নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্ট করে হলেও সৎ থাকার চেষ্টা করো

শরীফ মহিউদ্দীন

অপেক্ষায় আছি সুন্দর সকালের.........

শরীফ মহিউদ্দীন › বিস্তারিত পোস্টঃ

জুমার নামাজে গিয়ে শেখা দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষাটি আজকে পেলাম

১৪ ই জুন, ২০১৩ রাত ৯:১১

আমার আব্বার অনুপস্থির কারনে আমাদের এজেন্সি অফিসে মাঝে মধ্যে আমাকে যেতে হয়। যেহেতু আব্বা নাই অফিসের টুকটাক হিসাব আমাকে দেখতে হয়,আমি আব্বার কেবিনের বড় চেয়ারে বসে একটু হম্বি তম্বি করি :P

এতে করে আমাদের ম্যানেজার সাহেব ছাড়া অফিসের অন্যসব স্টাফরা মোটামুটি আতংকে দিনাতিপাত করে। বেইল নাই ওয়ালা মানুষ হবার কারনে ঐ দৃশ্য আমার অন্তর আত্মাকে প্রশান্ত করে। অফিসের পিওন হাসান ও একাউন্টটেন্ট জুলফিকার সাহেব সবার চেয়ে একগুন বেশী আতংকিত থাকে। অথচ আমার চেহারার মধ্যেই কেমন যেন একটা ঢিলাভাব আছে। যাইহোক সবকিছুকে ছাপিয়ে যা বুঝা যায় তা হলো অফিসে আব্বার স্থলাভিষিক্ত হওয়ার কারনে আমার মত আম পাব্লিকের ও কিছুটা দাম বাড়ছে।



জুন মাসের প্রায় প্রতিদিন খোলা থাকার নিয়ম। আজ দুপুর বেলা বহুদিন পর অফিসে গেলাম। জুমার নামাজের আজানের সাথে সাথে সবাই প্রায় চলে গেলো মসজিদে শুধু আমি আর ম্যানেজার চাচা বসে একটা হিসাব মেলাচ্ছিলাম। নামাজ শুরু হবার মিনিট পাঁচেক আগে মসজিদে উপস্থিত হলাম। স্বাভাবিক ভাবেই পেছনের সারিতে জায়গা পেলাম। আমাদের একাউন্টটেন্ট সাহেব যে কিনা বিনা কারনে আমাকে দেখলে কাচুমাচু করে আমার সামনে দাঁড়ালো, একবারের জন্যও বললোনা স্যার সামনে আসেন। আমার পাশে নামাজে দাঁড়ালো পিয়ন হাসান এখন আর তার মধ্যে কোন ভীতি নেই। এই বিষয়টা আমার মনে প্রচন্ড দাগ কাটলো।

আমি নামাজ শেষে বাসায় ফিরছি আর চোখ থেকে পানি চেপে রাখতে পারছিলাম না এই ভেবে যে আল্লাহ তায়লা তার বান্দাহ সম্পর্কে কত ভালো জানেন। যে কর্মচারী সারাদিন কাচুমাচু করে নামাজ তাকে সাহসী বানিয়ে দিলো।মসজিদ তাকে সমান মর্যাদাবান করে দিলো। যেন চিৎকার করে আমার কর্মচারী আমাকে জানিয়ে দিলো আল্লাহর ঘরে সবাই এক,বড় ছোটতে কোন ভেদাভেদ নেই।



অবহেলা কিংবা কর্মব্যস্ততা যে কোন কারনেই হোক শুক্রবার ছাড়া জামাতে নামাজ আদায় তেমন একটা হয়ে উঠেনা। বিশ্বাস করুন আর নাই করুন আজকে আমাদের সমাজে যদি শুধুমাত্র জামাতে নামাজের প্রচলন থাকতো তাহলে এই সমাজের অবস্থা এতো করুন হতোনা। আমাদের সমাজের যত হানাহানি রাহাজানি সব কিছুর মুলে হলো আমরা নিজেদেরকে অন্যদের চেয়ে বড় মনে করি। দেখবেন একটা মারামারির শুরু হয় এই বলে তুই আমারে চিনস আমি কে??



