![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল গুলশানের আল মদিনা ফার্মেসীতে গেলাম কিছু ঔষধ কিনতে। এক ভদ্র মহিলা আসলেন ওমিপ্রাজলের জন্য। তবে তার দেশী কোম্পানীর ওমিপ্রাজল দিয়ে হবেনা। জার্মানীর টা লাগবে। দোকানদার আহলাদে আটখানা হয়ে ম্যাডামকে ঔষধ দিলো একেকটার দাম ৩০ টাকা
(দেশীটার দাম ৩ টাকা)
এরপর লিষ্টার মাউথ ওয়াস চাইলে দোকানদার বাংলাদেশী জেনারেল কোম্পানীর লিষ্টার দিলে মহিলা নাক শিটকে বলে উঠলো হাউ ডেয়ার ইউ গিভ মি রাবিশ বাংলাদেশী প্রোডাক্টস।
শরীফ কাদেরীর কলিজা ফেটে চৌচির হলো প্রতিবাদ করলাম মহিলাকে বললাম আপনার কি জানা আছে বাংলাদেশী ড্রাগ ইউরোপে রপ্তানী হচ্ছে গত কয়েক বছর যাবত। এছাড়া আগামী কয়েক বছরের মধ্যে ইউরোপের ড্রাগ মার্কেট দখল করতে যাচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশ নিয়ে নাক শিটকালেন কেন?? আপনি ও তো বাংলাদেশী আমারও তো বলা উচিত ছি আপনী বাংলাদেশী প্রোডাক্টস। মহিলা আমার কথা শুনে হন হন করে দোকান থেকে বেরিয়ে গেলো। আশে পাশের লোকজন কিছুটা সস্তি পেলো আমার প্রতিবাদে।
হে তরুন প্রজন্, বাংলাদেশের ফুল ফলে বেড়ে উঠা প্রজন্ম, তোমাদের প্রতি আমার আকুল মিনতি দেশকে ভালোবাসো,দেশের মানুষকে ভালোবাসো। তোমার মা গরীব হতে পারে কিন্তু তবুও সে তোমার মা।
দেশের শ্রমিকের রক্ত পানি করা শ্রম দিয়ে গড়ে উঠা, অর্থনৈতিক শক্তি দিয়ে ল্যাক্সাস আর হারিয়ার নিয়ে ঘুরে বেড়ানো বড়লোকদের বলছি, জানি এই দেশ তোমাদের আর ভালোলাগেনা তোমাদের ডাকে ইউরোপের কালচার আর জীবন যাপন কিন্তু আগামীকাল যদি আমার শ্রমিক ভাইয়েরা মিলে সব মিল কারখানা বন্ধ করে দেয় তখন তোমাদের ফুটানী কই যায় দেখবো নে
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
শরীফ মহিউদ্দীন বলেছেন: দেশ থেকে চলে যাক
২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
আলতামাশ বলেছেন: Valo laglo
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
শরীফ মহিউদ্দীন বলেছেন: ধন্যবাদ
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
অচিন.... বলেছেন: protibad koray + dilam
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
শরীফ মহিউদ্দীন বলেছেন: ধন্যবাদ
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
সুলাইমান হাসান বলেছেন:
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
পরিবেশ বন্ধু বলেছেন: দেশকে ভাল্ববাসা ঈমানের অংশ বিশেষ
দয়াল নবীজী
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
ড্যানিশ কনডেন্সড মিল্ক বলেছেন: ভাই আপনাকে স্যালুট সাহস করে প্রতিবাদ করার জন্য।
বাংলাদেশের শিল্প-কারখানা বন্ধ হয়ে গেলে এসব বালের বড়লোকি আর ধানাইপানাই থাকপে না
জামাই বা বাপের পুংটা টাকায় চলেতো এজন্য দেশকে-দেশের পন্যকে রাবিশ বলার সাহস পায়
মহিলার জন্য থু
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
শরীফ মহিউদ্দীন বলেছেন: মহিলার জন্য শুধুই ঘৃনা
৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
অস্হির বলেছেন: ভাই আপনার এই প্রতিবাদের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সবার যদি নিজের দেশের প্রতি এমন মায়া এবং শ্রদ্ধা থাকতো। আর জনৈক মহিলাকে বলছি “বাংলা খেয়ে আংরেজি ঘেউ ঘেউ করা কি ঠিক”।
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
শরীফ মহিউদ্দীন বলেছেন: ভাই আমার শক্তি সাহস কোনটাই নাই তবুও কাল কোথা থেকে এই স্বর্গীয় শক্তি পেলাম জানিনা। স্রষ্টাকে ধন্যবাদ আমাকে বাংলাদেশে পাঠিয়েছেন
৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
শরিফ নজমুল বলেছেন: valo ekkhan kaj korchen.....apnake salute !!
