![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে একটা অদ্ভুত সুন্দর হাদিস পড়লাম । হাদিসটি এ রকম যে কেয়ামতের দিন আল্লাহ তায়লা সর্বপ্রথম পুরুষদেরকে নামাজ, রোজা, হজ্ব, যাকাতের জন্য ধরবেন না। তিনি সর্বপ্রথম পুরুষদের জিজ্ঞাসা করবেন তারা তাদের স্ত্রীর সাথে কিরুপ ব্যবহার করেছে।
অর্থাৎ স্ত্রীর প্রতি আচরনের জন্য শেষ দিবসে মানুষ সর্বপ্রথম জিজ্ঞাসিত হবে।
আমাদের সমাজে পুরুষদের দেখা যায় স্ত্রীর প্রতি আচরন অনেকটা কাজের লোকের মত। আমার এক আত্মীয় বাসায় গিয়ে দেখলাম তাদের ঘরে নাকি পুরুষরা আগে খাবার খায় তার পর মেয়েরা খাবে। অবাক হলাম।
কাতল মাছের মাথা, আর শিং মাছের ঝোল যেন পুরুষদের নামে ওয়াকফ করা। কিন্তু আমরা কেন ভুলে যাই আমার স্ত্রী ও মানুষ তারো কাতল মাছের মাথা খাওয়ার ইচ্ছা জাগতে পারে।
অনেকে ভাবছে নারী নির্যাতন এসব বিষয়তো চাষাভুষা মানুষের ব্যপার। আমরা শিক্ষিত মানুষ এগুলো নিয়ে ভাববার সময় কই??? কিন্তু আমি জানি বুয়েটের শিক্ষক স্বামী স্ত্রী দুজনেই তবু ও স্ত্রীর সারা শরীরে সিগারেটের ছ্যাকা দিয়েছেন ঐ স্বামী। কিন্তু সন্মানের ভয়ে তিনি জনসম্মুখে তা কখনো খুলে বলেননি।
হে পুরুষ যে নারীর রক্ত মাংসকে খাবার বানিয়ে, ১০ মাস দশদিন যে নারীকে কষ্ট দিয়ে, তুমি দুনিয়ার আলো দেখেছো, যে নারীর বিছানায় রাতে তুমি পেশাব করে দিয়েছো, তোমাকে সারা রাত বুকে নিয়ে রাখলো আর নিজে পেশাবে ঘুমালো, যার মুখ থেকে তুমি সবার আগে শব্দ বলা শিখেছো, তোমার যৌবনে যে নারী তোমাকে ভালোবাসার পরশ দিয়ে তোমার সব দুঃখকে ভুলিয়ে দিয়েছে,চরম বিপদেও তোমাকে সাহস জুগিয়েছে,
সে নারীর প্রতি খারাপ আচরন করতে, সে নারীকে টিজ করতে, কিংবা তাকে ধর্ষন করতে তোমার লজ্জা লাগেনা?
তুমি টীজার নও,তুমি অশ্লীল মন্তব্যকারী নও তুমি হলে অকৃতজ্ঞ, তুমি হলে বিশ্ব বেহায়া, তোমার মত মানুষকে মানুষ বলা স্রষ্টার সৃষ্টির প্রতি অপমান।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩
লেখাজোকা শামীম বলেছেন: চরম সত্যি কথা বলেছেন ব্রো। অশেষ ধন্যবাদ।
৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১
কলম.বিডি বলেছেন: হাদিসটা আমারও জানা ছিলো। কিন্তু এতদুর চিন্তা করিনাই কখনো। সুন্দর লিখেছেন। ++++
৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫
আল ইফরান বলেছেন: লেখাটা পড়ে খুবই ভালো লাগলো।
নারীর প্রতি সহিংসতার কোন জাত-পাত, ধর্ম, বর্ন বা সীমানার ভেদাভেদ নাই।
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২১
আশফাক সুমন বলেছেন: ভাই লিখেছেন ভালো ।
কিন্তু হাদিসটার রেফারেন্স কি?
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫
রোদের ফোঁটা বলেছেন: হাদীসটির রেফারেন্স দিলেন না তো!!!