সবশেষে বলতে চাই জীবনে বড় হতে চান? তবে নিজেকে ছোট ভাবুন, জীবনে সন্মান পেতে চান? তাহলে সন্মানের আশা ছেড়েদিন। মানুষের জীবনে প্রথম হওয়ার চেয়ে মানুষ হওয়া বেশী গুরুত্বপূর্ন।



সবার আগে বরষা নামুক বিবেকের উঠোনে।

মন্তব্য ৫৩ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৩ রাত ৯:১৫

রোজেল০০৭ বলেছেন: লিখাটি ছুঁয়ে গেলো,

আপনার সাথে সুর মিলিয়ে আমিও বলছি ,মানুষের জীবনে প্রথম হওয়ার চেয়ে মানুষ হওয়া বেশী গুরুত্বপূর্ন।

সবার আগে বরষা নামুক বিবেকের উঠোনে।

১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৩২

শরীফ মহিউদ্দীন বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই কষ্টকরে লেখাটি পড়ার জন্য।

২| ১৪ ই জুন, ২০১৩ রাত ৯:১৫

কালোপরী বলেছেন: সবার আগে বরষা নামুক বিবেকের উঠোনে



:)

১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৩২

শরীফ মহিউদ্দীন বলেছেন: ধন্যবাদ আমার পোষ্ট নিয়মিত পড়ার জন্য

৩| ১৪ ই জুন, ২০১৩ রাত ৯:১৮

বোকামানুষ বলেছেন: অনেক সত্যি কিছু কথা বলেছেন

আপনার উপলব্ধির প্রতি শ্রদ্ধা রইলো

১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৩২

শরীফ মহিউদ্দীন বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

৪| ১৪ ই জুন, ২০১৩ রাত ৯:২১

লিঙ্কনহুসাইন বলেছেন: সবার আগে বরষা নামুক বিবেকের উঠোনে। !:#P

১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৩৩

শরীফ মহিউদ্দীন বলেছেন: লিংকনভাইকে ধন্যবাদ

৫| ১৪ ই জুন, ২০১৩ রাত ৯:২১

অকপট পোলা বলেছেন: আমরা নিজেদেরকে অন্যদের চেয়ে বড় মনে করি। দেখবেন একটা মারামারির শুরু হয় এই বলে তুই আমারে চিনস আমি কে?

এটা আমাদের জাতীয় সমস্যা।

১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৩৩

শরীফ মহিউদ্দীন বলেছেন: নিজেকে ছোট ভাবলেই বড় হওয়া যায় বলে আমার মনে হয়

৬| ১৪ ই জুন, ২০১৩ রাত ৯:২৬

তন্দ্রা বিলাস বলেছেন: জীবনে বড় হতে চান? তবে নিজেকে ছোট ভাবুন, জীবনে সন্মান পেতে চান? তাহলে সন্মানের আশা ছেড়েদিন। মানুষের জীবনে প্রথম হওয়ার চেয়ে মানুষ হওয়া বেশী গুরুত্বপূর্ন।

সবার আগে বরষা নামুক বিবেকের উঠোনে।


++++++

১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৩৪

শরীফ মহিউদ্দীন বলেছেন: ধন্যবাদ

৭| ১৪ ই জুন, ২০১৩ রাত ৯:২৯

সুপারনোভা বলেছেন: +++

১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৩৪

শরীফ মহিউদ্দীন বলেছেন: অসংখ্য ভালোবাসা

৮| ১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৩৭

হেলাল মোহাম্মদ বলেছেন: ভাই খুব ভালো লাগলো...... লেখাটি অনেক ভালো হয়েছে।

১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৫৫

শরীফ মহিউদ্দীন বলেছেন: ধন্যবাদ ভাইসাহেব

৯| ১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৪০

স্পেলবাইন্ডার বলেছেন: ভাল বলছেন

১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৫৪

শরীফ মহিউদ্দীন বলেছেন: ধন্যবাদ ভাই

১০| ১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৪৪

সাদামাটা মানুষ ০৭ বলেছেন: গরিব হোক ধনী হোক নারী হোক পুরুষ হোক সাদা হোক আর কালো হোক যে কেউ আল্লাহ তাআলা কে যে কেউ পাওয়ার চেষ্টা করবে , অবশ্যই তার চেষ্টার মর্যাদা রক্ষ্যা করা হবে । আশা করি এখন থেকে নিয়মিত জামাতে নামজ পড়ার চেষ্টা করবেন ।

১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৫৩

শরীফ মহিউদ্দীন বলেছেন: আপনার উপদেশ এর জন্য ধন্যবাদ ভাই

১১| ১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৫৩

মেহেদী হাসান '' বলেছেন: বিশ্বাস করুন আর নাই করুন আজকে আমাদের সমাজে যদি শুধুমাত্র জামাতে নামাজের প্রচলন থাকতো তাহলে এই সমাজের অবস্থা এতো করুন হতোনা।

