![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারা দেশের পোলাপাইন ফেসবুক,ব্লগ বাবা দিবসের কথা লেইখা ভইরা ফালাইছে। এতারা ভাবে বছরের এইদিন বাবারে উইশ কইরা হাডাই হালাইবো। কিন্তু আমগো ব্যপার ভিন্ন গত ৩৬৫ দিনের মতোই আব্বা আইজ সকালেও আমার লগে চিল্লাচিল্লি কইরা ঘুম থেইকা উঠাইয়া অফিসে গেসে।
বিকাল বেলা আসার সময় আমার প্রিয় ফল কাঁঠাল নিয়া আইছে।
আমি সন্ধায় ফিরতে দেরি দেইখা ফোনে হারামজাদা কয়া গালি দিলো। কইলো আর যেন ঘরে না আসি। আমি যথারীতি আইসা দেখি তিনি কাঁঠাল না খুলে বসে আছেন আমি কহন আমু। আমার লগে কাঁঠাল খাইবো।
৫/৭ দিন আগে কইছিলাম একটা গিটার কিন্না দিতে। কইলো টো টো কোম্পানির ম্যানেজার হইলে নাকি এইসব চিন্তা মাথায় আসে। গিটারের নাম যদি কোনদিন নিসি তাইলে হাড্ডি ভাইঙ্গা ফালাইবো। কাইল রাইতে নাকি আম্মারে কইছে গিটার কিনতে কত লাগে আমারে জিগাইতে।
:
একবার এক পরীক্ষায় খারাপ করলাম । পগ্রেস কার্ড নিয়া বাবাকে দেখানো মাত্র কইশ্যা একটা থাবরা দিলো । আর আম্মারে কইলো আইজ থাইকা ওর ভাত এই ঘরে বন্ধ। আমি তো আরামে চাচার বাসায় গিয়া সিনেমা দেখতাসি।
দুপুর পার হইয়া বিকাল হইলো। দেখি আব্বা চাচার বাসায় হাজির। চাচারে কইলো তুই এই হারামীরে ঘরে জায়গা দিলি কেন? পরে শুনি বাবা সারাদিন না খেয়ে আমার সব বন্ধুর বাসায় আমারে খুজছে।
শুনো পশ্চিমা দুনিয়ার মানুষেরা মা বাবারে ওল্ড হোমে রাইখা বছরের একদিন মা দিবস,বাপ দিবস নাম দিয়া তারে দেখতে যাও। আর সারা বছর কোন খবর রাখনা তোমাগো এই দিবসের আমি নিকুচি করি।
আমরা ভাটির দেশের মানুষ আমাদের মন নদীর কাদার মত নরম। আর বন্ধন ইস্পাতের চেয়ে শক্ত। তোমাগো এই সব দিবসের আমাদের দরকার নাই।
কারন তোমাগো বাপ মা তোমাগরে ১৮ বছর পরে ছাইরা দেয় আর আমাগো বাপ মা শরীরের শেষ ফোটা রক্ত দিয়ে হলেও সন্তানকে আগলে রাখে.
আজ বাবা দিবস নামক তোমাদের এই নাটকে আমরা অংশ নেইনা। আমাদের বাবারা আজ ও সকাল সকাল আমাদের সাথে হম্বি তম্বি করে ঘর থেকে বাইর হইছে আমাদের ওই গালাগালি বেশি ভালো লাগে।
সবাই ভালো থাকবেন
২| ১৬ ই জুন, ২০১৩ রাত ৮:১৮
খেয়া ঘাট বলেছেন: বাবাকে নিয়ে আপনার স্মৃতিচারণ ভালোই লাগলো।
"আমরা ভাটির দেশের মানুষ আমাদের মন নদীর কাদার মত নরম। আর বন্ধন ইস্পাতের চেয়ে শক্ত।"- কথাটি খুব খুব খুব ভালো লাগলো।
তবে পশ্চিমা বিশ্ব সম্পর্কে ধারণাটা পুরোপুরি ঠিক নয়।
৩| ১৬ ই জুন, ২০১৩ রাত ৮:১৯
কষ্টবিলাসী বলেছেন: আমি সন্ধায় ফিরতে দেরি দেইখা ফোনে হারামজাদা কয়া গালি দিলো। কইলো আর যেন ঘরে না আসি। আমি যথারীতি আইসা দেখি তিনি কাঁঠাল না খুলে বসে আছেন আমি কহন আমু। আমার লগে কাঁঠাল খাইবো।
এটাই আমাদের সংস্কৃতি, পারিবারিক বন্ধন।
৪| ১৬ ই জুন, ২০১৩ রাত ৮:২০
শাহজাহান মুনির বলেছেন: আমরা ভাটির দেশের মানুষ আমাদের মন নদীর কাদার মত নরম। আর বন্ধন ইস্পাতের চেয়ে শক্ত। তোমাগো এই সব দিবসের আমাদের দরকার নাই।
ঠিক বলেছেন ভাই।
৫| ১৬ ই জুন, ২০১৩ রাত ৮:২৪
হেডস্যার বলেছেন:
লেখাটা গত বছর বাবা দিবসে ও পড়ছিলাম....এইটার অরিজিনাল লেখক কে আসলে?
