নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্ট করে হলেও সৎ থাকার চেষ্টা করো

শরীফ মহিউদ্দীন

অপেক্ষায় আছি সুন্দর সকালের.........

শরীফ মহিউদ্দীন › বিস্তারিত পোস্টঃ

এক অন্য রকম ভালোবাসার প্রস্তাব, এর আগে কখনো শুনেছেন কিনা জানিনা,তবে আজ শুনে দেখতে পারেন

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০২

প্রতিদিন কত হাজার ছেলে মেয়ে পরস্পরকে নিজের মনের কথা বলতে গিয়ে সেই থ্রি ম্যাজিক্যাল ওয়ার্ড উচ্চারন করে তার কোন ইয়ত্তা নেই। কিন্তু আজ আপনাদের শোনাবো ভিন্ন রকম এক প্রপোজালের গল্প, সত্যি বলছি একেবারেই ভিন্ন। ভালো লাগবে আশা করি।



আরিফ আর ইরানী দুইজন কলিগ। একই হসপিটালের ডাক্তার। পারস্পারিক জানাশোনা মোটামুটি কিন্তু সম্পর্কটা শুধু বন্ধুত্ব পর্যন্তই। একদিন আরিফের মনে হলো ইরানীকে ছাড়া তার কোন ভাবেই চলবেনা। আরিফ মুগ্ধ হয়ে প্রতিদিন ইরানীকে দেখে। ইরানীর মায়াকাড়া চেহারা আরিফের মনজগতে সৃষ্টি করে এক মুগ্ধ সুরের তান। একদিন আরিফ সিদ্ধান্ত নেয় সে ইরানীকে তার মনে কথা খুলে বলবে। কিন্তু তার মনে ভয় যদি ইরানী আরিফকে প্রত্যাক্ষান করে তাকে ফিরিয়ে দেয়। তাহলে আরিফের সাথে ইরানীর স্বাভাবিক বন্ধুত্বও নষ্ট হয়ে যাবে।



কি বলবে কিভাবে বলবে এ নিয়ে ভাবতে ভাবতে সারারাত কেটে গেলো আরিফের। সকালে ঘুম থেকে উঠে আরিফ অনেক ভেবে চিনতে ইরানীকে ফোন দিলো। আরিফ বললো ইরানী আমি তোমাকে তিনটা হাদিস বলবো। আমার বলা তিনটি হাদিসের পর তুমি আমার প্রশ্নের উত্তর দিবে। বলো পারবে? ইরানী বুঝতে পারলোনা এতো সকালে আরিফ তাকে হাদিস শুনাতে চাচ্ছে কেন? কি বা তার উদ্দেশ্য । ইরানী বললো জ্বি আপনি বলতে পারেন।



এবার আরিফ বললো প্রথম হাদিস রাসুল সঃ বলেছেন তোমার স্ত্রী তোমার জান্নাত তোমার স্ত্রী তোমার জাহান্নাম,আমি ও এমন স্ত্রী পেতে চাই যে আমার জন্য জান্নাতের কারন হবে, সেক্ষেত্রে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে এই মূহুর্তে দেখতে পাচ্ছিনা। বলো তুমি কি আমার জান্নাতের কারন হতে চাও?



আরিফ আবার বললো এবার শোনো আরেকটি হাদিস রাসুল দঃ বলেছেন কেয়ামত দিবসে পুরুষদের সর্বপ্রথম নামাজ রোজা হজ্ব এর ব্যাপারে জিজ্ঞাসা না করে জিজ্ঞাসা করা হবে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে কিরুপ ব্যবহার করেছো? ইরানী আমি জীবনে তোমার সাথে এরুপ ব্যবহার করবো যাতে করে আমি আল্লাহর সামনে অন্তত এই প্রশ্নের উত্তর সানন্দ চিত্তে দিতে পারবো। বলো তুমি আমার সাথে থাকতে রাজি

আছো কি?



আরিফ বললো শেষ হাদিসটি শোনো রাসুল সঃ তাঁর প্রিয় স্ত্রী খাদিজাকে এতো ভালোবাসতেন যে খাদিজা রাঃ ইন্তেকালের পরেও ঘরে কোন ভালো খাবার রান্না হলে রাসুল দঃ মক্কার অনেক ঘরে ঘরে ঘুরে ঘুরে দেখতেন খাদিজা রাঃ এর পরিবার ও বন্ধুরা কোথায় আছেন এবং রাসুল নিজের হাতে সেই খাবার তাদের কাছে পৌছে দিতেন। তুমি যদি আমার জীবনে আসো তাহলে আমি ও রাসুলের দঃ মতো করে তোমার পরিবার পরিজন বন্ধু বান্ধবকে ভালো বাসবো। বলো তুমি আমার সাথে থাকবে কিনা?



আরিফ বললো আমার কথা বলা শেষ এবার তুমি উত্তর দিতে পারি, ওপাড় থেকে টেলিফোন রিসিভার ধরে থাকা ইরানীর চোখ থেকে অশ্রু বেয়ে বেয়ে পড়ছে। জীবনে কত ছেলে তাকে প্রপোজ করেছে কত দামী গিফট দিয়ে তাঁর কাছে আসতে চেয়েছে তার কোন ইয়ত্তা নেই। কিন্তু আরিফ আজ যা শুনালো এতো অদ্ভুত সুন্দর কথা ইরানী তাঁর জীবনে আর একবার ও শুনেনি।



এবার ইরানী উত্তর করে বললো জ্বি হ্যাঁ আমি আপনার সাথে আছি।



মোরাল অফ স্টোরীঃ কাউকে ভালোলাগলে ভালোবাসলে তাও যে শালীনতা ও ভদ্রভাবে প্রকাশ করা যায় তা এই গল্প আমাদের শিক্ষা দেয়। জীবনের প্রতিটি জায়গায় যে নবীর সুন্নাত কার্যকর তাও এই গল্পের শিক্ষা।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৭

মদন বলেছেন: মোরাল অব টা স্টোরী:
নারী পুরুষ একসাথে কাজ না করাই ভালো। পেজগি লাগতে সময় লাগে না ;)

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৫

শরীফ মহিউদ্দীন বলেছেন: না ভাই কাজ না করলে দেশ এগুবে কি করে

২| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৮

নষ্ট ছেলে বলেছেন: আমাগো জলিল ভাই হইলে হার্টটা বাইর কইরা ভালবাসা দেখাইয়া দিত B-))

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৫

শরীফ মহিউদ্দীন বলেছেন: ওনি তো ভছ মানুষ

৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৯

মোমেরমানুষ৭১ বলেছেন: ভাই আপনি আমার বড়ই উপকার করলেন..... আমি আজই তারে এই তিনটা হাদীস শুনাব.....

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৫

শরীফ মহিউদ্দীন বলেছেন: ধন্যবাদ

৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৩

শান্তির দেবদূত বলেছেন: ভাল লাগল। সত্যিই অন্যরকম। শুভকামনা রইল আপনার জন্য।

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৬

শরীফ মহিউদ্দীন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৬

এম আর ইকবাল বলেছেন: হাদিস দিয়ে যখন শুরু করেছেন, তখন বলি, পুরুষ নারীর বন্ধুত্ব, হাদিস অনুসারে কতটা সহি ।

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৬

শরীফ মহিউদ্দীন বলেছেন: জানিনা ভাই আমি হাদিস বেত্তা নই

৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ভালোবাসা প্রকাশে এসিড লাগে না তা বুঝা গেলো ;)
সত্যিই ভালো লাগলো।

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৮

শরীফ মহিউদ্দীন বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই

৭| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৬

ইলুসন বলেছেন: ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.