![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হযরত আলী রাঃ এর একটি বানী শুনার পর থেকে ইদানিং নিজের কাছে খুব লজ্জা লাগছে। আমার মনে হচ্ছে গত ২৬ বছরে হাজারো ভুলের মাঝে নিজেকে জড়িয়েছি। এর প্রায়শ্চিত্ব হওয়া দরকার।
বানীটা হচ্ছে এই রকম.. আল্লাহ যদি কোন বান্দাহ এর দোষ লুকাতে চান, তুমি আমি কে ? যে তার দোষ মানুষের কাছে প্রকাশ করে বেড়াবো?
খেয়াল করে দেখুন কতটা তীব্র ভাষায় আলি রাঃ অন্যের দোষ অনুসন্ধানীদের প্রতিবাদ করেছেন। আমরা অনেক সময় না জেনে না বুঝে অনেকের ব্যাপারে কমেন্ট করে বসি। (ব্যাক্তি শরীফ কাদেরী তার বাইরে নয়)।হয়তো কেউ একজন একটা মেয়ের সাথে রিকসায় যাচ্ছে এবং মেয়েটি দারুন সুন্দরী আমরা ধরেই নেই মেয়েটি ছেলেটির প্রেমিকা। কিন্তু প্রেমিকা না হয়ে বোন, ভাগ্ন, ভাতিজি ও যে হতে পারে তা আমরা ভুলে যাই অবলীলায়।
আবার ক্লাসে, চায়ের টেবিলে আড্ডায় আমাদের বিষয় বস্তু কিন্তু আমরা নিজেরা নই, আমাদের বিষয়বস্তু আমাদের পরিচিত মানূষজন। যাদের সমালোচনা না করলে আমাদের পেটের ভাত হজম হয়না।
আমি এই রকম হাজারবার বলতে শুনেছি দোস্ত ঐ মেয়েটা দশটা ছেলের সাথে ঘুরে, ঐছেলেটা মেয়ে নাচায়, আজে আজে কাজ করে।
কিন্তু কখনো নিজেকে নিয়ে ভাবিনা।আমাদের কত হাজারো দোষ তাএকেবারেই ভুলে থাকি। অথচ মানুষ হিসাবে আমাদের দরকার ছিলো নিজের সমালোচনা করা।
আজকের দুনিয়াতে সবচেয়ে বড় অশান্তির কারন কিন্তু এই সমালোচনা। দেশের দিকে তাকিয়ে দেখুন সরকারী দল বিরোধী দলের সমালোচনায় মুখর আর বিরোধি দল সরকারী দলের। এ থেকে শুরু হয় অবিশ্বাস, হানাহানি সংঘর্ষ।
আল্লাহর রাসুল দঃ একবার তার সাথী মুয়াজ রাঃ কে ডেকে বললেন ' হে মুয়াজ আমি কি তোমাকে ইসলামের পরিপূর্ন দাবীর কথা বলবো। ইসলামের পূর্ন দাবী দলো এই জিহবা। তোমাদের মধ্যে যে ব্যক্তি এই দুইগালের মধ্যবর্তী জিহবাকে নিয়ন্ত্রন করতে পারবে সে জান্নাতে প্রবেশ করবে।
অনেক কথা বলে ফেললাম, সবাই হয়তো ভাবছেন কোইত্থেইকা আসছে জ্ঞান ফলাইতে, আসলে জ্ঞান ফলানো নয় নিজের ব্যাক্তিগত উপলব্দি শেয়ার করলাম মাত্র।
আমি ক্ষমা চাই সেই সকল মানুষের কাছে, না বুঝে যাদের নামে সমালোচনা করেছি না বুঝে যাদের নামে গীবত করেছি।
লিও টলস্টয় বলেছেন প্রত্যেকে বিশ্বকে বদলে দেওয়ার চিন্তা করে কিন্তু নিজেকে বদলানোর চেষ্টা কেউ করে না।
মরে যাওয়া রুগ্ন আত্মাকে আবার নতুন করে জাগ্রত করার চেষ্টায় চলুন এখন থেকে নিজের সমালোচনা করি।
২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৫
মাহিরাহি বলেছেন: ইসলামের ৩য় খলিফা?
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯
পণ্ডিত মশাই বলেছেন: ভালো লাগলো।
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫
আসিফরাশেদ বলেছেন: সময়োপযোগী লেখা।
৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮
মোহাম্মেদ তারেক হোসাইন বলেছেন: আলী (রা) ইসলামের চতুর্থ খলীফা
৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪২
খেয়া ঘাট বলেছেন: খুব ভালো লাগলো।
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮
শরীফ মহিউদ্দীন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: মরে যাওয়া রুগ্ন আত্মাকে আবার নতুন করে জাগ্রত করার চেষ্টায় চলুন এখন থেকে নিজের সমালোচনা করি।
নিজেকে জানো। তবেই সব জানা হবে।
++++