![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাউস মিয়ার ঘোড়ায় করে বিয়ে করতে যাবার সখ হলো। কিন্তু দরিদ্র মানুষ ঘোড়া ভাড়া করার পয়সা তার কাছে নাই। পাশের বাড়ির মনু মিয়ার ঘোড়া আছে ধার চাইলে দিতে পারে এই আসায় রওয়ানা হলো।
গিয়ে মনু মিয়ার কাছে ঘোড়ার আবদার করলো। সাফ সাফ কাউস মিয়াকে না করে দিলো মনু মিয়া। ঘোড়া দেয়া যাবেনা। পরের দিন ছিলো শবে বরাত। কাউস মিয়া সারারাত আল্লাহর দরবারে কান্না কাটি করলো,নামাজ পড়লো। শেষ রাতে কাউস মিয়া আল্লাহর দরবারে মোনাজাত তুলে বললো হে আল্লাহ মনু মিয়ার ঘোড়া চাইলাম কিন্তু দিলোনা। আমার আজকের রাতের ইবাদাতের বদলে মনু মিয়ার ঘোড়ার তুমি মৃত্যু দাও।
সারা রাত্র ইবাদাত শেষ করে বাসায় ফিরে দেখে কাউস মিয়ার মা কান্নাকাটি করছে। কাউস মিয়া জিজ্ঞাসা করলো মা কি হয়েছে কাঁদছ কেন? মা বললো বাবা রাতে আমাদের গাই গরুটা হঠাত মারা গেছে।
এবার কাউস মিয়া মন খারাপ করে বলছে, মাগো আল্লাহ কি ঘোড়া আর গাই গরু ও চিনেনা??
এ গল্পের মাধ্যেম কি বুঝতে পারি? কারো অমঙ্গল কামনা করবে না। হয়তো কোন একদিন তার জন্য কামনা করা অমঙ্গল তোমার কাছেই ফিরে আসবে। সেদিন কি তুমি তা সহ্য করতে পারবে?
সবার আগে বরষা নামুক বিবেকের উঠোনে,এই কামনায়।
©somewhere in net ltd.