![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার একজন কাছের মানুষ ইফতেখার সাহেব,বয়সে আমার চেয়ে ২০ বছরের বড় কিন্তু আমার আর তার সম্পর্ক ছিলো অনেকটা বন্ধুর মত। ৮ বছর আগে এক বিকেলে রমনা পার্কে তার সাথে আমার পরিচয়। আমি মানিব্যগ ফেলে চলে যাচ্ছিলাম , তিনি পেছন থেকে আমাকে ডাক দিলেন এই যে ভাই আপনার মানিব্যগ। সেই থেকে পরিচয়।
আমি তখন নটরডেম কলেজে প্রথম বর্ষে পড়ি। বিকেল বেলা একদিন আমার কলেজে আসলেন আমি ক্লাস শেষ করে বের হয়ে দেখি তিনি দাঁড়িয়ে আছেন, জিজ্ঞাসা করলাম আপনি এখানে? তিনি বললেন একটা কাজে কলেজে এসেছেন। আমাকে আজকে খাওয়াতে চান। আমি রাজি হয়ে গেলাম, আমি আর ইফতেখার ভাই খেতে গেলাম বেইলী রোডের একটা ফার্স্ট ফুডে, তার বিস্তারিত জানলাম তিনি একটা বায়িং হাউজ চালান মধ্যম টাইপের , বেশী বড় ও না ছোট ও না। বিয়ে করেননি, মা বাবা বেঁচে নেই।
এক বোন স্বামীর সাথে আমেরিকায় থাকে। ঢাকা শহরে তার তেমন কোন আত্মীয় নেই। আলাপের শেষ দিকে ইফতেখার ভাই আমাকে বললেন শরীফ আজ আমার জন্মদিন,পরিচিত তেমন কেউ নাই তাই তোমাকে খাওয়াতে ইচ্ছা হলো সেজন্য তোমার কলেজের সামনে অপেক্ষা করছিলাম।
তারপর ইফতেখার ভাইয়ের সাথে বহুবার বহু বিষয়ে আলোচনা হয়,ধর্ম রাজনীতি নানান বিষয়। ইফতেখার ভাই জানালেন তিনি ছোট বেলায় এক বাড়িতে লজিং থাকতেন। বিশাল প্রাসাদসম বাড়ি,বাড়ির মালিক তাদের গ্রামের পরিচিত আত্মীয়। অনেকদিন থাকার কারনে ইফতেখার ভাই দশমশ্রেনী পড়ুয়া ছাত্রী বাড়ির মালিকের মেয়ে ছায়ার প্রেমে পড়ে যান। পরিনতি সবার জানা তিনি বাড়ি থেকে বিতারিত হলেন, কারন বাড়ির মালিক বললেন যেদিন এই রকম একটা বাড়ি বানাতে পারবে সেদিন এসো আমার মেয়ের হাত চাইতে এসো। সিনেমার চৌধুরী সাহেবের মত। সেই থেকে ইফতেখার ভাই টাকা জমান ঐ বাড়ির মত প্রাসাদসম বাড়ির মালিক হতে।
জীবনের বাস্তবতায় আমার আর ইফতেখার ভাইয়ের সম্পর্ক এক সময় হালকা হয়ে আসলো আমি কাকরাইল থেকে চলে আসি বারিধায়। বছর ৪ তার সাথে আমার কোন দেখা নেই। গত ৫/৭ আগে ইফতেখার ভাইয়ের ফোন, শরীফ আমি ইফতেখার। আমিতো চিনতে পারছিনা কোন ইফতেখার। আমাকে বললেন মানিব্যাগ ইফতেখার, বলে হাসলেন। আমি বললাম ইফতি ভাই আপনি !!! কতদিন পর। আমাকে ভুলে গেছেন। বললেন ভুলিনাই আমার মিশনে ব্যস্ত ছিলাম।
ইফতি ভাই ঠিকানা দিলেন উত্তরা ৪ নাম্বার সেক্টরের। আমি গেলাম দেখা করতে। গিয়ে দেখি একপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছি।দারোয়ান জিজ্ঞাসা করলো কাকে চান। আমি ইফতি ভাইয়ের কথা বললাম। গেটের সামনে লেখা ইফতেখার আলম চৌধুরী। আমি ফোন দিলাম ইফতি ভাই গেটের সামনে আছি। তিনি মনে হয় ঘুমে ছিলেন। আমার কথা শুনে দোতালার সিঁড়ি দিয়ে নেমে আসলেন।
