নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্ট করে হলেও সৎ থাকার চেষ্টা করো

শরীফ মহিউদ্দীন

অপেক্ষায় আছি সুন্দর সকালের.........

শরীফ মহিউদ্দীন › বিস্তারিত পোস্টঃ

আসুন এক রাজার গল্প শুনি :( :( :( :(

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫০



সকাল বেলা আমার কাজিন শান্ত ফোন করলো শরীফ ভাই বই মেলায় যাবেন না। আজকে তো ২য় দিন। আপনি তো মিনিমাম ১৫/১৬ বার যান। আমি আসলে ব্যস্ততার কারনে ভুলেই গিয়েছিলাম ( নাকি ভুলে থাকতে চেয়েছিলাম) যে মেলা শুরু হয়ে গেছে। বুকটা হু হু করে উঠলো। অন্তরের গভীরে একটা শুন্যতা উপলব্ধি করতে লাগলাম। যেন আমার আত্মার আত্মীয় হারানো ব্যাথার শোকটা আবার তাজা হয়ে উঠলো।



শান্তকে বললাম মেলায় যেতাম যার জন্য সেই তো নাই। রাজা ছাড়া রাজ্য যেমন মূল্যহীণ , হুমায়ূন আহমেদ ছাড়া বই মেলাও তেমন। শুনলাম এবারো নাকি ২ টা বই আসছে স্যারের। ম্যজিশিয়ান বলতো তুমি অটোগ্রাফ দেবেনা আর সেই বই নিয়ে আমি বাড়ি ফিরবো তা কি করে হয়? আমি ভাবতে পারছিনা "শরীফ শুভ কামনা" লেখা কোন বই আর পাবোনা।



তুমি চলে গিয়ে হয়তো বেঁচে গিয়েছো কিন্তু এ ধরনীতে আমাদের রেখে গেলে শুন্য জগতের বাসিন্দার মত। সেই শৈশবের পিপলী বেগম, কৈশরের মিসির আলী আর যৌবনের বাদল দিনের কদম ফুল। জীবনের দর্শন শিখিয়ে আজ এতো দূরে। কবি আমার অনাগত ভবিষ্যতকে আমি তোমার যাদুতে মুগ্ধ করতে পারবোনা এ দুঃখ রাখার জায়গা আমার নাই।



এবারের বই মেলায় যাবো তারপর সেখান থেকে সোজা নুহাশ পল্লী। তোমার সাথে দেখা করতে। আমি জানি তুমি আমাকে দেখতে পাবে।



তোমার একটি শান্তনা আজো মনে পড়ে ......... মৃত্যুতে খুব বেশি দুঃখিত হবার কিছু নেই।প্রতিটি জীবিত প্রানীকেই একটা নির্দিষ্ট সময়ের পর মরতে হবে।তবে এ মৃত্যু মানে পুরোপুরি ধ্বংস নয়।মানুষের শরীরে অযুত,কোটি,নিযুত ফান্ডামেন্টাল পার্টিকেলস যেমন-ইলেকট্রন,প্রোটন,নিউট্রন-এদের কোন বিনাশ নেই।এরা থেকেই যাবে।ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে।কাজেই মানুষের মৃত্যুতে খুব বেশি কষ্ট পাবার কিছু নেই।



হে বিশ্ব জাহানের মালিক আমি আমার আত্মার আত্মীয় হারিয়েছি,স্বজনহারা শোকে আমি ক্ষত বিক্ষত। হে দয়াময়, হে দয়ার সাগর আমার ম্যাজিশিয়ানকে তুমি তোমার রহমতের কোলে তুলে নাও।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৫

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর শব্দ সাজিয়ে
পাঠকের ঘুম ভাঙ্গিয়ে
জেগে থাকা কাব্য মালায়
হে ভক্তের রাজা দেখা হবে বইয়ের পাতায় ।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

স্বপ্নিল ভাবুক­ বলেছেন: আমি ও যাই নি বই মেলায়. কেমন যেন বুকের মধ্যে খাঁ খাঁ করে।।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

এক্সপেরিয়া বলেছেন: অন্তরে একটা ব্যথা

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

অনন্ত আরেফিন বলেছেন: আসলেই, হুমায়ুন আহমেদকে ছাড়া বইমেলা শুন্য মনে হবে।।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২১

প্রতীতি বলেছেন: বুকের ভেতরটা খালি হয়ে যায় বইমেলায় তুমি আর আসবেনা, তোমাকে আর কখনো দেখতে পাবনা মনে হলে।
চোখ ভিজে আসল।

হে দয়াময়, হে দয়ার সাগর আমার ম্যাজিশিয়ানকে তুমি তোমার রহমতের কোলে তুলে নাও।

আমিন।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৬

স্বপনবাজ বলেছেন: শান্তিতে ঘুমাক শব্দের, চিন্তার কারিগর ! তিনি ত বেচে আছেন , থাকবেন !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.