নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্ট করে হলেও সৎ থাকার চেষ্টা করো

শরীফ মহিউদ্দীন

অপেক্ষায় আছি সুন্দর সকালের.........

শরীফ মহিউদ্দীন › বিস্তারিত পোস্টঃ

খালেদা জিয়াকে চরম বেকায়দায় ফেলে দেয়া হয়েছে

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫১

১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের দশজন উপদেষ্টার মধ্যে মারা গেছেন চারজন। তাঁরা হলেন সৈয়দ ইশতিয়াক আহমেদ, অধ্যাপক শামসুল হক, সেগুফতা বখত চৌধুরী, মেজর জেনারেল (অব.) আবদুর রহমান খান। বাকি দুইজন অধ্যাপক নাজমা আহমেদ এবং এ জেড এ নাসিরউদ্দীন কোনো রকম দায়িত্ব

পালনে শারীরিকভাবে উপযোগী নন।



ওই সরকারের বর্তমানে শারীরিকভাবে সক্ষম উপদেষ্টাদের মধ্যে আছেন গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ ইউনূস, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, ব্যবসায়ী সৈয়দ মনজুর এলাহী এবং শিক্ষাবিদ জামিলুর রেজা চৌধুরী। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন, এমন দুইজন ইশতিয়াক আহমেদ এবং সৈয়দ মঞ্জুর এলাহী ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারেও ছিলেন।



পরের সরকারের দশ উপদেষ্টার মধ্যে সৈয়দ ইশতিয়াক আহমেদ ছাড়াও বিচারপতি বিমলেন্দু বিকাশ রায়চৌধুরী, এ কে এম আমানুল ইসলাম চৌধুরী এবং মেজর জেনারেল (অব.) মইনুল হোসেন চৌধুরী মারা গেছেন।



২০০১ সালের সরকারের জীবিত উপদেষ্টাদের মধ্যে আবদুল মুয়ীদ চৌধুরী, ব্রিগেডিয়ার আবদুল মালেক বয়সের কারণে অশক্ত।



২০ উপদেষ্টার মধ্যে ৭জনই মৃত। অনেকেই বয়স ও শরীরের কারণে দায়িত্ব পালনে অক্ষম। বুঝা যাচ্ছে যে নূন্যতম পরীক্ষা ছাড়াই তাড়াহুড়া করে এই প্রস্তাবের খসড়া করা হয়েছিল। যে বা যারাই এর পেছনে থাকুক না কেন, তাদের কারণে খালেদা জিয়াকে চরম বেকায়দায় ফেলে দেয়া হয়েছে। এর দ্বারা নির্দলীয় সরকারের ব্যাপারে বিএনপির সদিচ্ছাকেই প্রশ্নবিদ্ধ করা হল। কারণ তারা আন্তরিক হলে সত্যিকার অর্থে গঠনমূলক কোন প্রস্তাব দিতে পারতো।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০০

আমাবর্ষার চাঁদ বলেছেন: লাগবো একটা পেজগি............

২| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৪

এম বি ফয়েজ বলেছেন: বিরোধী নেত্রী খালেদা জিয়া কিংবা প্রধান মন্ত্রী সেখ হাসিনা দুই জনই মুদ্রার এপিট-ওপিট। গতিকে, বিরোধী গোষ্ঠীর ভয়, শাসক দল নির্বাচনে প্রশাসন যন্ত্র কাজে লাগাবে; আর শাসক গোষ্ঠীর ভয়, তাদের তো পায়ের তলার মাটি একেবারে সরে গেছে, নাই বলিলেও চলে। গতিকে, আলাদীনের আশ্চর্য্য-প্রদীপের সহায় নিয়ে ভোট জেততেই হবে।

৩| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২২

সান কিং-১ বলেছেন: প্রস্তাবিত এই দুই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্ঠাদের মধ্যে যাদের পাওয়া যায় তাদের রেখে নতুন কাউকে নেয়া যেতেই পারে। মূল প্রস্তাব হচ্ছে সরকারী জোট এবং বিরোধী জোটের থেকে ৫ জন করে নাম প্রস্তাব করা এবং উপদেষ্টা হিসেবে তাদের নিয়োগ দেয়া।

৪| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৯

চিকন আলি বলেছেন: সান কিং এর কথায় ঠিক....
এটা একটা প্রস্তাব/ নিরপেক্ষ সরকারের ধারনা.......... কোনো ফাইনাল সিদ্ধান্ত না..।

