নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্ট করে হলেও সৎ থাকার চেষ্টা করো

শরীফ মহিউদ্দীন

অপেক্ষায় আছি সুন্দর সকালের.........

শরীফ মহিউদ্দীন › বিস্তারিত পোস্টঃ

ঈদের আগের দিনঃ আমার দেখা কিছু সুন্দর মূহূর্ত

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:০৯



সকাল বেলা বাজারে গেলাম মাছ মাংস কিনতে,জিনিস পত্রের দাম সেই রকম। তাও মানুষ কিনছে। মুখে মিটি মিটি হাসি। মুরগী জবাই হচ্ছে একের পর এক সবাই একসাথে বলছে আল্লাহু আকবার, তবে যার মুরগী তিনি সবচেয়ে জোরে বলছেন



গরুর মাংসের দোকানে বিশাল লম্বা লাইন। সবচেয়ে বড় লাইন শাহজাহান পুরের খলিল মাংস বিতানে।ক্রেতারা সকাল থেকেই মাংসের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। কিন্তু আজকের লাইনে কোন বিরক্তি নেই। দোকানদার খলিল মিয়া আয়েশ করে পান চাবাচ্ছে আর কর্মচারীদের তাড়াহুড়া করার নির্দেশ দিচ্ছে।



আমাদের পাড়ার সবচেয়ে কিপটা হায়দার আংকেল সকাল সকাল গুলশান বাজার থেকে একহালি ইলিশ মাছ কিনেছেন। যা আর কোনদিন আমার চোখে পড়েনি।



গুলশানের সিগনালে দাঁড়িয়ে থাকা ভিক্ষুকের থালা আজ প্রায় ভরে গেছে এদের একজন কোনায় দাঁড়িয়ে সিপি চিকেন খাচ্ছে। একটা লাল রঙের এলিয়েন গাড়ি থেকে কেউ একজন পঞ্চাশ টাকার নতুন নোট দিলো এক কিশোর ফকিরকে, সে নিশানের মতো উপরে উঠিয়ে দৌড়াচ্ছে নোটটি নিয়ে অনেকটা অলিম্পিকের মার্চপাসের পতাকার মতো।



একশিশু তার বাবাকে মেহেদী কিনে দিতে বলছে বাবা মুচকি হেসে প্রশ্ন করছে কয়টা লাগবে।



বাড্ডার রাস্তার দুটি গাড়ি একটি আরেকটিকে ধাক্কা মারে, ড্রাইভারদ্বয় গাড়ি থেকে বের হবার পর ঝগড়া না করে দুজনই হাসছে মিটিমিটি।



সিটি কর্পোরেশনের কর্মী বাহিনী বাৎসরিক ঝাড়ু মোছায় এসেছেন আমাদের এলাকায় ( সারা বছর এদের দেখিনা)



এতো সব অদ্ভুত পরিবর্তন আর মজা জানান দিচ্ছে আগামীকাল ঈদ। দোয়া করি বছরের বাকী দিনগুলো যাতে এমনি করে কেটে যায়,সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ভালো বর্ণনা দিয়েছেন।

“আমাদের পাড়ার সবচেয়ে কিপটা হায়দার আংকেল সকাল সকাল গুলশান বাজার থেকে একহালি ইলিশ মাছ কিনেছেন। যা আর কোনদিন আমার চোখে পড়েনি।” -হাহাহা, মজার তো!

ঈদ মোবারক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.