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
শরীফ মহিউদ্দীন বলেছেন: সকল দেশের রানী আমার জন্মভূমি
৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
পরিবেশ বন্ধু বলেছেন: ছেন: দেশকে ভালবাসা ঈমানের অংশ বিশেষ
দয়াল নবীজী
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
শরীফ মহিউদ্দীন বলেছেন: হুব্বুল ওয়াতানে মিনাল ইমান ভাই এটি হাদিস নয় সম্ভবত আরবী প্রবাদ
১০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০
অস্হির বলেছেন: @ মাস্টার৭১/ড্যানিশ কনডেন্সড মিল্ক সহমত
১১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০
আশিক মাসুম বলেছেন: মাস্টার৭১ বলেছেন: এই সব পরগাছা গুলি বাংলাদেশ ছেড়ে চলে গেলেই পারে। কে তাদের আটকাবে?
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
শরীফ মহিউদ্দীন বলেছেন: কেউ আটকাবেনা তবে তাদের মুখ বন্ধ করার দায়িত্ব মায়ের সন্তান হিসাবে আপনার আমার তথা এ প্রজন্মের
১২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
বীরেনদ্র বলেছেন: কি কিনবে তা তার ব্যাক্তিগত ব্যাপার। নিজের দেশের জিনিশ সমমানের হলে তা না কেনা দেশের প্রতি বিরুপ আচরন । আর দেশকে খারাপ বলা তো দেশদ্রোহীতা।
তারা এটুকু বোঝে না থুথু উপর দিকে ছুড়লে তা নিজের মুখেই পড়ে। একজন বিদেশী স্বচ্ছন্দে বাংলাদেশী জিনিস কিনছে সে ক্ষেত্রে মহিলা কিনছে তো নাইই উপরন্তু দেশকে হেয় করছে।
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
শরীফ মহিউদ্দীন বলেছেন: জন্ম আমার ধন্য হলো মাগো,
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক।।
১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: চমৎকার লেখাটির জন্য শুধু ধন্যবাদ যথেষ্ট নয়, পেলাসও দিলাম। চলতে থাকুক দেশের জন্য ব্লগিং!!!
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
শরীফ মহিউদ্দীন বলেছেন: মঈনুল ভাই রক্ত আর ঘামে আমার মায়ের ছিন্ন বসন। প্রভুর শপথ এ বসনে আমি স্বর্গীয় আনন্দ পাই।
১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
সপ্নাতুর আহসান বলেছেন: ভাই আপনাকে স্যালুট। আপনার লেখার লিঙ্কটা ফেবুতে শেয়ার করছি। অনুমতি ছাড়া করলাম, অপরাধ করলে বইলেন।
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
শরীফ মহিউদ্দীন বলেছেন: আপনাকে ধন্যবাদ। ভালোবাসাপ্রকাশ শেয়ারের জন্য
১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২
িট.িমম বলেছেন: যে সবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গ পন্য
১০১ টা গতাম তাহাদের জন্য।
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
শরীফ মহিউদ্দীন বলেছেন: আমার সত্যি কান্না আসছিলো। জানিনা কেন বার বার ঐ সবুজের মায়া চোখ ভিজিয়ে দেয়
১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২
অসামাজিক সাব্বির বলেছেন: ভাই, ধন্যবাদ ।
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
শরীফ মহিউদ্দীন বলেছেন: আপনাকেও ধন্যবাদ
১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২
মো: রাজু রহমান বলেছেন: বালের বড়লোকদের বলছি, বেশি ভাব মারাইলে এই দেশ থেইক্যা বাইর হয়া যাও, ঐ সব দেশে গিয়া ৩ ক্লাস নাগরিক হও ।
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
শরীফ মহিউদ্দীন বলেছেন: বিদেশী গু দিলে দেখবেন এরা চেটেপুটে খেয়ে ফেলবে
১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
টুনা বলেছেন: আমি সৌদি আরবে থাকি। আমার এক কলিগের(আরব) কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। প্যান্টোপ্রাজল ট্যাবলেট খায়। আমি নিজেও খাই। এখানে সুইস মেড ১৫ টা ট্যাবলেটের প্যাকেট ৬০রিয়াল অর্থাৎ বাংলাদেশী ১৩০০ টাকার মত। আমি বাংলাদেশের প্যানটোনিক্স খাই যার ৫০টা ট্যাবলেটের প্যাকেট মাত্র ২৫০টাকা। আজ দুই/তিন বছর যাবৎ বাংলাদেশ থেকে এনে দিই।সস্তায় পেয়ে খুব খুশি।অবশ্য খাওয়া শুরু করার আগে এখানে তার ডাক্তারকে দেখিয়েছে।বাংলাদেশী কাপড়ের কথা বাদই দিলাম।অনেক বড়লোক এখানে তাদের কর্মীদের দিয়ে বাংলাদেশী মেলামাইনের সামগ্রী আনায়ন করেন। একজন বাংলাদেশী হিসাবে আমি গর্বিত।
যারা এদেশের খেয়ে এদেশের উপর নাক সিটকায় তাদের কে বলেছে এখানে থাকতে?
চলে গেলেইতো পারে।কে তাদের মানা করেছে?
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
শরীফ মহিউদ্দীন বলেছেন: আমার বাবা ও সৌদিতে থাকেন। মোটামুটি ভালো অবস্থানের ব্যবসাপাতি করেন। তিনি ইচ্ছা রলেই জার্মানীর ঔষধ কিনে খেতে পারেন। কিন্তু তা করেননা। আমি তাকে কিনে পাঠাই। বাবার বেশী বিশ্বাস দেশী ঔষধে তিনি ভালো হবেন। জানিনা এটা বিশ্বাস না দেশপ্রেম
১৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
টুনা বলেছেন: ১৯৯৩ সাল সবেমাত্র বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করেছি।ঢাকায় গিয়ে এক চাচাতো ভাইয়ের সহযোগিতায় একটি প্রাইভেট কোম্পানীতে চাকুরী নিয়েছি।সংসারের সবার বড় ।বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ।ছোট ভাই-বোনের ভবিষ্যৎ চিন্তা করে অধিক রোজগারের আশায় মালেশিয়া পাড়ি জমাই।১৯৯৪ সালে রোজার ঈদের ছুটিতে ঘুরতে বের হই।শারীরিক ভাবে দীর্ঘদেহী এবং সুস্বাস্থ্যের অধিকারী হওয়াই অনেকেই ফাকিস্তানী মনে করতো।হঠাৎ একজন পেছন থেকে বলে উঠলো তুই সন্ত্রাসী (আওয়া টেরোরিস্ট)।আমি বিনয়ের সাথে জিঙ্গেস করলাম, তুমি আমাকে টেরোরিস্ট বললে কেন? তার উত্তর সব পাকিস্তানী টেরোরিস্ট,তুই পাকিস্তানী সুতরাং তুই টেরোরিস্ট।আমি তাকে বললাম যে আমি পাকিস্তানী নই, আমি বাংলাদেশী।সে কিছুতেই বিশ্বাস করতে চাইছিলোনা।বরং মিথ্যেবাদী বলে গালি দিচ্ছিল।ভাগ্য ভাল, তখন পাসপোর্ট সাথে রাখার নিয়ম ছিল।আমি পাসপোর্ট বের করে দেখালে মাফ চেয়ে লজ্জিত হয়ে চলে গেল। তখন আমি বুঝেছি পাকিস্তান থেকে ভাগ হয়ে দেশ স্বাধীন হয়ে কি লাভ হয়েছে।
১৯৯৮ সালে পূর্ব এশিয়ার অর্থনৈতিক মন্দার ধাক্কা আমাদের উপর পড়ল।দেশে চলে আসি।ইচ্ছে ছিল শিক্ষকতা করে বাকী জীবন কাটিয়ে দেব।এ পেশার সুনাম ফিরিয়ে আনতে চেস্টা করব।কিন্তু
আমার সেই আশা পূরণ হয়নি।বাধ্য হয়ে প্রবাসে পাড়ি দিলাম। এবার মরুভুমিতে।ভাল পজিশানে চাকুরী করার সুবাদে অনেক লোকের সাথেই কথা হয়।একদিন এক পেলেস্টাইনী কেমিক্যাল ইন্জিনিয়ার এসে বললো,তোদের দেশে এত মান সম্পন্ন মেলামাইন সামগ্রী প্রস্তুত হয় জানতাম না । আজ এক মার্কেটে গিয়ে দেখি মেলামাইনের প্লেট। মেড ইন চায়না ২রিয়াল/পিস। আর মেড ইন বাংলাদেশ ২০রিয়াল/পিস।আমি মনে করলাম হয়তো ভুলে ২ এর জায়গায় ২০প্রিন্ট হয়েছে।কাউন্টারে গিয়ে যখন জানতে পারলাম এটার মূল্য আসলেই ২০রিয়াল তখন মনযোগ দিয়ে দেখেছি আসলেই এটা বিশ রিয়াল মুল্যমানের হতে পারে।তখন এক মিশরীয় মেকানিক্যাল ইন্জিনিয়ার বললো রিয়াদের সবচাইতে অভিজাত শপিং মল কিংডম টাওয়ারে সব ব্রান্ডের কাপড় মেড ইন বাংলাদেশ।
সৌদি আরবে জুমার নামাজের খুৎবায় সমস্যা জর্জরিত মুসলিম দেশ গুলির জণ্য দোয়া করা হয়।পেলেস্টাইন,কাশ্মীর,ইরাক,আফগানিস্তান এবং গত ২/১ বছর যাবৎ যোগ হয়েছে পাকিস্তান। তখন বুঝি আমার বাংলাদেশের মুল্য।গর্বে বুক ভরে উঠে।
