![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে একটি বেসরকারী প্রতিষ্ঠানের বৃত্তি প্রদান অনুষ্ঠানে গেলাম অতিথি হিসাবে ( খাইছেরে মাইনষে দেখি আমারে অতিথিও বানায়, মনে হয় অন্য কেও রাজি হয়নাই :p )। অনুষ্ঠানে বেশীর ভাগ বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের বয়স ২০/২২ বছর। স্টেজে বসে আমি কি বলবো ভাবছি, কিন্তু সবাই এত সুন্দর সুন্দর বক্তব্য দিচ্ছিলো আমি প্রায় চিন্তায় পড়ে গেলাম। এরপর আসলো আমার পালা...আমি অনেকটা অপ্রস্তুত ভঙ্গিতে এগিয়ে আসলাম ডায়েসের দিকে। সবাই সালাম দেয়ার পর মনে হলো আমার প্যান্টের মনে হয় চেইন খোলা:p। কেমন যেন বিব্রত লাগছে,মনে হচ্ছে সবাই আমার জিপারের দিকে তাকিয়ে আছে। আমি কিছু কথা বললাম মনের অজান্তে।
কথাগুলো সবার সাথে শেয়ার করতে ইচ্ছে করছে তাই করছি।
দুনিয়ার নানান দেশে ঘুরে ব্যাক্তি শরীফ উপলব্ধি করছে আরবের মাটির নিচে তেলের খনি আছে, আফ্রিকার মাটির নিচে আছে হীরক আর কয়লার খনি কিন্তু আমাদের খনি মাটির নিচে নয়। আমাদের খনি মাটির উপরে। সে খনি হলো আমার দেশের নতুন প্রজন্ম,যাদের তীব্র ইচ্ছা শক্তির কারনে শত বাধাঁ থাকার পর ও নিজেদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে। যাদের শিক্ষার প্রতি তীব্র আগ্রহ, অন্যের বাড়িতে টিউশনী করে,লজিং থেকে,বাড়ির মুরগীর ডিম বিক্রি করে হলেও যারা পড়াশোনা চালিয়ে যেতে চায়। উন্নত বিশ্বে সরকারী নানান সুযোগ সুবিধা থাকার পরও ছেলেমেয়েরা পড়াশোনা বিমুখ। এরা আর ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়না এরা বডি বিল্ডার কিংবা রকস্টার হতে চায়। আর তাইতো আমারিকা ইউরোপের বাজারে বর্তমানে বাংলাদেশ তথা দক্ষিন এশিয় ডাক্তার ইঞ্জিনিয়ার, বিজ্ঞানীদের এর চাহিদা।
নতুন প্রজন্মই পারবে এই স্বপ্নের মাতৃভূমি গড়তে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমি শংকিত নই, কারন আমি জানি সব কিছুর একটা শেষ আছে। কোনকিছু যখন চরম পর্যায়ে পৌছে মনে করতে হবে এটির শেষ হবার সময় চলে এসেছে। তাই বলতে চাই রাতের গভীর আঁধার ঘোষনা করে একটু পরেই সকালের আলো ফুটবে।
জন্মভূমিকে ভালোবাসা ঈমানের বহিপ্রকাশ, কেউ যদি দেশকে ভালো না বাসে বুঝতে হবে সে দূর্বল ইমানের অধিকারী। হে আমার নতুন প্রজন্ম, হে বাংলা মায়ের সূর্য সন্তানেরা আজ যদি তোমরা তোমাদের মাকে ভালো না বাসো স্রষ্টার দরবারে তোমরা মুনাফিক হিসাবে অবতীর্ন হবে, তোমাদের উত্তরসূরীরা তোমাদের কে আজকের এই অবহেলার জন্য ঘৃনা করবে।
এর পর সকলের উদ্দেশ্যে আরো কিছু কথা বলে বক্তব্য শেষ করলাম, পুরো হলে পিন পতন নিরবতা। জিপারের দিকে তাকিয়ে দেখি জিপার বন্ধ ছিলো। আমি রুমাল দিয়ে ঘাম মুছতে গেলাম দেখি ঘাম নেই, তবে চোখের কোনায় পানি জমে আছে। মনে মনে অহংকার হলো এ জন্য যে আমার প্রকাশ ভংগিতে হয়তো দেশপ্রেম নেই কিন্তু মনের মন্দিরে বাংলাদেশের মুর্তি আমাকে না বলে না কয়ে কবে যায়গা করে নিলো তা ভেবে।
তুমি বিস্তৃত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়
আছো সোহরাওয়ার্দী শেরেবাংলা ভাষানীর শেষ ইচ্ছায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন
.................
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি
২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩
স্বপ্নভাঙ্গা মন বলেছেন: কথাগুলো ভাল লেগেছে । কোথাও বলে ফেল্লে কিছু মনে কইরেন না ।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৯
খেয়া ঘাট বলেছেন: খুব সুন্দর লাগলো আপনার কথাগুলো।
না দেখেই যদি আপনি কথাগুলো বলে থাকেন তবে বলতে হবে আপনি একজন সুবক্তা।