নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্ট করে হলেও সৎ থাকার চেষ্টা করো

শরীফ মহিউদ্দীন

অপেক্ষায় আছি সুন্দর সকালের.........

শরীফ মহিউদ্দীন › বিস্তারিত পোস্টঃ

আজ এই পিচ্ছিটার জন্মদিন। সবাই একটু দোয়া করবেন প্লিজ

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৬





এই পিচ্ছিটার নাম মারিয়ামুস সাদিয়া রুহানী। আমার ছোটবোন। আজ তার পঞ্চম জন্মদিন। রুহানীর সাথে আমার বয়সের পার্থক্য ২১ বছর ৬ মাস ৮ দিন। ব্যাপারটা ইন্টারেস্টিং না?? :) রুহানী শব্দের অর্থ হলো রুহের বা আত্মার অর্জিত সম্পদ। এই নামটা হবার পেছনে একটা শানে নুজুল আছে।



১৯৮৬ সালে আমি যখন আম্মুর পেটে তখন কোন এক কারনে আমার আব্বুর মনে হলো তার অনাগত সন্তানটি মেয়ে। আল্ট্রাসোনগ্রাফী নামের কোন যন্ত্র না থাকায় আব্বুর কথায় কেউ নিশ্চয়তা দিতে পারেনি। :D তবু আব্বু মেয়ে বাবুদের অনেক জামা কিনলো। আমার জন্ম হবার পর আব্বুর সব স্বপ্ন মাঠে মারা গেলো B-) তবুও তার এ সন্তানটি ওজনে মোটামুটি রিকিশিপাতু আর চেহারায় সালমান খান :!> হবার কারনে আব্বা কন্যা সন্তানের দুঃখ ভুলে গেলেন। তার ৫ বছর পর আমার ছোটভাই মহিবের জন্ম হবার পর আব্বা মোটামুটি নিশ্চত হলেন তার কপালে আর কন্যা সন্তান নাই : |-)



২০০৩ সালে আমরা দুইভাই আর বাবা মা হজ্বে গেলাম। মাকামে ইব্রাহীম ( যেখানে দাঁড়িয়ে ইব্রাহীম আঃ দোয়া করেছিলেন। এবং বলা হয় মুসলমানের সব নেক দোয়া মাকামে ইব্রাহীমে কবুল হয়) দাঁড়িয়ে আমি চাইলাম এসএসসি পরীক্ষায় এ+। কিন্তু আব্বা কি চাইলেন তা জিজ্ঞাসা করতে তিনি শুধু মুচকী হাসলেন।

২০০৮ সালে রুহানীর জন্মের পর আব্বা বললেন তিনি সেদিন মাকামে ইব্রাহীমে এই কন্যা সন্তানটিকে চেয়েছেন। যেহেতু তিনি রুহের নেক আমলের পুরস্কার হিসাবে এই পিচ্ছিটাকে চেয়েছেন তাই তার নাম দেয়া হলো রুহানী। (নামটা শরীফ কাদরীর দেয়া)



আমার বাবা ব্যবসায়িক কারনে সব সময় দেশ বিদেশে ঘুরাঘুরি করে আর এতে করে রুহানীকে তিনি পর্যাপ্ত সময় দিতে পারেনা। আর তাই রুহানীর সব দাবী আবদার আমার কাছে। রুহানীর খেলনা থেকে শুরু করে স্কুলের টিফিন সব কিছুর চাওয়া পাওয়া আমার কাছে। আমি অনেকটা ফাদার ফিগার রুহানীর জন্যে।



