![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা কৌতুক দিয়ে শুরু করি......
সাধুবাবা তার অনুসারীদের নিয়ে বঙ্গোপসাগরে গেছেন স্নানের জন্য। উদ্দেশ্য পাপ ধুয়ে ফেলা। গোসল শেষ করে সবাই উঠলো কিন্তু সাধুবাবার ওঠার কোন নাম নেই।
তা দেখে একজন বলল, “কি সাধুবাবা, আপনি উঠছেন না কেন?”
সাধুবাবা উত্তরে বললেন, “বৎস, পাপ ধোয়ার সাথে সাথে গামছাটাও যে ধুয়ে চলে যাবে তা ভাবতেই পারিনি।”
আমাদের বর্তমান সরকারের অবস্থা সেই সাধু বাবার চেয়ে কম কিছুনা। পত্রিকায় দেখলাম সরকার আবার বিলবোর্ড ভাড়া করছে উন্নয়ন প্রচারের জন্য। আমার ইতিহাস পাঠের শিক্ষা যদি আমার সাথে প্রতারনা না করে তবে বলতে পারি এই ধরনের কাজ সর্বশেষ করেছিলো আইয়ূব খান। তিনি তখনকার দিনে লিফলেট বিতরন করেছিলেন এই পূর্ব পাকিস্তান তথা বর্তমানের বাংলাদেশে এই উদ্দেশ্যে যে কতনা ভালো কাজ আইয়ূব খান করেছেন। কিন্তু এর ফলাফল যে একাত্তরের মুক্তিযুদ্ধ হবে আইয়ুব খান কি সেদিন ঘূর্নাক্ষরে ও টের পেয়েছিলো? মনে হয়না।
এরশাদের পতনের আগের দিন তিনি গিয়েছিলেন মাদারীপুর জেলার টেকেরহাট সেতু উদ্বোধন করতে।
সেখানে জড়ো হয়েছিল হাজার হাজার মানুষ তাকে দেখতে ও তার বক্তৃতা শুনতে। এরশাদ কি ভেবেছিলেন পরের দিন তাকে ক্ষমতা ছাড়তে হবে? আসলে ক্ষমতায় থাকলে হাজার হাজারই নয়, লাখো মানুষ জড়ো করা যায়। আমাদের রাজনীতিবিদেরা ইতিহাস হয়তো পড়েন, কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেন না। দেশে দেশে,
যুগে যুগে এ ঘটনা ঘটেছে এবং এখনো ঘটছে। ক্ষমতা এমনই একটা জিনিস যা মানুষকে অন্ধ করে দেয়।
তাই প্রতিটি সমাবেশেই লাখো লোক জড়ো হওয়ার মানেই কিন্তু এটা নয় যে, জনগণ তার কাজে সন্তুষ্ট কিংবা তাকেই ভোট দিবে... !!
আপনাদের শেয়ার মার্কেটের লুটপাট,হলমার্ক কেলেংকারী, বেসিক ব্যাংক এর চুরি,সাগর রুনী হত্যা,ইলিয়াস আলী গুম,ছাত্রলীগের অবাধ আস্ফালন আর সর্বশেষ রাতের অন্ধকারে পাকিস্তানী হায়নার মত নিরিহ অসহায় দরিদ্র আলেম সমাজের উপর ঝাঁপিয়ে পড়া এসবের পাপ ধোয়ার জন্য বিলবোর্ড নামক যে সমুদ্র স্নানে রওয়ানা হয়েছেন মনে রাখবেন এবারে আপনারদের গামছাটাও তার সাথে ধুয়ে যাবে।
কারন বাংলাদেশের মানুষকে অতীতে অনেক শাসক দমিয়ে রাখতে চেয়েছিলো কিন্তু পেরেছে কি? পারেনি আর পারবেওনা। ইষ্ট ইন্ডিয়া কোম্পানী সূর্যসেন আর প্রীতিলতাদের দমাতে পারেনি, আইয়ূব খান পারেনি বীরশ্রষ্ঠ মহিউদ্দিন কিংবা ওসমানীদের দমাতে সেখানে আপনারা খামোখা এমন চেষ্টা কেন করছেন মাথায় আসছেনা।
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৬
বিডি আইডল বলেছেন: