝানোর চেষ্টা করছিলো ।
আমি ভাবলেশ হীন ।
কেবল ঠোঁট উল্টে বুঝাতে চাইলাম ,আমি জানি না কিছুই ।
হয়তো আমার কাছ থেকে এরকম ব্যবহার আশা করেনি ।
স্বভাব সুলভ আচরণে সামলে নিলো সে ।
কিন্তু হায় !হঠাত্ আমার কী হলো ।
পারমিতার নিরবতা আমায় গ্রাস করতে শুরু করলো ।
বুঝতে পারলাম কাজটা ভালো করিনি ।
তবুও সরি বলার চেষ্টা টুকু করিনি ।
আসলে মনটা আমার খারাপ ছিলো ।ভীষণ খারাপ ।
তো রাত নয়টায় বাহকলেজে পৌঁছলো ।
যে যার মত বাসায় চলে গেলাম ।
তারপর কেটে গেলো আট টি মাস ।
আমি মানসিক ভাবে অসুস্থ ।
তাই কাউকে সহ্য হতো না ।
কিন্তু এটা বুঝতাম কারো সাপোর্ট আমার খুব দরকার ।
আর মনে মনে পারমিতার সাপোর্ট টাই আশা করছিলাম ।
এটা জানতাম ও খুব কঠিন চরিত্রের মেয়ে ।
ওর বন্ধুর (আমার ও বন্ধু)সাথে যোগোযোগ করলাম ।
বললাম ,পারমিতার সাথে বন্ধুত্ব করবো ।কিছু একটা কর ।
ও পারমিতার সাথে আমার বিষয়ে
বলতেই ও যা বললো তাতে সক্ড ই হলাম ।
সে ওকে মেসেজ দিলো এই বলে ,
' i know neel.he's good but u know i m not interested about him coz i like people like u who is gud in stdy plus pretty smart and carefull..'
. . . . . . . .
চলবে ।
কৃতজ্ঞতাঃমাহিম এবং তামান্না
১৬ ই জুন, ২০১২ রাত ৯:৫০
দিগন্ত নীল বলেছেন: সত্যি তো ?নাকি স্বান্তনা ?
তবু অসংখ্য ধন্যবাদ ।ভালো থাকুন ।
২| ১৬ ই জুন, ২০১২ রাত ৯:২৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লাগা
১৬ ই জুন, ২০১২ রাত ৯:৫১
দিগন্ত নীল বলেছেন: অশেষ ধন্যবাদ ভাইয়া ।ভালো থাকুন ।
৩| ১৬ ই জুন, ২০১২ রাত ৯:৩৩
তন্ময় ফেরদৌস বলেছেন: আরেকটু বড় করে এক পর্বেই শেষ করতেন।
১৬ ই জুন, ২০১২ রাত ৯:৫৭
দিগন্ত নীল বলেছেন: ধন্যবাদ ।
এটা পরীক্ষার মাঝে এক সন্ধ্যায় বসে লিখা ।
এবং পুরোটা মোবাইলে টাইপ করা ।
তবে শেষ করে দিবো খুব শিগগির ।
৪| ১৬ ই জুন, ২০১২ রাত ৯:৪৭
গাজী খায়রুল হাসান বলেছেন: চালিয়ে যান সাথেই আছি।
১৬ ই জুন, ২০১২ রাত ৯:৫৮
দিগন্ত নীল বলেছেন: ধন্যবাদ ।শুনে প্রীত হলাম ।
৫| ১৬ ই জুন, ২০১২ রাত ৯:৫৪
নিশাচর ভবঘুরে বলেছেন: সুন্দর। চালিয়ে যান। লাইন স্পেস একটু কম দিলে ভালো হয়।
১৬ ই জুন, ২০১২ রাত ১০:০৪
দিগন্ত নীল বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
একটা ভালো বিষয় বলেছেন ।
আমি মোবাইল দিয়ে পোস্ট দেই ।তাই স্পেস টা ঠিক ঠাহর করতে পারি না ।
৬| ১৬ ই জুন, ২০১২ রাত ১০:৩৩
শিশিরের বিন্দু বলেছেন: হুম প্রথম চেষ্টা হিসেবে খারাপ না, লেখার মাঝে ফাঁকা আরেকটু কম হলেই ভালো হয়। আর আপনি বেশ সহজ করেই লিখেছেন। ক্যারি অন।
১৭ ই জুন, ২০১২ সকাল ৭:১৫
দিগন্ত নীল বলেছেন: উত্সাহের জন্য অসংখ্য ধন্যবাদ ।
আর আপনাকে বোধ হয় আমি চিনি ,ফেসবুকে আপনার একটা কবিতার গ্রুপ ছিলো না ?
আপনি কি ঐ শিশিরের বিন্দু ?হয়তো ভুল ও হতে পারে !
যাইহোক ,ভালো থাকুন ।
৭| ১৬ ই জুন, ২০১২ রাত ১০:৪৫
পথিক অপু বলেছেন: দেখেন , সবাই কিন্তু একই রকম লেখে না । সবার লেখনী ভিন্ন । আপনারটাও আলাদা ।
শুরুটা আলাদা ভাবে করেছেন । পরের পর্বগুলোও দেখতে হবে।
১৭ ই জুন, ২০১২ সকাল ৭:১৭
দিগন্ত নীল বলেছেন: আপনার এই কথার সাথে সহমত ।
জ্বী ,দেখি কী করা যায় ,চেষ্টা করবো ভালো করতে এবং অনেক ধন্যবাদ আপনাকে ।
৮| ১৭ ই জুন, ২০১২ রাত ১১:১৩
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: বেশ! লিখে যান।
১৮ ই জুন, ২০১২ বিকাল ৪:৫১
দিগন্ত নীল বলেছেন: ধন্যবাদ ।
৯| ১৮ ই জুন, ২০১২ রাত ১:৪৭
শিশিরের বিন্দু বলেছেন: হুম
১৮ ই জুন, ২০১২ বিকাল ৪:৫২
দিগন্ত নীল বলেছেন:
১০| ১৮ ই জুন, ২০১২ রাত ১১:৫৪
সাইফুলহাসানসিপাত বলেছেন: সুন্দর সুচনা । কিপিটাপ ব্রো । +
২০ শে জুন, ২০১২ ভোর ৬:৫৫
দিগন্ত নীল বলেছেন: ধন্যবাদ ব্রো ।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১২ রাত ৯:১৮
পথিক অপু বলেছেন: শুরুটা ভালো !