এই হল আমার বাংলাদেশ-
Click This Link
Click This Link
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
শরীফ মহিউদ্দীন বলেছেন: “এমন দেশটি কোথাও খুজে পাবে নাক তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভুমি ”
২০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
উদাস যুবক বলেছেন: মহিলার মানসিক দিনতা দেখে দুঃখ পেলাম। নিজে বাংলাদেশি হয়ে দেশি পণ্যকে হেয় করে যে সে প্রকারান্তে নিজেকেই হেয় করল তা বোঝার ক্ষমতা এই গর্দভগুলার নেই।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৯
শরীফ মহিউদ্দীন বলেছেন: মহিলার চেয়ে বড় মানসিক রোগি আছে ২২ নম্বরে দেখেন
২১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
লজিক2010 বলেছেন: পোস্টে++ প্লাসের উপর কিছু থাকলে দিয়ে গেলাম
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১০
শরীফ মহিউদ্দীন বলেছেন: আপনাকে ধন্যবাদ
২২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
জাকির সজিব বলেছেন: the woman did right thing.
bangladeshi drugs are not good, they have major problem i.e. side effect which might cause gradual death.
woman had money so she was looking for best and reliable drug.
you shouldnt interfere there.
everyone has right what they will buy or not.
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭
শরীফ মহিউদ্দীন বলেছেন: বাংলাব্লগে ইংলিশ মাইরা প্রমানিত হইলো তুমি আবাল প্রজাতির একটা।
bangladeshi drugs are not good, they have major problem i.e. side effect which might cause gradual death.
কোন স্ট্যাস্টিক্স এ এই কথাটা বললা তুমি কি ফার্মাসিষ্ট?
নাকি তোমার আব্বার গলির মোড়ে ফার্মেসীর দোকান আছে।
বাংলাদেশী ড্রাগ এত খারাপ হইলে তোমার ইউরোপিয়ান আব্বারা কেন কেনে??
একজন ফিজিশিয়ান হিসাবে আমার এই ড্রাগের এফেক্ট তোমার চাইতে ভালো জানা আছে। এইবার ফুটু।
নাইলে মার দেবো এখানে লাস পরবে সসানে
২৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৩
নীড় ~ বলেছেন: প্রতিবাদ করার জন্য ধন্যবাদ
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪
শরীফ মহিউদ্দীন বলেছেন: পড়ার জন্য আপনাকে ধন্যবাদ
২৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১০
দি সুফি বলেছেন: ঐ মহিলা বাংলাদেশ ছাড়িয়া চলিয়া যায় না কেন?
এই ধরনের মানুষদের এই দেশ থিকা ঝাটাইয়া বেড় করে দেয়া উচিত
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪
শরীফ মহিউদ্দীন বলেছেন: যাবেনা এখানে থেকেই ফুটানী করবে
২৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৫
নতুন বলেছেন: দেশ নিয়া যে কথা বলবে... তাকে এমনই শিক্ষা দেওয়া উচিত///
অনেক ধন্যবাদ আপনাকে...
