![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোগল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের প্রতি ভালোবাসার নিদর্শন স্বরুপ বহু অর্থ খরচ করে আগ্রার বিখ্যাত তাজমহল বানিয়ে গিয়েছেন। বর্তমানে হয়তো কারো পক্ষে ব্যক্তিগতভাবে এত টাকা খরচ করে তাজমহল বানানো সম্ভব নয়। তবু কে না চায় নিজের ভালোবাসার নিদর্শনটি তাজমহলের মতো রূপ দিতে।
স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শনস্বরুপ নিজের বাগানে তেমনি এক তাজমহল গড়েছেন ভারতের উত্তরপ্রদেশের বুলান্দশাহর গ্রামের ফাইজুল হাসান কাদরি। যা আকারে ছোট হলেও হুবহু দেখতে তাজমহলের আদলেই নির্মিত।
জানা যায়, স্ত্রী তাজামুল্লি বেগমের স্মৃতির উদ্দেশ্যেই ৫০/৫০ ফুট এই তাজমহলটি বানিয়েছেন ফাইজুল হাসান। তাজামুল্লি বেগম ২০১১ সালের ডিসেম্বরে মারা যাওয়ার পরেই স্ত্রীর শোকে কাতর ফাইজুল এটি নির্মানের উদ্যোগ নেন।
এ বিষয়ে ৭৭ বছর বয়সী ফাইজুল বলেন, ‘আমাদের কোনও সন্তান নেই। আমার স্ত্রীর মৃত্যুর সময় তার শয্যাপাশে যখন আমি ছিলাম তখন সে এটি নিয়ে খুব আফসোস করেছিল। সে বলেছিল, দেখো আমাদের সবাই ভুলে যাবে। আমাদের নামকে ভবিষ্যতে টেনে নিয়ে যাবে এমন কেউ নেই। সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম তার কবরের উপর আমি তাজমহলের মতো একটি সৌধ গড়ে তুলব। যা পৃথিবীতে চীরদিন সবাই মনে রাখবে।’
তবে তাজমহলের এই নতুন সংস্করণটি তৈরি করা দরিদ্র ফাইজুলের পক্ষে সহজ ছিল না। একটু একটু করে সঞ্চয় করা মোট ১০ হাজার ৫০০ টাকা ব্যায় করে অবশেষে তিনি পাঁচ হাজার স্কয়ারফিটের এই সমাধিসৌধটি নির্মান করেন। এছাড়া এর জন্য তাকে বিক্রি করতে হয় পৈত্রিকসূত্রে পাওয়া কিছু সম্পত্তিও। তবু এখনো শেষ হয়নি এই সমাধি সৌধের কাজ। তাই এখনো টাকার জন্য বিভিন্ন জায়গায় ধর্না দিচ্ছেন ফাইজুল।
তিনি বলেন, ‘গত বছর ফেব্রুয়ারিতে আমি এটির কাজ শুরু করি। এখানে নির্মানের জন্য কোনো শ্রমিকও নিয়োগ দেইনি। আমি নিজে দিনে শুধুমাত্র দুপুরে খাবার সময় ছাড়া আট ঘণ্টা এর কাজ করি। কিন্তু টাকার অভাবে গত সেপ্টেম্বর থেকে এটির কাজ বন্ধ হয়ে গেছে। তারপরও আমি চেষ্টা করে যাচ্ছি। আশা করছি আমার মৃত্যুর আগে আমি এর কাজ শেষ করে যেতে পারবো।’
এদিকে ফাইজুলের এই উচ্চাভিলাষি ভাবনা নিয়ে এখনো তাকে গ্রামের মানুষ তামাশা করে। তবে তারপরও এই সমাধিসৌটি নিয়ে তাদের এক ধরনের চাপা কৌতুহল ও সম্মান লক্ষ্য করা যায়।
ফাইজুল জানান, গ্রামবাসীরা দরিদ্র হলেও তারা অনেকে এর জন্য সাহায্য করতে চায়। কিন্তু তাদের কাছে পর্যাপ্ত টাকা নেই
২১ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪২
শরীফ মহিউদ্দীন বলেছেন: ভারতের উত্তরপ্রদেশের বুলান্দশাহর গ্রামের
২| ২১ শে জুন, ২০১৩ দুপুর ২:৪১
সোহাগ সকাল বলেছেন: জানতাম না আগে। আমি ভেবেছিলাম বাংলাদেশের ঘটনা। যাইহোক, পোস্টে ভালোলাগা।
২২ শে জুন, ২০১৩ সকাল ১১:১১
শরীফ মহিউদ্দীন বলেছেন: না ভাই ভারতের উত্তরপ্রদেশের বুলান্দশাহর গ্রামের ঘটনা
৩| ২১ শে জুন, ২০১৩ দুপুর ২:৫০
মাক্স বলেছেন: বাহ ভালো তো!