তাকে দেখে আমিতো অবাক মাথায় একটা চুলও নেই। হাতে একটা প্যাকেট ধরা। আমাকে দেখে জড়িয়ে ধরলেন। বাচ্চাদের মত কাদছেন পাহাড় সম মানষিক শক্তির এই মানুষটি। বিশাল ড্রইং রুম। পুরো বাড়ি ঘুরে দেখালেন। তার বেডরুমে বসালেন বাড়িতে মাত্র ৪ জন মানুষ এরা সবাই ইফতি ভাইয়ের দেখাশোনা করেন। আমি বললাম আপনার কি হয়েছে।
তিনি জানালেন শরীফ আমার কোলন ক্যান্সার ধরা পড়েছে,সারা শরীরে এ ক্যান্সার ছড়িয়ে পড়েছে। আমার পেটে ছিদ্র করা হয়েছে এই প্যাকেটে পায়খানা জমা হয়। অনেক চিকিৎসা করিয়েছি বিশ্বের নামী দামী হসপিটালে। কিন্তু আমাকে সারিয়ে তোলা সম্ভব না। ইফতি ভাই বললেন শরীফ সারা জীবনে অনেক টাকা হাতে ধরা দিয়েছে। কিন্তু প্রকাশ করিনি,সব জমা করেছি এই আলিশান বাড়ি বানিয়ে ছায়াকে দেখাবো বলে। ( ইফতি ভাইয়ের সেই ছাত্রী) জানি সে অন্যের ঘরের ঘরনী তবু আমি প্রমান করতে চেয়েছি। আমার ভালোবাসা মিথ্যে ছিলোনা। কিন্তু তা আর হলো না। আমি বাড়ি বানিয়ে শেষ করলাম আর ক্যান্সার এলো আমার দেহে।
তিনি বললেন কোরআনে কারিমে আল্লাহ বলেছেন... হে মানুষ তোমরা পরিকল্পনা করো কত কিছুর, কিন্তু তোমরা ভুলে যাও আমি তোমাদের চেয়ে বড় পরিকল্পনাকারী।
আমি বললাম এ সম্পদ তাহলে কি করবেন। তিনি বললেন ছায়া ট্রাস্ট গঠন করেছি, আমার পর সব সম্পদ সে ট্রাষ্টে চলে যাবে, আর সে টাকায় এতিম শিশুদের লালন পালন হবে। আমার এ বাড়ি আর ব্যাংকের জমানো টাকা মিলে ৫০ কোটি তো হবেই। তিনি জিজ্ঞাসা করলেন আমি তার কাছে কি চাই তিনি আমার জন্য কিছু করতে চান। আমি বললাম আপনি আমার জন্য বেঁচে থাকুন।তিনি হাসলেন।
আজ সকালে ইফতি ভাইয়ের শরীরের অবনতি হলে তাকে এপলো হসপিটালে আইসি ইউ তে নিয়ে যাওয়া হয়। তিনি কোমায় ছিলেন। বিকেল বেলা ডাক্তার তার সব লাইফ সাপোর্ট খুলে ফেললেন। আমি বুঝলাম ইফতি ভাই আর বেঁচে নেই।
হসপিটালে আসার আগেও নাকি হুশ ছিলো তিনি ছায়াকে দেখতে চেয়েছে্ন, আমাকে দেখতে চেয়েছেন। ইফতি ভাইয়ের কর্মচারী সাইফুলের ফোনে ছায়া আপা আসলেন আমি দেখলাম অপূর্ব সুন্দর একজন মধ্যবয়সী নারিকে। যার ভালোবাসার প্রমান দিতে ইফতি ভাই সারা জীবন কষ্ট করে গেলেন। ছায়া আপা আমাকে বললেন সেদিন যদি সাহস করে ইফতি ভাই ছায়া আপাকে নিয়ে পালিয়ে আসতেন, ছায়া আপা তার সঙ্গে বের হয়ে আসতেন।
আসলে আমরা মানুষরা জীবনে ভাবি এক হয় তার বিপরীত, সব পরিকল্পনা সাংগ হয় মহান রবের পরিকল্পানার সামনে। ইফতি ভাই আপনি জান্নাতে সুখে থাকুন।
২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
শরীফ মহিউদ্দীন বলেছেন: জীবন ইফতি ভাইকে কোন সুখ উপভোগ করতে দিলোনা। তাইনা?
২| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
টুকরো কাগজ বলেছেন: ভালো লাগলো।
২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
শরীফ মহিউদ্দীন বলেছেন: ধন্যবাদ
৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬
দৃঢ় মানুষ বলেছেন: ভালো লাগলো।
২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
শরীফ মহিউদ্দীন বলেছেন: ধন্যবাদ
৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লাগা রেখে গেলাম
''আসলে আমরা মানুষরা জীবনে ভাবি এক হয় তার বিপরীত, সব পরিকল্পনা সাংগ হয় মহান রবের পরিকল্পানার সামনে। ইফতি ভাই আপনি জান্নাতে সুখে থাকুন।''
২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
শরীফ মহিউদ্দীন বলেছেন: আমাদের পরিকল্পনা আর স্রষ্ঠার পরিকল্পনা এক নাও হতে পারে অনেক সময়।
৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪
মনিরা সুলতানা বলেছেন: কোরআনে কারিমে আল্লাহ বলেছেন... হে মানুষ তোমরা পরিকল্পনা করো কত কিছুর, কিন্তু তোমরা ভুলে যাও আমি তোমাদের চেয়ে বড় পরিকল্পনাকারী।
২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
শরীফ মহিউদ্দীন বলেছেন: আল্লাহই উত্তম পরিকল্পনাকারী
৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯
নিবেদীতা বলেছেন: এমন ভাবে ভালবাসতে জানে কয়জনা। আসলে ইফতি ভাই আপনি আবার দেখিয়ে গেলেন এভাবেই 'ভালবাসাতে' হয়।
আল্লাহ্ আপনাকে সুখে রাখুন (আমিন)।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭
শরীফ মহিউদ্দীন বলেছেন: ভালোবাসার মূল্য বুঝতে হলে আসলে এভাবেই ভালোবাসতে হয়।
৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৬
আমি ব্লগার হইছি! বলেছেন: পাগলা খাবি কি ঝাজেই মরে যাবি।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭
শরীফ মহিউদ্দীন বলেছেন: বুঝিনাই
৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪
অতুল মিত্র বলেছেন:
আমার নিজেরও মাঝে মাঝে এ রকম লাগে। অনেক আনন্দের মুহূর্ত , আশেপাশে হয়ত অনেক পরিচিত মানুষ থাকে। কিন্তু সবাইকে সেই আনন্দে শরীক করতে ইচ্ছে করে না...
৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৮
অতুল মিত্র বলেছেন:
জীবন তো সিনেমা না...
কিন্তু সিনেমার গল্পগুলো তো আমাদের জীবন থেকেই নেওয়া ।
ইফতি ভাইয়ের ধৈর্য এবং সফলতা আমাদের মাঝেও সঞ্চারিত হোক।
পুরুষ মানুষ একটা কাজ বাদে পারে না এমন কোন কাজ নেই।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯
শরীফ মহিউদ্দীন বলেছেন: আপনি ঠিক বলেছেন, ছেলেরা সব পারে।
১০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৯
নক্ষত্রের নীল বলেছেন: ছায়ারা সুখেই থাকে !! ইফতি ভাইয়ের মতন মানুষেরা তিলে তিলে নিঃশেষ হয়ে যায়
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০০
শরীফ মহিউদ্দীন বলেছেন: ছায়ারা আসলেই কি সুখে থাকে??
১১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৫
দ্য ইমোশনাল বলেছেন: হায়রে ভালোবাসা!