১৭ ই জুন, ২০১৩ রাত ১২:১৫
শরীফ মহিউদ্দীন বলেছেন: জ্বি ভাই এটি গত বাবা দিবসেও আমিই পোষ্ট করেছিলাম,অরিজিনালআমারই লেখা
৬| ১৬ ই জুন, ২০১৩ রাত ৯:২৯
রাফসান আরিফ বলেছেন: কঠিন ভাবে সহমত
৭| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:১৬
এম এম হোসাইন বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++
৮| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:২৪
আমি ময়ূরাক্ষী বলেছেন: +++
৯| ১৬ ই জুন, ২০১৩ রাত ১১:০৫
এনিগমা বলেছেন: EXCILENT
EXCILENT
১০| ১৬ ই জুন, ২০১৩ রাত ১১:১০
অহেতুক অকারণ বলেছেন: লেখাটা আমি আগেও পরেছিলাম মনে হচ্ছে, তবে পশ্চিমা না......... পিশাচ সব জায়গাতেই একই রকম।।
১১| ১৭ ই জুন, ২০১৩ রাত ১:২০
আরজু পনি বলেছেন:
সারাবছরতো বাবাকে ভালোবাসিই। একটা ছুতায় না হয় বাবাকে বললামই যে, আব্বা আপনাকে কখনো বলা হয় নি "আপনাকে অনেক ভালবাসি"...তাতেতো সমস্যা দেখি না। (যদিও আমার বাবা বেঁচে নেই)
আমার পিচ্চি মেয়ে আজকে অনেক যত্ন করে তার বাবার জন্যে কার্ড বানিয়েছে...বাবাও অফিস থেকে ফিরে কার্ড পেয়ে অনেকই খুশি হয়েছে। এই আনন্দটুকুতো সারাবছর পাওয়া যায় না।
তবে যারা সারাবছর বাবার খবর না রেখে একদিনের উৎসব পালন করে "হ্যাপি ফাদার্স ডে" তাদের জন্যে অবশ্যই নিন্দা জানাই।।
১২| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৯:২৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সহমত।
++++++++
১৩| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৫
হেডস্যার বলেছেন:
আচ্ছা আচ্ছা। লেখাটা আমি সেভ করে রাখছিলাম কিন্তু এখন আর খুঁজে পাইতেছি না, তাই জিজ্ঞেস করলাম।
১৪| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৭
মেহেদীহাসানসুমন বলেছেন: সহমত............
১৫| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৭
মেহেদীহাসানসুমন বলেছেন: সহমত............
১৬| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:১০
নবীউল করিম বলেছেন: এক টানে সবার কথা............... অসাধারন
১৭| ২৭ শে জুন, ২০১৩ সকাল ১১:২৩
নাসের০১৯ বলেছেন: শুনো পশ্চিমা দুনিয়ার মানুষেরা মা বাবারে ওল্ড হোমে রাইখা বছরের একদিন মা দিবস,বাপ দিবস নাম দিয়া তারে দেখতে যাও। আর সারা বছর কোন খবর রাখনা তোমাগো এই দিবসের আমি নিকুচি করি.
সহমত
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৩ রাত ৮:১৮
আহলান বলেছেন: ১০০%সত্য কথা। আমরা হুজুগে মাতা পাব্লিক