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩
শরীফ মহিউদ্দীন বলেছেন: আপনাকেও ধন্যবাদ
২৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৩
মিহির লাল সিংহ বলেছেন: Dilen to bhai agun jalaya... Ei chutto ekta "bichchinno" ghotona shuina daat kirmir kortase... Ichcha kortase betir... Thak r barailam na!
Chinta kortasi, oisob mam'go laiga horek rokomer d...do sajaiya ekkhan "service centre" khulmu kina?
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩
শরীফ মহিউদ্দীন বলেছেন: খুলেন খুলেন
২৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৬
ভুদাই আমি বলেছেন: ওরা তো জানে না কতো ধানে কতো চাল............................
“তবে আপনিতো বাংলাদেশী প্রোডাক্ট !!! ” ফাটিয়ে দিয়েছো মামা।।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২
শরীফ মহিউদ্দীন বলেছেন: হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস
২৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭
নীলিমায় নীল রোদ বলেছেন: ঐ হাই ব্রীড মহিলারমত অবৈধ টাকার মালিকদের একদিন এদেশের খেটে খাওয়া মানুষ ধাওয়া দিবে-সেদিন খুব দূরে নয়।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১১
শরীফ মহিউদ্দীন বলেছেন: প্রত্যাশা করি সেদিন নিকটবর্তী
২৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩
মোহাম্মদ জাকারিয়া বলেছেন: লেখক বলেছেন: বিদেশী গু দিলে দেখবেন এরা চেটেপুটে খেয়ে ফেলবে[/sb
৩০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭
হুরমতি বু বলেছেন: নিশ্চয়ই ঐ মহিলা কাজের বুয়া আছিল-"কেলেম" কইরা বড়লোক জামাই বাগাইছে।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১১
শরীফ মহিউদ্দীন বলেছেন: আমার ও একি প্রশ্ন
৩১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১
হাছুইন্যা বলেছেন: সবকিছু বিদেশী দরকার তারপরেও দেশী জামাই কেন যে বিয়ে করে তারা
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১০
শরীফ মহিউদ্দীন বলেছেন: দেশী টাকায় বিদেশী পার্ট লইতে পারবো তাই
৩২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭
কালোপরী বলেছেন: আপনাকে স্যালুট
আমরা সবাই যেন এমন সাহসী হতে পারি
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮
শরীফ মহিউদ্দীন বলেছেন: ভাই ভালোবাসা মানুষকে সাহসী করে তোলে। আর এ ভালোবাসা তো মায়ের জন্য
৩৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: ভালো করছেন, আরেকটু ছ্যাছা দিতে পারলে ভালো লাগতো।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮
শরীফ মহিউদ্দীন বলেছেন: আশা করি মানুষ হলে কখনো এমন করবে না
৩৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯
ড্যানিশ কনডেন্সড মিল্ক বলেছেন: @লেখক জাকির সজিব নামক গাজাখোরকে একটা কানের নিচে থাব্রা দিয়ে বাপদাদার দেশ ইউরোপে পাঠিয়ে দিন।
যেখানে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকার ড্রাগস বিদেশে রপ্তানি করা হচ্ছে........সেখানে আবালে বলে আমার ড্রাগস নাকি ভালো না
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৯
শরীফ মহিউদ্দীন বলেছেন: ওই আবালে ড্রাগস কেমনে বানায় কইতে পারবো
৩৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯
ড্যানিশ কনডেন্সড মিল্ক বলেছেন: sorry amader
৩৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬
কালোপরী বলেছেন: আমি ভাই না আমি বোন
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
শরীফ মহিউদ্দীন বলেছেন: ওকে বইন। ভালো আছো বইন
৩৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২
বাকাট্টা বলেছেন: সাবাস
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫
শরীফ মহিউদ্দীন বলেছেন: ধন্যবাদ
৩৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১
গ্রাম্যবালিকা বলেছেন: ভালো কাজ করেছেন, মহিলাকে রাবিশ বলতেন।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫
শরীফ মহিউদ্দীন বলেছেন: পারিনাই। সামনের বার কমুনে
৩৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭
ভিটামিন এ বলেছেন: প্লাস দিলাম।
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬
শরীফ মহিউদ্দীন বলেছেন: ধন্যবাদ
৪০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১১
দিগন্ত নীল বলেছেন: প্লাস +
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬
শরীফ মহিউদ্দীন বলেছেন: ধন্যবাদ
৪১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২২
মদন বলেছেন: ++
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬
শরীফ মহিউদ্দীন বলেছেন: ধন্যবাদ
৪২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭
অসামাজিক সাব্বির বলেছেন: জাকির সজিব হারামজাদার ব্লগটায় একবার গিয়া দেখেন । দেখলেই বুঝবেন হারামী ওই একই টাইপের । গালি এসে যাচ্ছে মুখে কিন্তু এসব লেখতে রুচি হচ্ছে না । তবে ঐ ব্যাটার পশ্চাতদেশে বাঁশ ঢুকিয়ে অর আসল বাপের দেশে পাঠাতে আবেদন জানাচ্ছি ।
৪৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪
জাকির সজিব বলেছেন: am i not entitle to express my opinion?