রুহানী এখন নার্সারীতে পড়ে, হার্ডকো ইন্টারন্যশনাল স্কুলে। আমরা দুভাই বাংলা মিডিয়ামে পড়লেও আমি রুহানীকে আব্বার নিষেধ শর্তেও ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি। এর একটা উদ্দেশ্য আছে। আমি রুহানীর মাধ্যমে প্রমান করতে চাই,ইংলিশ মিডীয়ামে পড়লেও বাংলার প্রতি আনুগত্য কমে যায়না। রুহানী ইতিমধ্যে প্রায় সব বাংলা ছড়া শিখে গেছে, আমি প্রতিদিন তাকে একজন বাংলা কবি অথবা সাহিত্যিকের নাম শেখাই। আজ রুহানী শিখছে বিভুতিভূষন বন্দোপাধ্যায় নাম। নামটা রুহানীর জন্য কিছুটা কঠিন কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে।



আমি জানিনা আমি কতটুকু সফল হবো, তবে মনে আশা আমি সফল হবো। আমার পিচ্ছি এই বাবুটার জন্য সবাই একটু দোয়া করবেন প্লিজ।

মন্তব্য ৪৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৯

ঘুড্ডির পাইলট বলেছেন: মারিয়ামুস সাদিয়া রুহানী আম্মুটাকে জন্মদিনে অনেক অনেক আদর ও শুভেচ্ছা । দোয়া করি অনেক বড় হও ও সুখী হও। !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭

শরীফ মহিউদ্দীন বলেছেন: ঘুড্ডির পাইলট ভাই আপনাকে ধন্যবাদ, রুহানীকে আপনার শুভেচ্ছে পৌছে দিব। ইনশাআল্লাহ
:)

২| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৯

আকিব হোসেন বলেছেন: Happy Birthday

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯

শরীফ মহিউদ্দীন বলেছেন: ধন্যবাদ

৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২০

কালোপরী বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা আর পোস্টে প্লাস :)

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

শরীফ মহিউদ্দীন বলেছেন: আপনাকে ধন্যবাদ

৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

দেবদাস. বলেছেন: শুভ জন্মদিন :) শুভ জন্মদিন :) শুভ জন্মদিন :) শুভ জন্মদিন :) শুভ জন্মদিন :) শুভ জন্মদিন :) শুভ জন্মদিন :) শুভ জন্মদিন :) শুভ জন্মদিন :) শুভ জন্মদিন :) শুভ জন্মদিন :) শুভ জন্মদিন :) শুভ জন্মদিন :) শুভ জন্মদিন :) শুভ জন্মদিন :) শুভ জন্মদিন :) শুভ জন্মদিন :) শুভ জন্মদিন :) শুভ জন্মদিন :) শুভ জন্মদিন :)


------------------------ রুহানী।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

শরীফ মহিউদ্দীন বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ

৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

গ্রাম্যবালিকা বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভকামনা রুহানীর জন্য।শুভ জন্মদিন !:#P !:#P !:#P

বাংলা শিখাচ্ছেন শুনে খুশি হলাম। আশা করি ডরেমন দেখে হিন্দিতে কথা বলবে না ছোট্ট পরী টি। :)

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২

শরীফ মহিউদ্দীন বলেছেন: আমার চেষ্টা অব্যাহত থাকবে, ইসস যদি ডরিমনটা বাংলা করার কোণ উদ্যোগ নেয়া হতো

৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: সুন্দর নাম।
তারচে সুন্দর জন্মের ইতিকথা ;)

অনেক অনেক শুভ কামনা শুভ জন্মদিনে।


২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১

শরীফ মহিউদ্দীন বলেছেন: আপনাকে অনেক দিন পর দেখলাম বস, কেমন আছেন ??

৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

পরিবেশ বন্ধু বলেছেন: শুভ জন্মদিন জীবন সাজুক সুন্দরে
দোয়া রাখি তাই প্রান ভরে

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১

শরীফ মহিউদ্দীন বলেছেন: আপনাকে ধন্যবাদ পরিবেশ বন্ধু, আপনার সাথে আমার আক্বিদাগত কিছু মিল

৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

সাদা মনের মানুষ বলেছেন: মারিয়ামুস সাদিয়া রুহানী জন্য রইলো অনেক আদর আর শুভেচ্ছা ।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০