ইফতি ভাই আপনি জান্নাতে সুখে থাকুন। সেই জীবনে যেন ছায়া আপাকে পাশে পান এই প্রার্থনা।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০০
শরীফ মহিউদ্দীন বলেছেন: ইফতি ভাই সুখেই থাকবেন আশা করি
১২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৬
সপ্নাতুর আহসান বলেছেন: পোস্ট ভাল মাগার কষ্ট পাইলাম
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৭
শরীফ মহিউদ্দীন বলেছেন: ধন্যবাদ
১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২০
আশফাক সুমন বলেছেন: প্রিয়তে নিলাম ।
ইফতি ভাইয়ের জন্য আল্লাহর কাছে প্রার্থনা আর আপনার জন্য শুভকামনা
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭
শরীফ মহিউদ্দীন বলেছেন: ইফতি ভাই ভালো থাকবেন আশা করি
১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৬
খান মেহেদী ইমাম বলেছেন: ভালো লাগলো।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭
শরীফ মহিউদ্দীন বলেছেন: ধন্যবাদ
১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৩
লেখাজোকা শামীম বলেছেন: সবাই পারে না, কেউ কেউ জীবন দিয়ে ভালোবাসতে জানে ।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬
শরীফ মহিউদ্দীন বলেছেন: জী শামিম ভাই সবাই আসলেই পারেনা
১৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০২
রাফেল বলেছেন: হায়রে ভালবাসা...............................কষ্ট পেলাম............
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৫
শরীফ মহিউদ্দীন বলেছেন: হায়রে ভালোবাসা কষ্ট যদি দিবেই কেন তবে এলে
১৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০২
তোমোদাচি বলেছেন: বিশ্বাস ই হচ্ছে না সত্য গল্প এটি।
আল্লাহ্ তাঁকে পরকালে ভাল রাখুন!
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪
শরীফ মহিউদ্দীন বলেছেন: সত্য দিবালোকের মত
১৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮
রাতজাগা পথিক বলেছেন: বাবা মা সব সময় আমাদের মতের বাইরে জান কেনো.? তারা কি এটা মেনে নিতেন পারতেন না..???
খারাপ লাগলো খুব..
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪
শরীফ মহিউদ্দীন বলেছেন: সবাই সবার অবস্থান থেকে ঠিক। কোন বাবা কেন তার সন্তানকে একটা বেকার ছেলের হাতে তুলে দিবেন যে অন্যের বাড়িত আশ্রিত। আসলেই সব কিছুই আমাদের নিয়তি
১৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮
রোলেন বলেছেন: পুরাই দু:খের..................................জন্মদিনের উৎসব করার মতও কেউ নাই। ভাল পাইলাম
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০২
শরীফ মহিউদ্দীন বলেছেন: কিছু মানুষ একা ই থাকে সারা জীবন
২০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১১
আবদুল্লাহ আল মাসুম (দেলোয়ার ) বলেছেন: কষ্ট লাগলো, এখন এমনও আছে । আল্লাহ ওনাকে বেহেস্ত নছিব করুন।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০২
শরীফ মহিউদ্দীন বলেছেন: এমন অনেক মানুষ আছেন যাদের ইতিহাস আমরা জানিনা
২১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪
ইখতামিন বলেছেন: ভালো লাগিয়াছে.........
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০১
শরীফ মহিউদ্দীন বলেছেন: ধন্যবাদ
২২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭
অন্য জগৎ বলেছেন: হায়রে ভালবাসা.....................কষ্ট পেলাম
ভাল লাগলো
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০১
শরীফ মহিউদ্দীন বলেছেন: ধন্যবাদ
২৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: +++++++++
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০১
শরীফ মহিউদ্দীন বলেছেন: ধন্যবাদ
২৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮
আিম এক যাযাবর বলেছেন: ইফতি ভাই আপনি জান্নাতে সুখে থাকুন। আমিন।
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪
আজমান আন্দালিব বলেছেন: এমন ও হয়! ইফতি ভাই পরকালে নতুন এক ছায়া সঙ্গীকে নিয়ে সুখে থাকুন।