YOU guys brought slung words, and the author of this post also brought my parents here.
what actually it tells ?
IT tells never trust bengali and their product. IT also tell you guys cameout from your mums asshole.
happy now
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১
শরীফ মহিউদ্দীন বলেছেন: হারামী ব্লগার সামুতে কি করে? এদের কেন ফাকিস্তানে পাঠানো হয়না ???
৪৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮
ঘোড়ারডিম বলেছেন: অনেক ধন্যবাদ।
৪৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯
আহমেদমিশুক বলেছেন: sad but true,
১ ইউরোপে বাংলাদেশ থেকে ওষুধ রপ্তানি হওয়র ম্যটেরিয়াল টপ গ্রেডের।
একই ওষুধ জেতা দেশে বিক্রি করে তার র ম্যাটেরিয়ালের গ্রেড ডি গ্রেড ইন্ডিয়ান হয় অথবা চায়না।
২ প্যারেন্ট প্রোডাক্ট যে কোম্পানির সেই ওষুধের এফিকেসি ভাল হয়,পোটেনশি ঠিক থাকে ।দুঃখের বিষয় এই যে আমরা এখনো কোন প্যারেন্ট ড্রাগের পেটেন্ট নিতে পারি নাই।
ওষুধের ক্ষেত্রে আর অনেক হিডেন জিনিস আছে সেইগুলা না হয় নাইবা বললাম ।
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২
শরীফ মহিউদ্দীন বলেছেন: আহমেদ মিশুক বাংলাদেশকে গালি দেয়ায় আপনি খুশি হয়েছেন বুঝতে পারছি। আপনাকে অভিনন্দন
৪৬| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪
সিলেটি জামান বলেছেন: মো: রাজু রহমান বলেছেন: বালের বড়লোকদের বলছি, বেশি ভাব মারাইলে এই দেশ থেইক্যা বাইর হয়া যাও, ঐ সব দেশে গিয়া ৩ ক্লাস নাগরিক হও ।
৪৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩
ভুদাই আমি বলেছেন: @ জাকির সজিব
everyone has right what they will buy or not. জি জনাব। আমি আপনার সথে একমত। যার পাছা, তার মাথা ব্যাথা।।
কিন্তু ঐ বজ্জাত বিদেশী ---কৃত মহিলা কেন বাংলাদেশী প্রোডাক্টকে খারাপ বলবে?? শালী ভাতারের ভাত খায় আর নাঙের গীত গায়??
