নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্ট করে হলেও সৎ থাকার চেষ্টা করো

শরীফ মহিউদ্দীন

অপেক্ষায় আছি সুন্দর সকালের.........

শরীফ মহিউদ্দীন › বিস্তারিত পোস্টঃ

সবার আগে বরষা নামুক বিবেকের উঠোনে

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫২

কদিন আগে পত্রিকায় একটা নিউজ পড়ে আমার খুব মজা লাগলো। চীনে কান্না করার জন্য লোকজন ভাড়া পাওয়া যায়। মনে করুন আপনার কেউ মারা গেলো কিন্তু আত্মীয় স্বজন সবাই তো কাজে ব্যস্ত,প্রিয়জনের লাশ দেখতে আসার সময় তাদের নেই। কিন্তু প্রাচীন চৈনিক ধর্মমতে আপনার মৃত্যুর পর কান্না কাটি না করলে আপনার আত্মা শান্তি পাবেনা, তাই অনেকটা বাধ্য হয়েই লোক ভাড়া করতে হয়। এটা আবার অনেকের পেশা।



খবরটি আমাদের জন্য এক বিরাট শিক্ষা রেখে যাচ্ছে।



১৯৯৪ সালের ডিসেম্বর মাসে আমার আমার দাদা উপমহাদেশের অন্যতম ধর্মপ্রচারক পীর হাবিবুর রহমান রহঃ যখন ইন্তেকাল করলেন তার জানাযায় এসেছিলো কয়েক লাখ মানুষ, আমার চোখে এখনো ভেসে উঠে কান্না ভেজা হাজারো লাখো চোখ। এরা কেউই কিন্তু দাদা হুজুরের আত্মীয় ছিলেন না । তাহলে কাঁদলেন কেন? কারন আমরা জাতি হিসাবে বড়ই কৃতজ্ঞ জাতি। কেউ আমাদের কিছু দান করলে আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকতে ভালোবাসি আর তাই আমার দাদার সমাজ সংস্কারের অবদান হিসাবে মানুষ তাকে ভালোবাসা ফিরিয়ে দিয়েছে তাঁর জানাজায়।



আচ্ছা তাঁর কথা না হয় ভিন্ন কিন্তু দেখবেন গ্রামের একঘরে কোন লোক মারা গেলে সারা বাড়ির লোকজন কান্নাকাটি করে অথচ দেখা যায় আগের দিন ও ওই লোকের ছাগল তাঁর গাছ নষ্ট করার কারনে দুইপক্ষ ব্যপক ঝগড়া ঝাটি করেছে অথচ আজ তাঁর মহাপ্রয়ানে এই অন্য লোকটি কাঁদছে। এরই নাম মানবতা। আর এটাই আমাদের দেশের সংস্কৃতি,এটাই আমাদের বৈশিষ্ট।



তিন আগে আমাদের পাশের বিল্ডিং এর আরমান সাহেবের মা মারা গেলেন বার্ধক্য জনিত কারনে। কিন্তু দেখা গেলো আমরা জানলাম আজ। আজ জেনেছি কিছুটা আফসোস করেছি কিন্তু বিশ্বাস করুন আমাকে কোন শোক ছুঁয়ে যায়নি, এমনকি মনে ও হয়নি মৃত্যূ সংবাদ শুনছি।



আমরা কি খুব যান্ত্রিক হয়ে যাচ্ছি, নাকি এগিয়ে যাচ্ছি সেদিনের দিকে যেদিন আমাদের লাশের পাশে কান্নার জন্য কিংবা লাশ কাঁধে বহনের জন্য লোক ভাড়া করে আনতে হবে।



সবার আগে বরষা নামুক বিবেকের উঠোনে

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৪

এম আর ইকবাল বলেছেন:
সব মানুষ উচ্চস্বরে কাঁদে না ।
১৪ বছর আগে আমার মা যখন মারা যান তখন আমি নীরবে কেঁদেছি ।
তাই বলে মায়ের প্রতি আমার ভালবাসা কি শেষ ।
আমি যে লিখছি, এখনো আমার দুচোখ পানিতে ভিজে গেছে ।
বুকের ভেতরে এক অজানা হাহাকার শুনতে পাচ্ছি ।

সত্যিই আমরা কিন্তু খুব যান্ত্রিক হয়ে যাচ্ছি, শহরে সোসাইটির ভেতরে থাকি ।
কেউ কারো খবর রাখি না । কারো মৃত্যূ সংবাদ মসজিদের মাইকে পাই ।
কেউ জানাজায় যায়, কেউ যায় না ।
আরো দুঃখজনক , নামাজের পর জানাজা হবে জেনেও অনেকে নামাজ পড়ে,জানাজা না পড়ে চলে যায় ।(হয়তো লাশ আসতে কিছু দেরী
হচ্ছে দেখে)

সুন্দর বলেছেন "সবার আগে বরষা নামুক বিবেকের উঠোনে"

২| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুমম... :|

৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩২

বোকামন বলেছেন:
হূম ...
ঠিক বলেছেন ভাই ...
খুব যান্ত্রিক হয়ে যাচ্ছি আমরা ...
আপনার সাথে কন্ঠ মিলিয়ে আমিও বলতে চাই -

সবার আগে বরষা নামুক বিবেকের উঠোনে

ভালো থাকুন
আস সালামু আলাইুকম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.