২২ শে জুন, ২০১৩ সকাল ১১:১০
শরীফ মহিউদ্দীন বলেছেন: অনেক ভালো
৪| ২১ শে জুন, ২০১৩ দুপুর ২:৫৪
মায়াবী ছায়া বলেছেন: +++
২২ শে জুন, ২০১৩ সকাল ১১:১০
শরীফ মহিউদ্দীন বলেছেন: ধন্যবাদ
৫| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৭
শুকনোপাতা০০৭ বলেছেন: যাক,ভবিষতে জামাইকে এই শর্ত দেয়া যাবে এখন,উদাহরন তো পেয়েছি!! এইরকম একটা তাজমহল যদি না বানাইতে পারে,তাহলে বিয়ে করার দরকারই নাই!!!
২২ শে জুন, ২০১৩ সকাল ১১:০৯
শরীফ মহিউদ্দীন বলেছেন: বিয়ে কইরেন না
৬| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫০
রোহান মাকসুদ বলেছেন: so romantic!awesome....
সত্যিকারের ভালবাসার জন্য মানুষ কি না করতে পারে...সব ই পারে!!!
২২ শে জুন, ২০১৩ সকাল ১১:০৯
শরীফ মহিউদ্দীন বলেছেন: আমার ইচ্ছা করেনা এতো ভালোবাসা দেখাইতে
৭| ২১ শে জুন, ২০১৩ রাত ৮:৫২
মাহবুবুল ইসলাম (সুমন) বলেছেন: "মোট ১০ হাজার ৫০০ টাকা ব্যায় করে অবশেষে তিনি পাঁচ হাজার স্কয়ারফিটের এই সমাধিসৌধটি নির্মান করেন"
কেমতে সম্ভব...?
২২ শে জুন, ২০১৩ সকাল ১১:০৮
শরীফ মহিউদ্দীন বলেছেন: নিজে শ্রম দিসে না,কোন লেবার নেয় নাই তো
৮| ২১ শে জুন, ২০১৩ রাত ৮:৫৭
খেয়া ঘাট বলেছেন: ফাইজুল হাসানই হলো শ্রেষ্ঠ শাহজাহান।
২২ শে জুন, ২০১৩ সকাল ১১:০৮
শরীফ মহিউদ্দীন বলেছেন: ফাইজুল হাসানই হলো শ্রেষ্ঠ শাহজাহান
৯| ২১ শে জুন, ২০১৩ রাত ৯:১০
মাহবু১৫৪ বলেছেন: ++++++
২২ শে জুন, ২০১৩ সকাল ১১:০৬
শরীফ মহিউদ্দীন বলেছেন: ধন্যবাদ
১০| ২১ শে জুন, ২০১৩ রাত ৯:২৫
সেতু আশরাফুল হক বলেছেন: শাজাহানের চেয়েও বড় বাদশাহ!!!!!!
২২ শে জুন, ২০১৩ সকাল ১১:০৬
শরীফ মহিউদ্দীন বলেছেন: শাজাহানের চেয়েও বড় বাদশাহ
১১| ২১ শে জুন, ২০১৩ রাত ৯:৪৯
মেহেদী_বিএনসিসি বলেছেন: শাজাহান তো সরকারী পয়সায় বৌয়ের জন্য তাজমহল বানাইছিলো...........আসলে প্রকৃত ভালবাসায় মাখা তাজমহল এটাই। (যদিও বৌয়ের জন্য এতোকিছু করার মতো গাধা পৃথিবীতে বিরল
)
২২ শে জুন, ২০১৩ সকাল ১১:০৬
শরীফ মহিউদ্দীন বলেছেন: বৌয়ের জন্য এতোকিছু করার মতো গাধা পৃথিবীতে বিরল
১২| ২২ শে জুন, ২০১৩ রাত ১:৪৪
নাজিম-উদ-দৌলা বলেছেন: শাহজানের স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শন ছাড়িয়ে গেছেন উনি।
২২ শে জুন, ২০১৩ সকাল ১১:০৫
শরীফ মহিউদ্দীন বলেছেন: আসলেই ছাড়িয়ে গেছেন এই বৃদ্ধ
১৩| ২২ শে জুন, ২০১৩ সকাল ৮:১৫
ডি মুন বলেছেন: বাহ ,
২২ শে জুন, ২০১৩ সকাল ১১:০৫
শরীফ মহিউদ্দীন বলেছেন: জ্বি
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৩
সাজিদ ঢাকা বলেছেন: পোষ্টে +++ এটা কোথায় ??