ঐ বেটি যদি জানতো যে বাংলাদেশের ঔষুধ কয়টা দেশে রপ্তানী হচ্ছে তাহলে আর বলতো না।।
আহমেদমিশুক
খালি কলস বাজে বেশি।।
৪৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৬
আয়রন ম্যান বলেছেন: ঐ মহিলাকে ধিক্কার জানাই। আনাকে স্যালুট।
অপ.টপিক : আমার শশুর সাহেব তো প্রায় বিশ বছর যাবত সৌদি আরব থাকেন। তিনি সব সময় বাংলাদেশী ওষুদ ব্যবহার করে থাকেন। আর বলেন বাংলাদেশী ওষুদে নাকি সৌদি ওষুদের চাইতে ভাল কাজ করে। আমরা নিয়মিত তার জন্য বাংলাদেশ থেকে ওধুদ কিনে পাঠাই।
৪৯| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮
থার্ড-আই-নেটওয়ার্ক বলেছেন: আ্যাহানে চরম ভেজাল নাগছে দেহতাছি
৫০| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
নীলশুভ্র বলেছেন: ধন্যবাদ আপনাকে, মেডাম কে মেইড বাই বাংলাদেশ স্মরন করিয়ে দেওয়ার জন্য।
৫১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
খান মেহেদী ইমাম বলেছেন: ভাই আমার দেশ এর সবই ভাল। কালি প্রব্লেম হইল রাজনৈতিক অস্থিরতা আর দুর্নীতি। ভাই আমি আরব আমিরাতে থাকি। আমি ঔষধ কাপড় আর জুতা এগুলো সব সময় বাংলাদেশ থেকে আনে ইউজ করি কারন আদের কাপড় আর জুতা না সুন্দর না টেকসই। আর খাবার আরব আমিরাতে প্রান এর প্রোডাক্ট ত বিশাল বাজার তৈরি করে ফেলেছে। তবে আমি মনে করি আমার দেশ এর নিরাপত্তা পাকিস্তান এর চেয়ে অনেক ভাল। কারন আমার এখানে কিছু পাঠান আছে যারা প্রতিবার দেশ এ জাবার সময় সবার কাছ থেকে বিদায় নিয়ে যায় কারন ওদের দেশ এর অবস্তা এত খারাপ যে ফিরে আসার সম্ভাবনা খুব কম। খালি ভাই একটাই দুঃখ আমাদের ওপর সরকার কখনো টাকায় না।
৫২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
রাসেল মেটামোরফোজ বলেছেন: +++++
৫৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৯
বায়স বলেছেন: প্রতিবাদের জন্য অভিনন্দন
৫৪| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮
মেকগাইভার বলেছেন: আপনার চাকরি আচে এখনো?
৫৫| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
আহমেদমিশুক বলেছেন: i am working in a top most pharma company of Bangladesh.
but believe me,i know the inside story of most of the pharma company.
@লেখক। মোটেও খুশি হইনাই।এত রপ্তানি কিন্তু নতুন কোন মলিকুল আবিষ্কারে খরচ করতেছে না কোম্পানীগুলো।২০১৬ সালের পর কি হবে ভেবে দেখেছেন,জখন ট্রিপ্স বাতিল হবে......। নতুন পেটেন্ট ড্রাগ গুলো দেশি কোম্পানি গুলো আর বানাতে পারবে না?????? এই বশয় নিয়ে কেউ ভাবতেসেনা।
@ভুদাই আমি - ঠিক-ই বলেছেন।কিন্তু দেশি কোম্পানি গুলো যে সাদা চামড়া বিদেশি দের জন্য ভাল মানের ওষুধ বানায় আর দেশের জনগণের জন্য মানের তোয়াক্কা করে না এই ব্যপারে কি বলবেন????????
৫৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৩
আখাউরা পূলা বলেছেন: Click This Link
৫৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৭
রবিউল ফকির বলেছেন: আমার মনে হয় ক্রেতার প্রোডাক্টসা জার্মানী প্রোডাক্টস। তাই তার এরকম আচরন। তারা আসলে টাকার গরম দেখায় মাত্র। তার পূর্ব পুরুষ দেখা যাবে যে ৩ বেলা খাবারও ঠিক মতো পায়নি। কোন ভাবে / কালোবাজারী / ডাকাতি করে পয়সা হয়েছে বনে গেছেন শিল্পপতি তাই তারা বেশী দামে বিদেশী পন্যের দিকে নজর দিয়ে থাকেন। অথচ তাদের কাছে একটি অসহায় মানুষ কোন সাহায্য চাইলে ৫ টাকা দিয়ে সাহায্য করবে না। বাজে রাস্তায় ৫ লক্ষ টাকা উড়িয়ে দিবে মাত্র ১০ মিনিটে আনন্দ উল্লা করে। তারা সেই মানষিকতায় বড় হয়েছে।
৫৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: +++++++
৫৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০
স্পাইসিস্পাই001 বলেছেন: প্রতিবাদের জন্য ধন্যবাদ........
৬০| ২১ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০০
খায়রুল আহসান বলেছেন: আপনি প্রতিবাদ করে ঠিক কাজটিই করেছেন, তবে এখানে অনেক পাঠকের মন্তব্য বেশ রূঢ় হয়ে গেছে বলে মনে করি।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
মাস্টার৭১ বলেছেন: এই সব পরগাছা গুলি বাংলাদেশ ছেড়ে চলে গেলেই পারে। কে তাদের আটকাবে?