শরীফ মহিউদ্দীন বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ

৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

শীলা শিপা বলেছেন: অনেক শুভ কামনা শুভ জন্মদিনে।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০

শরীফ মহিউদ্দীন বলেছেন: আপনাকে ধন্যবাদ

১০| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

শার্লক বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা আর পিচ্চির জন্য দোয়া রইল।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

শরীফ মহিউদ্দীন বলেছেন: আপনার প্রতি ভালোবাসা

১১| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

শাহজাহান মুনির বলেছেন: শুভ জন্মদি, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন রুহানী .................. :) :) :) :) :) :) :) :)

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

শরীফ মহিউদ্দীন বলেছেন: আপনাকে শুভেচ্ছা ও ধন্যবাদ

১২| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮

অদ্বিতীয়া আমি বলেছেন: শুভ জন্মদিন ,রুহানীর জন্য শুভ কামনা !:#P !:#P

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

শরীফ মহিউদ্দীন বলেছেন: আপনাকে ধন্যবাদ

১৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

সাইফুলইসলাম েকােয়ল বলেছেন: শুভ জন্মদিন।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

শরীফ মহিউদ্দীন বলেছেন: আপনাকে ধন্যাবাদ

১৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২

সত্যচারী বলেছেন: সুইট কিউট আপুটার জন্য, জন্মদিনের অনেক অনেক ভালোবাসা

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

শরীফ মহিউদ্দীন বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই

১৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

এ,রহিম বলেছেন: শুভ জন্মদিন রুহানী ........অনেক অনেক দোয়া এবং ভালো থাকুক, সুস্থ্য থাকুক আপনার প্রিয় ছোটবোন।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

শরীফ মহিউদ্দীন বলেছেন: আপনাকে আন্তরিক মুবারকবাদ

১৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০২

বেবিফেস বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা সহ রুহানীর জন্য অনেক অনেক দোয়া রইল। আর তার ভাইকে আমার আন্তরিক অভিনন্দন। আপনার লেখা পড়ে আমার মন ভিজল।আমাকে আল্লাহর কাছ থেকে আমার বাবা বা মা না, আমার ছোট ভাই চেয়ে এনেছিল।আপনার বোনটা সারা জীবন যেন আপনার এমনই আদরের থাকে।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

শরীফ মহিউদ্দীন বলেছেন: আমার লেখা পছন্দ করায় ধন্যবাদ, আপনার ঘটনা আরো মজা পেলাম

১৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

নীল_আকাশ বলেছেন: রূহানী কে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্যই লগ ইন করলাম।

শুভ জন্মদিন... আপু মনি........

(আপনার সাথে আমার একটা ছোট্ট মিল রয়েছে... আমরা দুই ভাই...আমার থেকে আমার ছোট ভাই ১৭ বছরের ছোট। ঠিক আপনার মতই............ ফাদার ফিগার...... )

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

শরীফ মহিউদ্দীন বলেছেন: কি অদ্ভুত একটা আনন্দ পাওয়া যায়, তাইনা??

১৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

১১স্টার বলেছেন: Happy Birth Day to মারিয়ামুস সাদিয়া রুহানী !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

শরীফ মহিউদ্দীন বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ

১৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৪

হাসান ফেরদৌস বলেছেন: রুহানীকে জন্মদিনের শুভেচ্ছা।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫

শরীফ মহিউদ্দীন বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ

২০| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হ্যাপি বার্থ ডে !:#P

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

শরীফ মহিউদ্দীন বলেছেন: ধন্যবাদ স্বর্ণা

২১| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: শুভ জন্মদিন ,রুহানীর জন্য শুভ কামনা !:#P !:#P

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

শরীফ মহিউদ্দীন বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই

২২| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

ভিয়েনাস বলেছেন: শুভ জন্মদিন রুহানী !:#P !:#P

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

শরীফ মহিউদ্দীন বলেছেন: আপনাকে ধন্যবাদ ব্রাদার

২৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩

জানা বলেছেন:

অনেক অনেক আদর আর শুভ কামনা মারিয়ামুস সাদিয়া রুহানীর জন্য।

আদরের ছোট্ট বোনটাকে আপনার যত্ন করে তৈরী করার আগ্রহ জেনে ভাল লাগলো। এত ছোট্ট একটা বাচ্চার মুখে নিশ্চয়ই বিভুতিভূষন বন্দোপাধ্যায় অত সহজে উচ্চারিত হয় না- এটা ভেবে আমার খুব মজা লাগে :)

ছোটবেলা থেকেই আমার আইডল আমার ভাইয়া। খুব ছোটবেলায় আমার মা এবং ভাইয়া যখন ফ্রেঞ্চ লেখক আতোয়াঁ দ্য সাঁ এ্যাক্জুপেরী'র লেখা একটি বইয়ের বাংলা অনুবাদ 'ছোট্ট রাজপুত্র' আমাকে পড়ে শোনাতেন তখন ভাইয়া আমাকে লেখকের ঐ কঠিন নামটি উচ্চারণ শিখিয়ে দিয়ে বারবার আমার কাছে শুনতে চাইতেন- আমার মনে আছে :)

এখন আমারও ৯ বছর বয়সের একটি সোনামনি বুদ্ধিমতি মেয়ে আছে। আমার ভাষা বাংলা সহ মোট চারটি ভাষায় সে সমানভাবে সাবলীল। পঞ্চম ভাষা জার্মান এ এখন মন গিয়েছে :)

ওকে আমি গল্পের ছলে বাংলাদেশের ইতিহাস বলি। মাতৃভাষা বাংলার পেছনের কথা বলি, শহীদদের কথা বলি। ও মন দিয়ে শোনে, শেখে, মনে রাখার চেষ্টা করে। ও আমাদের জাতীয় দিবস গুলোর পেছনের ইতিহাস জানে। বাংলাদেশকে নিয়ে কারো কোন নেতিবাচক বাক্যতে ও কষ্ট পায়। ও জানে 'বাংলাদেশ' অনেক কষ্টের অর্জন। কয়েক বছর আগে ওকে যেদিন আমি কোন এক প্রসঙ্গে 'জীবনানন্দ দাশ' উচ্চারণ শেখাই, ওর উচ্চারণ 'জীবন্ত চাস' এর বাইরে যেতে চায়না :)। এটা নিয়ে আমরা অনেক মজা করেছি। আজকে ও অনায়াশেই সব আয়ত্বে আনে।

অনেককিছু বল্লাম। আপনার সময় নিলাম। কিন্তু একটি শিশুর সুষ্ঠু ক্রমবিকাশ বড় আনন্দের, পাশাপাশি গৌরবেরও এবং সেখানে বড়দের দায়িত্ব অপরিসীম- সে কথাটিই আসলে বলতে চেয়েছি।

শিশুদের সুষ্টু, আনন্দময় এবং নিরাপদ বিকাশ হোক আমাদের সবার চাওয়া।



২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

শরীফ মহিউদ্দীন বলেছেন: ব্লগরানী জানা আপু আমার মত ক্ষুদ্র ব্লগারের ব্লগ পড়েছে এটা ভাবতেই ভালো লাগছে।

আপনার আর আমার পিচ্ছিটার কাহিনী একই রকম শুনে খুবি ভালো লাগলো। আমার আশা ভবিষ্যতে রুহানী আপনার মত একজন ক্রিয়েটিভ মানুষ হবে। বাংলাদেশ ও বাংলাভাষার মুখ উজ্জ্বল করবে।

আপনাকে আবারো ধন্যবাদ এই সামান্য ব্লগারের ব্লগে আসার জন্য।

২৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩

জানা বলেছেন:

আমার ছোট্ট সোনামনি

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

শরীফ মহিউদ্দীন বলেছেন: কিন্নরীর কিন্নর কন্ঠে বাংলাদেশের সব মানুষের অন্তর ছুয়ে যাক এই কামনা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.