![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্রষ্টার সৃষ্ট দিবস ছাড়া অন্য কোন দিবসের প্রতি ব্যক্তি শরীফ মহিউদ্দিনের তেমন কোন আগ্রহ বা ভালোবাসা কিছুই নাই। যেমন ঈদ,জন্মদিন ইত্যাদি।
আবার কিছু কিছু প্রয়োজনীয় দিবস আছে যেমন শ্রমিক দিবস,চিকিৎসক দিবস,নারী দিবস আবার বিভিন্ন রোগের বিভিন্ন দিবস আছে যেমন হাইপার টেনশান ডে, ডায়াবেটিকস ডে ইত্যাদি।
এসব দিবসের মধ্যে কিছু লাভ আছে যেমন শ্রমিক দিবসে আমরা শ্রমিকের অধিকার নিয়ে সচেষ্ট হতে পারি তেমনি ডায়াবেটিস দিবসে ডায়াবেটিস এর কারন প্রতিকার নিয়ে কথা বলতে পারি। এই দিবস গুলো প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ন। যদিও আমার এসব দিবস নিয়ে কোন আগ্রহ নেই।
এবার বলি কিছু অপ্রোজনীয় দিবসের কথা যেমন মা দিবস, বাবা দিবস, ভালোবাসা দিবস আবার ইদানিং ট্রেন্ড হলো বন্ধু দিবস। এই দিনে সব ফ্রেন্ড সব ফ্রেন্ডকে শুভেচ্ছা জানায়।
আচ্ছা এ দিবস গুলো আমাদের কি শিখায় মাকে আরো ভালোবাসতে হবে নাকি বন্ধুর প্রতি পিরিত বাড়াইয়া দিতে হবে?
যেদিন আমার বাল্যবন্ধু হেলাল এর সাথে দেখা হয়েছিলো, যখন আমরা স্কুলের সামনের আচার শেয়ার করে খেতাম, যখন সিনেমা হলের টিকেট কেটে আব্বার কাছে ধরা খেয়ে একসাথে মার খেলাম, যেদিন বন্ধুর হেট্রিক করানোর জন্য নিজে ইচ্ছে করে আউট হয়ে গেলাম, আবার আমাকে পরীক্ষায় দেখাতে গিয়ে অনেক নাম্বারের আন্সার বাকী রেখে আসলো সেদিন কি আমরা জানতাম বন্ধু দিবস কি?
দিবস পালন না করে সেদিন কেন আমাকে পানি থেকে উদ্ধার করতে নিজের জীবন দিতেও প্রস্তুত হলো সে ?
বলতে পারেন ?
আসলে ভালোবাসা আর আত্মার বন্ধনের কোন দিবস হয়না। দিবস হলো মেকি ভালোবাসার মানুষের জন্য। যেমন আমাদের পাশের ফ্ল্যাটের কুদ্দুস সাহেব দেখা হলে স্মার্টলি জিজ্ঞাসা কেমন আছো? পহেলা বৈশাখে শুভ নববর্ষ বলে অথচ আমার নানী স্ট্রোক করলো আমরা সারারাত দৌড়াদৌড়ি করলাম তিনি একবারের জন্য দরজা খুলেও দেখেননি। তাঁর মা মারা যাওয়ার দুইদিন পর আমরা জানতে পারলাম দারোয়ান মারফত। আমি তখন বুঝতে পারি ভালোবাসার সংজ্ঞা কি?
যখন দেখি আমার কলিগ হ্যাপি ফ্রেন্ডশিপ ডে বলে পিছনে গিয়ে আমাকে নিয়ে কটুক্তি করে তখন আমি বুঝতে পারি বন্ধু কি?
জানিনা এই এলোমেলো ভাবনা আপনাদের বিরক্ত করলো কিনা, কিন্তু বিশ্বাস করুন ভালোবাসার দিবস হয়না,হয়না কোন সীমানা।
আমার কাছের বন্ধুদের হ্যাপি ফ্রেন্ডশিপ ডে বলতে পারলাম না তবে যাদের সাথে মেকী বন্ধুত্ব তাদের ব্রিটিশদের মতো গাল ফুলিয়ে বলালাম হ্যাপি ফ্রেণ্ডশীপ ডে, ওইথ আউট ইঊ আই এম নাথিং
২| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৮
অনন্ত জীবন বলেছেন: ইনবক্ম টেক্সটে ভরে যায়, কি যে বিরক্তিকর। মানুষের খেয়ে আর কাজও নেই, এসব নিয়ে মাতামাতি। মনের কথাগুলো বলেছেন্।
বন্ধুত্বের জয় হোক অনন্ত জীবন।
৩| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “আসলে ভালোবাসা আর আত্মার বন্ধনের কোন দিবস হয়না।”
-খাঁটি কথা!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১১:৫৪
গৃহ বন্দিনী বলেছেন: যাদের সাথে মেকী বন্ধুত্ব তাদের ব্রিটিশদের মতো গাল ফুলিয়ে বলালাম হ্যাপি ফ্রেণ্ডশীপ ডে, ওইথ আউট ইঊ আই এম নাথিং
দারুন মজা পেলাম
++