৫| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩০

শামীম সুজায়েত বলেছেন: "চরম বেকায়দায়" শব্দটি এখানে ব্যবহার করা যাই কিনা তা নিয়ে একটু আপত্তি আছে আমার।
তবে আপনার এই কথাটি ঠিক, "বুঝা যাচ্ছে যে নূন্যতম পরীক্ষা ছাড়াই তাড়াহুড়া করে এই প্রস্তাবের খসড়া করা হয়েছিল।"

বিএনপির এখন উচিৎ হবে জন জোয়ার জাগরণের চেষ্টা চালানো। ধুপধাপ করে "দা কুরাল" নিয়ে বের হওয়ার কথা বলে নিজেই আত্নগোপনে চলে যাওয়ার মত লজ্বাকর হুঙ্কার দেয়া যাবেনা। অপরদিকে গলার সুর নরম করে কথা না বললে, ভোটের মাঠে টিকে থাকা কষ্টকর হয়ে যাবে আওয়ামী লীগের। যেমনটি শেষ নির্বাচনে হয়েছিল বিএনপির।

বর্তমান প্রধানমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী দুজনেরই কথা বলার ক্ষেত্রে থাকতে হবে লাগাম এবং যুক্তি। প্রতিপক্ষ রাজনৈতিক দলকে ঘায়েল করতে আওয়ামী লীগের সভানের্ত্রি যদি তাঁর স্বভাবসুলভ ভঙ্গিমায় কেবল সমালোচনামুখী রাজনীতি চালিয়ে যান, তাহলে জনগণ বিরক্ত হয়ে পড়বে। মনে রাখা উচিৎ এই সময়ের প্রতিটি কথা এবং কার্যকলাপ মনে রাখার মত স্মরণ শক্তি বাঙালির আছে। আমরা বেশি পুরানো কথা ভুলে যায়। টাটকা ক্ষত মনে থাকে।

আপনার লেখাটা সময় মত হয়েছে। ভাল পোস্ট দিয়েছেন। দেখুন তো, আপনার লেখা নিয়ে বলতে গিয়ে নিজেই বলে ফেললাম কতকিছু।

৬| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩১

হাসান কালবৈশাখী বলেছেন:
বেচে থাকা প্রাক্তন উপদেষ্টারা বেশিরভাগই অশীতিপর বয়োবৃদ্ধ, কয়েকজন চরম বিতর্কিত! এদের অনেকেই দায়িত্ব নিতে রাজী হবেন না।

৭| ২২ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:০৯

এই আমি সেই আমি বলেছেন: নেড়ি কুত্তা এক আধটু ওয়াইন খায় জানতাম । কিন্তু এতো দেখি ভাষণ লেখার আগে গাঞ্জা টেনেছিল ।

৮| ২২ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৬

স্বাধীকার বলেছেন:
শরীফ ভাই, সালাম নিবেন।

যারা বলেন, ১১ জন বেচেঁ আছেন, তারা হলেন বাকশালী দরবেশ মিডিয়া কর্তৃক ধর্ষিত ব্লগার। নুন্যতম খোজঁ খবর না নিয়েই বলে দিচ্ছেন ১১ জন বেচেঁ আছেন-হাসি পায়। ব্লগাররা এভাবে বেকুব বনে কিভাবে গিয়ে পাছার কাপড় তুলে আলোচনা করে।

৮৫ বছরের অর্থমন্ত্রী বাংলাদেশের জটিল অর্থনীতি চালানোর চেষ্টা করতে পারলে, পূর্বে দায়িত্বপালন করা উপদেষ্টারা পারবেন না-এজাতীয় মস্করা টাইপ কথা তারাই বলতে পারেন, যারা বাকশালীদের স্বপ্নের হাসিনাপ্রধান সরকারের খোয়াবে আছেন।

৯| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১১

চলতি নিয়ম বলেছেন: স্বাধিকার ভাই,

জীবিত-মৃতের হিসাব বাদ দিলাম। এবার বলেন তো কিসের ভিত্তিতে ১৯৯৬ আর ২০০১? একেবারে লেটেস্টরা কই? তারাই তো সবচেয়ে বেশী সক্ষম হবার কথা। তাই না?

সম্ভব হলে আপনি উত্তর দিয়েন না হলে না। তাও যেনো গত পোস্টের মত ফাউল পাবলিকে বাম হাত না দেয়। =p~

১০| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪২

বিজন শররমা বলেছেন: প্রধান মন্ত্রী যে প্রস্তাব দিয়েছেন তা হলো আওয়ামী লীগকে আবার নির্বাচিত করে আনার অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে নিরপেক্ষ নির্বাচনের কোন সম্ভাবনা নেই । আর বেগম খালেদা জিয়া যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব দিয়েছেন তাতে নিরপেক্ষ নির্বাচন হবার সম্ভাবনা আছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.