ভালো লাগলো।

১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৫৪

শরীফ মহিউদ্দীন বলেছেন: অনেক ভালোবাসা রইলো

১২| ১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৫৬

আমি কবি নই বলেছেন: সবশেষে বলতে চাই জীবনে বড় হতে চান? তবে নিজেকে ছোট ভাবুন, জীবনে সন্মান পেতে চান? তাহলে সন্মানের আশা ছেড়েদিন। মানুষের জীবনে প্রথম হওয়ার চেয়ে মানুষ হওয়া বেশী গুরুত্বপূর্ন। +++

১৪ ই জুন, ২০১৩ রাত ১০:১৮

শরীফ মহিউদ্দীন বলেছেন: অসংখ্য ধন্যাবাদ

১৩| ১৪ ই জুন, ২০১৩ রাত ১০:১০

রুপ।ই বলেছেন: ভাল বলেছেন, এই শিক্ষা অনেক বিশাল ।
"সবার আগে বরষা নামুক বিবেকের উঠোনে " কথাটা অপূর্ব ।

১৪ ই জুন, ২০১৩ রাত ১০:১৭

শরীফ মহিউদ্দীন বলেছেন: ধন্যবাদ

১৪| ১৪ ই জুন, ২০১৩ রাত ১০:১৪

নিষ্‌কর্মা বলেছেন: আগে নিজে বদলান, পরে অন্যরা বদলে যাবে। পরিবর্তনের শুরুটা নিজের অফিসেই করুন।

১৪ ই জুন, ২০১৩ রাত ১০:১৭

শরীফ মহিউদ্দীন বলেছেন: ভাই কি ধরনের পরিবর্তনের কথা বলছেন বুঝতে পারছিনা। তবে এই অফিসে আমার তেমন কোন ক্ষমতা নেই।

১৫| ১৪ ই জুন, ২০১৩ রাত ১০:৪৭

নয়ামুখ বলেছেন: নামাজের শিক্ষা অসাধারন

১৪ ই জুন, ২০১৩ রাত ১১:৩৫

শরীফ মহিউদ্দীন বলেছেন: জ্বি ভাই

১৬| ১৪ ই জুন, ২০১৩ রাত ১১:০২

বিলাল বলেছেন: যে কর্মচারী সারাদিন কাচুমাচু করে নামাজ তাকে সাহসী বানিয়ে দিলো।মসজিদ তাকে সমান মর্যাদাবান করে দিলো। যেন চিৎকার করে আমার কর্মচারী আমাকে জানিয়ে দিলো আল্লাহর ঘরে সবাই এক,বড় ছোটতে কোন ভেদাভেদ নেই।
চমতকার উপলব্ধি।

১৪ ই জুন, ২০১৩ রাত ১১:৩৫

শরীফ মহিউদ্দীন বলেছেন: অসংখ্য ধন্যাবাদ

১৭| ১৪ ই জুন, ২০১৩ রাত ১১:০৩

পানকৌড়ি বলেছেন: আসলেই ধর্মীয় অনুভূতি অন্যরকম সাড়া জাগায় বিবেকে ।

১৪ ই জুন, ২০১৩ রাত ১১:৩৬

শরীফ মহিউদ্দীন বলেছেন: অনেক ভালোবাসা রইলো

১৮| ১৪ ই জুন, ২০১৩ রাত ১১:৪৫

নতুন বলেছেন: সবশেষে বলতে চাই জীবনে বড় হতে চান? তবে নিজেকে ছোট ভাবুন, জীবনে সন্মান পেতে চান? তাহলে সন্মানের আশা ছেড়েদিন। মানুষের জীবনে প্রথম হওয়ার চেয়ে মানুষ হওয়া বেশী গুরুত্বপূর্ন

+++++++++++++++++++++++++

১৯| ১৫ ই জুন, ২০১৩ রাত ১২:০২

rasel246 বলেছেন: বিশ্বাস করুন আর নাই করুন আজকে আমাদের সমাজে যদি শুধুমাত্র জামাতে নামাজের প্রচলন থাকতো তাহলে এই সমাজের অবস্থা এতো করুন হতোনা।

সহমত

২০| ১৫ ই জুন, ২০১৩ রাত ১২:৩২

আরজু পনি বলেছেন:

ভালো লাগা রইল অনেক।।

২১| ১৫ ই জুন, ২০১৩ রাত ১:১১

আমি তুমি আমরা বলেছেন: সবার আগে বরষা নামুক বিবেকের উঠোনে।

২২| ১৫ ই জুন, ২০১৩ রাত ১:১৩

খেয়া ঘাট বলেছেন: সবার আগে বরষা নামুক বিবেকের উঠোনে। - সেই বৃষ্টিতে সমস্ত পাপ মুছে যাক। বিবেক আরো বেশি সবার পরিশুদ্ধ হোক।

দারুন লাগলো।+++++++++++++++++++++++++++++

২৩| ১৫ ই জুন, ২০১৩ ভোর ৪:০৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: সবশেষে বলতে চাই জীবনে বড় হতে চান? তবে নিজেকে ছোট ভাবুন, জীবনে সন্মান পেতে চান? তাহলে সন্মানের আশা ছেড়েদিন। মানুষের জীবনে প্রথম হওয়ার চেয়ে মানুষ হওয়া বেশী গুরুত্বপূর্ন।

ফ্রেমে বাইন্ধা রাখার মত কয়েকটা লাইন

২৪| ১৫ ই জুন, ২০১৩ দুপুর ২:০৪

কৈশর বলেছেন: শিরাম ঠিক....
জীবনে বড় হতে চান? তবে নিজেকে ছোট ভাবুন, জীবনে সন্মান পেতে চান? তাহলে সন্মানের আশা ছেড়েদিন। মানুষের জীবনে প্রথম হওয়ার চেয়ে মানুষ হওয়া বেশী গুরুত্বপূর্ন।

২৫| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৬

মৃন্ময় বলেছেন: সবার আগে বরষা নামুক বিবেকের উঠোনে
ভালো লাগলো,
বৈষম্যহীন সমাজব্যবস্থাই সবার কাম্য হওয়া উচিত।
লেখাটা ছুয়ে গেল........।
ভালো থাকুন।

২৬| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

নিষ্‌কর্মা বলেছেন: কি ধরনের পরিবর্তঙ্ক চান তার উপরে নির্ভর করবে আপনি কতটুকু পরিবর্তিত হবেন। নিজের লেখাটা আরেকবার পড়ে দেখুন, কেন অফিসের সবাই আপনাকে ভয় পায়? নিশ্চয় ক্ষমতা দেখা বলেই তো! এইটুকু বুঝতে পারলেই হল। নামাজ আত্ম-অনুসন্ধানের এক বড় হাতিয়ার মাত্র।

১৬ ই জুন, ২০১৩ রাত ১২:০৪

শরীফ মহিউদ্দীন বলেছেন: আমাকে ভয় পাবার তেমন কোন কারন নেই ভাই আমি বয়সে অনেক ছোট। অফিসের ডেকোরাম রক্ষার একটা ব্যাপার কিন্তু আছে। আপনি কি বুঝেছেন বুঝতে পারিনি

২৭| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

ছািব্বর বলেছেন: আপনি যে শিক্ষা পেয়েছেন নামাজ মানুষকে তাই শিক্ষা দেয় ।
আশা করি নিয়মিত নামাজ পড়বেন এবং দোয়া করি আপনি যেন এতে সফলকাম হইতে পারেন ।

১৬ ই জুন, ২০১৩ রাত ১২:০৩

শরীফ মহিউদ্দীন বলেছেন: ধন্যবাদ ভাই

২৮| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++

১৬ ই জুন, ২০১৩ রাত ১২:০৩

শরীফ মহিউদ্দীন বলেছেন: ধন্যবাদ

২৯| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

বাংলাদেশী দালাল বলেছেন:
আপনার উপলব্ধির প্রতি সহস্র সালাম ভাই শরীফ মহিউদ্দীন।

ভালো ঠাকবেন।

১৫ ই জুন, ২০১৩ রাত ১১:১৬

শরীফ মহিউদ্দীন বলেছেন: কষ্ট করে এই অধমের লেখা পড়ার জন্য ধন্যবাদ

৩০| ১৬ ই জুন, ২০১৩ রাত ১২:০৭

~মাইনাচ~ বলেছেন: চমৎকার পোষ্ট

ওই জায়গাটিতে সবাই সমান।

৩১| ১৬ ই জুন, ২০১৩ রাত ১২:১৪

মদন বলেছেন: ++++++++++

৩২| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫০

দিনমণি বলেছেন: "সবার আগে বরষা নামুক বিবেকের উঠোনে।"
ধন্যবাদ চমৎকার লেখাটির জন্য...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.