![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বনী ইসরাইলের নবী মুসা আঃ একবার আল্লাহ তায়লাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ তুমি যখন খুব খুশি হও তার নিদর্শন কি? আল্লাহ বললেন আমি যখন বেশী খুশি হই তখন বৃষ্টি দেই। এবার মুসা আঃ আবার জিজ্ঞাসা করলেন এর চেয়ে বেশী খুশী হলে কি করেন ? আল্লাহ বললেন তখন মানুষকে আমি কন্যা সন্তান দান করি।
এই আলোচনাটা দিয়ে শুরু করার একটি বিশেষ কারন আছে। উত্তরায় একটি হসপিটালে আমার পরিচিত একজন গাইনোকলজিষ্ট কাজ করেন। অনেকদিন তার সাথে দেখা হয়না এই ভেবে আজ দেখা করতে গেলাম। দেখলাম হসপিটালে তিনি একটি সিজার অপারেশন নিয়ে ব্যস্ত কিছুক্ষন পর অপারেশন শুরু হবে। আমিও ভাবলাম একটু এসিষ্ট করি।
সফল ভাবে সিজারিয়ান অপারেশন সম্পন্ন হবার পর মহিলাকে বললাম মা আপনার একটি সুন্দর মেয়ে হয়েছে। এই কথা শুনে মহিলা হাউ মাউ করে কান্নাকাটি শুরু করলেন। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম মা কি হলো কাঁদছেন কেন? তিনি বললেন আল্ট্রাসনোলজিষ্ট তাকে বলেছিলো ছেলে হবে এখন মেয়ে হয়েছে। তার শশুর বাড়ির লোকজন বিশেষ করে তার শাশুড়ী অনেক কথা শুনাবেন।
কি আর করা আমরা রোগিকে অপারেশন পরবর্তী কক্ষে নিয়ে গেলাম। কিছুটা সুস্থ্য হবার পর রোগীনির স্বামীকে রোগিনীর সাথে দেখা করতে বললাম। রোগীনি স্বামীর সামনে এমন ভাবে কথা বলছে যেন এই মাত্র তিনি পদ্মাসেতুর দূর্নীতির দায়ে গ্রেফতার হয়ে সব দোষ স্বীকার করে মাথা নিচু করে আছেন। স্বামী তেমন কিছু বলছেনা তবে চেহারায় হতাশার ছাপ।
ওটি থেকে নার্স বের হবার পর শাশুড়ী যখন নার্সকে জিজ্ঞাসা করলো আমার নাতি কই? নার্স বললো নাতি না নাতনী। এবার মহিলা তেলে বেগুনে জ্বলে উঠে ছেলেকে বলছে- সামাদ তোরে না কইছি এই মহিলা খালি মাইয়া ছাড়া কিছু দিবার পারবোনা,আগেও দুইটা মাইয়া,এবারো মাইয়া তোরে আমি আবার বিয়া দিমু।
ভদ্র লোকের চোখ ছলছল করছে যেন তিনি চোখের সামনে নতুন বৌয়ের সঙ্গে বাসর ঘরের স্বপ্নে বিভোর।
এ সময়ে ডাক্তারদের তেমন কিছু বলার থাকেনা,কিংবা ইচ্ছা করেই তারা জড়াতে চান না। কিন্তু আমার এতো খারাপ লাগছিলো যে বলার মতো না।
আমি ওই শাশুড়িকে বললাম আপনি কি মহিলা না পুরুষ? আপনার মা কি মহিলা না পুরুষ? আর মেয়ে হওয়ার জন্য তো কোন ভাবেই আপনার ছেলের বৌ দায়ি নন,দায়ি আপনার ছেলে। আমি বৈজ্ঞানিক ব্যাখ্যা করলাম ( যদিও কিছুই বুঝেনাই বলে মনে হয়েছে)। শেষে তাকে বললাম মা শুনুন আল্লাহর নবী বলেছেন যে ব্যাক্তির একজন মেয়ে তার একটি জান্নাত ,যার তিনটি মেয়ে তার তিন জান্নাত। আপনার তো খুশি হওয়া উচিত। আমি আবার বললাম আল্লাহর নবী বলেছেন তোমরা মেয়েদের পিতাকে গালি দিওনা, কারন আমি মুহাম্মদ দঃ মেয়েদের পিতা।
পরিশেষ বলতে চাই দেশের দুই একজন ল্যাপটপ আর স্মার্টফোন ব্যবহার করি বলে আমাদের মনে হচ্ছে আমরা বিংশ শতাব্দীর কত আধুনিক মানুষ। কিন্তু বাস্তবতা অনেক কঠিন। এখনো আমাদের মাঝে বাস করে সেই আইয়ামে জাহেলিয়াতের মন মানষিকতা। যে যুগে মেয়েদের জীবন্ত কবর দেয়া হতো। জানিনা আমার এই ষ্ট্যাটাসে কারো চোখ সামান্য ও খুলবে কিনা? শুধু বলতে চাই হে দুনিয়ার মানুষ কন্যা সন্তান তোমার ঘরে জন্ম হয়েছে এর মানে তোমার রব তোমার ওপর খুশি।
২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১১
শরীফ মহিউদ্দীন বলেছেন: ওয়ালাইকুম সালাম,কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ ভাই
২| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৪
আলোকিত জীবনের জন্য বলেছেন: many many thanks for a nice post. It will open our eyes which was closed due to very cheap material aspect. keep it up.
২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১১
শরীফ মহিউদ্দীন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই
৩| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:০১
খেয়া ঘাট বলেছেন: পরিশেষ বলতে চাই দেশের দুই একজন ল্যাপটপ আর স্মার্টফোন ব্যবহার করি বলে আমাদের মনে হচ্ছে আমরা বিংশ শতাব্দীর কত আধুনিক মানুষ। কিন্তু বাস্তবতা অনেক কঠিন।
মনটা খারাপ হয়ে গেলো।
২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
শরীফ মহিউদ্দীন বলেছেন: আমার ও মন খারাপ হয়েছিলো বিষয়টা ভেবে
৪| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৭
রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট ।
২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
শরীফ মহিউদ্দীন বলেছেন: ধন্যবাদ
৫| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪১
নূর আদনান বলেছেন: শুধু বলতে চাই হে দুনিয়ার মানুষ কন্যা সন্তান তোমার ঘরে জন্ম হয়েছে এর মানে তোমার রব তোমার ওপর খুশি।
সন্তান তো সন্তানই, সে ছেলে হোক আর মেয়েই হোক
২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
শরীফ মহিউদ্দীন বলেছেন: জ্বি ভাই এটি যেমন জাহেলী যুগের মানুষ বুঝতনাএই যুগের মানুষেরা ও বুঝে না
৬| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১:২৩
নিষ্কর্মা বলেছেন: দেশের দুই একজন ল্যাপটপ আর স্মার্টফোন ব্যবহার করি বলে আমাদের মনে হচ্ছে আমরা বিংশ শতাব্দীর কত আধুনিক মানুষ। কিন্তু বাস্তবতা অনেক কঠিন। এখনো আমাদের মাঝে বাস করে সেই আইয়ামে জাহেলিয়াতের মন মানষিকতা। যে যুগে মেয়েদের জীবন্ত কবর দেয়া হতো।
>> সহমত
২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
শরীফ মহিউদ্দীন বলেছেন: আপনাকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৫
এলে বেলে বলেছেন: আসসালামু আলাইকুম। ভাই আপনার লেখায় কঠিন বাস্তব তুলে ধরেছেন। ধন্যবাদ। ভাল থাকবেন। আল্লাহ হাফেয।