![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাজারো কোটি বছর আগে মানুষের আদি পিতা হযরত আদম আঃ কে সৃষ্টি করে আল্লাহ বেহেশতে রেখে দিলেন। আদম বেহশতে ঘুরে ফলমুল খায় এটা সেটা দেখে কিন্তু তাঁর মন ভালো নেই। মানুষের স্রষ্টা আদমকে জিজ্ঞাসা করলেন কি হইয়াছে তোমার। আদম বলতে পারেনা তাঁর কি হয়েছে। খালি মন মরা হয়ে বেহেশতের নদীর কিনারায় বসে থাকে। মানুষের মনের খবর যেহেতু মহান রব জানেন তাই তিনি আদমের দেহ থেকে আদি মাতা হাওয়া কে সৃষ্টি করলেন। আদম হাওয়াকে দেখে এমন খুশি হলো যে কিছু বলার আগে তাকে ছুয়ে দেখার জন্য অনেকটা এগিয়ে আসলো। আল্লাহ বললো আদম দাঁড়াও হাওয়া আর তোমার বিবাহ দেই তারপর তুমি যা ইচ্ছা কর।
আদম হাওয়া এখন বেহেশতে ঘুরে ঘুরে বেড়ায় এই বাগান থেকে ওই বাগান। আদমের মনে আর যেন কোন দুঃখ নাই। কিন্তু বাধ সাধলো বেটা ইবলিশ। সে খাইয়ে দিলো নিষিদ্ধ গন্ধম। আল্লাহ আদম আর হাওয়াকে পাঠিয়ে দিলেন দুনিয়ায়। দুনিয়ায় এসে আদমের একটাই কাজ হাওয়াকে খোঁজা আর হাওয়া আদমকে। শেষে আরাফাতের ময়দানে আল্লাহর ইচ্ছায় তাদের দেখা হয়। শুরু হয় মানব জাতির ক্রমবিকাশ।
কোটি বছর আগের মানব জাতি আজো তাদের পিতার মত একা থাকতে পছন্দ করেনা। মানুষের পিতা বেহেশতেই একা থাকতে পারলেন না আর দুনিয়ার মত জায়গায় তাও ঢাকার মত যান্ত্রিক দোজখে একা থাকা মোটামুটি ভয়াবহ। একা বলতে যা বুঝাতে চেয়েছি তা কিছুটা ব্যখ্যার প্রয়োজন আছে বলে মনে করি।
পরিবারে মা বাবা ভাই বোন সব থাকার পর ও একটা মানুষ একা বোধ করে একটা নির্দিষ্ট বয়সের পরে। সে একা বোধ করে একজনের। এমন একজন যার সাথে তার কোন রক্তের সম্পর্ক নেই, যা আছে তা হলো অন্তর নামক একধরনের উপলব্ধির সম্পর্ক। এমন একজন যার সাথে মানষিক,শারিরীক আত্মিক সব ধরনের যোগ সাধিত হয়।
আর এ উপলব্ধি মানুষের স্রষ্টার বেশী বলে তিনি মানুষকে স্বর্গের নানান সুবিধার মধ্যে পুরুষের জন্য হুর ( অতি সুন্দরী কুমারী রমনী) এবং মহিলাদের জন্য গেলমান ( সুদর্শন যুবক পুরুষ) ঘোষনা দিয়েছেন বারংবার।
আজ বিশ্ব ভালোবাসা দিবস। যদিও এ দিবসটি বাংলাদেশীদের কালচার নয় তবে ব্যক্তি শরীফ মহিউদ্দিনের কাছে দিবসটির কন্সেপ্ট খুবি ভালোলাগে। আমি জানি ভালোবাসার কোন দিবস লাগেনা তবে দিবস পালনের চেয়েও ভালোবাসা প্রকাশের একটি দিন পাওয়া যায় বলেই আমি খুশি। কি বুঝলেন না???
একটু প্যাচিয়ে কথাটা বলেছি।
মনে করুন আপনি কোন একজনকে ভালোবাসেন কিন্তু বলতে পারছেন না। আজকের দিনটাতে হয়তো আপনি সাহস করে বলে ফেললেন আর ভদ্র মহিলা/ পুরুষের মন একটু হলেও গলবে আশা করা যায়। আবার আপনার ভালোবাসার অনেক দিন পার হয়েছে, আজকের দিনটাতে সেটিকে আবার হয়তো ঝালাই করে নিতে পারেন। কিংবা আপনার বিবাহিত স্ত্রী যে আপনার সন্তান ও সংসারের পিছনে সারা দিন খেটে মরে। আজকের দিনে হয়তো তাকে নিয়ে বাইরে খেতে গেলেন। তিনি হয়তো কোনদিন আপনার উপর রাগ করলে আজকের এই দিনটির জন্য আপনাকে ক্ষমা করে দিবেন।
অনেকে বলে এই দিনে মা বাবা ভাই বোন সবাইকে ভালোবাসতে হবে। শরীফ কাদরী এসব কথায় বিশ্বাসী না। কারন এই সম্পর্ক আমরা নির্ধারন করিনা। বরং এই একটি মাত্র সম্পর্কেই আমাদের কিছুটা হাত থাকে। তাই এ সম্পর্কে উদযাপনের প্রয়োজন হয়। আর তাই ভ্যালেন্টাইন দিবসটি শুধুই প্রেমিক প্রেমিকার। অন্য কারো নয় ।
আমার ভ্যালেন্টাইন কেমন কেটেছে কেউ জানতে চায়না, তবু ও বলি এটি কাদরীর জন্য হাহাকার দিবস। সব প্রেমিক প্রেমিকা রিক্সায় ঘুরে বেড়ায়, মজা করে ফার্ষ্টফুড,পার্ক,সিনেমায় যায়। দূর থেকে তাকিয়ে থাকই আর বড় নিশ্বাস নিতে নিতে বলি -- মেরা নাম্বার আয়েগা।
বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে আর এখন মোটামুটি রাতের প্রথম ভাগ। কেউ বলেনি হ্যাপি ভ্যালেনটাইন,কেউ বলেনি কেমন কাটছে এই দিন? তবু বলি ভালো কেটেছে, ভীষন ভালো
** আমার পক্ষ থেকে দুনিয়ার সব ভালোবাসাবাসির মানুষদের শুভেচ্ছা, ভালো থেকো বন্ধুরা, একদিন আমি ভালো থাকবো ***
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১
আলমগীর_কবির বলেছেন: মন্দ নয়
ধর্ম ভিত্তিক রাজনীতি ও নাস্তিকতা-বিষয়ে পড়তে নিচের লিংকের যে কোন একটিতে ক্লিক করুন।
Click This Link
Click This Link
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯
খান মেহেদী ইমাম বলেছেন: ভাই ভাল লাগলো। ভাই আমি একজনরে কিছু কিছু ভালা পাই কিন্তু প্রব্লেম হইল হেরে কইলে যদি গ্রহন না করে প্রব্লেম নাই। কিন্তু যদি সিনক্রিয়েট তাহলে ফ্যামিলিতে প্রব্লেম হবে আমাকে কেউ কিছু বলার সাহস পাবে না। কিন্তু সবার কাছে আমার ইমেজ নষ্ট হয়ে যাবে। তাই আমি তারে ইদানিং একটু এড়ায় চলি এই টা নিয়াও কথা হইছে ফ্যামিলিতে আমি কেন এড়ায় চলি। ভাই একটা বুদ্ধি দেন তো।