![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৩১ শে অক্টোবর হলো সেল্টিক জাতির বছরের শেষ দিন। এই সেল্টিক জাতি হলো খ্রিষ্টপূর্ব ৭ হাজার বছর পূর্বের অর্থাৎ লৌহযুগের মূর্তিপূজক বর্বর জাতি গোষ্টি। এদের বর্তমান অবস্থান গ্রেট ব্রিটেন ও স্কটল্যান্ডের কিছু অংশে।
তো এই ৩১ শে অক্টোবরকে বলা হয় " ডে অফ সামহীন" । সামহীন হলো মৃত্যূর দেবতা। সেল্টিক জাতির বিশ্বাস অনুযায়ী এই দিনে মৃত্যূর দেবতা সকল মৃতদের আত্মাকে উন্মুক্ত করে দেন, যাতে করে তারা দুনিয়ায় ফিরে আসে, যদি কেউ এইসব মৃতদের জীবত থাকার সময় অন্যায় করে থাকে তবে এই মৃত মানুষেরা আসে তার প্রতিশোধ নিতে, তবে এবার আর ভালো মানুষ হিসেবে নয় শয়তানের শক্তি নিয়ে। এই শয়তানী শক্তি তাদেরকে এতো শক্তিশালী করে যে সেদিন জীবত আর মৃত মানুষের মধ্যে কোন ব্যবধান থাকেনা।
তখন এইসব মৃত শয়তানদের খুশি করার জন্য সামহীন দেবতার পূজা-অর্চনা করা হয়। যেটাকে বলা হ্যালোইন।
আবার খ্রিষ্টান ধর্ম অনুযায়ী এ দিবসের নাম " ডে অফ অল সেন্টস" । ইউরোপ বিশেষ করে স্পেন,নরওয়ে,গ্রেট ব্রিটেনের গির্জার ধর্মযাজকেরা এই দিনে একসাথে মিলিত হয়, তারা বিভিন্ন খ্রিষ্টিয় উপাসনা ও আনন্দ উৎসব করে এই দিনে।
হ্যালোয়েন এ যা যা করা হয়ঃ
ট্রিক অর ট্রিটিংঃ শিশুরা ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে বিভিন্ন সাহায্য চায়, এটি এ জন্য হয়েছিলো যে তখন "অল সেন্টস ডে" উৎসব পালনের জন্য প্রচুর খাবার দাবার প্রয়োজন হতো,শিশুদের মাধ্যমে তাই ধর্মযাজকদের উৎসবের জন্য খাবার ও অর্থকড়ি সংগ্রহ করা হতো। আমেরিকায় অনেক মুসলমান না জেনেই তাদের সন্তানদের মানুষের বাড়ীতে পাঠিয়ে দেয় চকলেট সংগ্রহের জন্য, সেখানে এমন কোন হ্যালোয়েন নেই যে বার কোন শিশু ধর্ষিত হয়নি কিংবা শারীরিক নির্যাতনের স্বীকার হয়নি।
বাদুর ও কালো বিড়ালের সঙ এ সাজাঃ সেল্টিক জাতির বিশ্বাস হলো বাদুর ও কালো বিড়ালদের বিশেষ ক্ষমতা রয়েছে মৃত আত্মাদের সাথে মিলিত হবার,তাই তারা এ সাজে সজ্জিত হতো। যে বিশ্বাস মুসলমানদের ইমান ধ্বংসের জন্য যথেষ্ট,কারন আমরা বিশ্বাস করি আমাদের আল্লাহ আমাদের মৃত মানুষদের সাথে দেখা করাবেন শেষ দিবসে।
জ্যাক ও ল্যানটার্নঃ (মিষ্টি কুমড়ার প্রদিপ) কেল্টিক বিশ্বাস অনুযায়ী জ্যাক নামের এক লোক একবার শয়তানকে তার সাথে মদ পান করার জন্য ডাকলেন। শয়তান তার আহবানে সাড়া দিয়ে মদ পান করতে আসলো জ্যাক এর সাথে, মদ পান শেষ করে জ্যাক বললো আমার কাছে তো টাকা নাই তুমি কি নিজে কয়েন হতে পারবে যাতে আমি মদের টাকা শোধ করতে পারি, শয়তান সরল মনে তাকে বিশ্বাস করলো এবং কয়েন হয়ে গেলো, কিন্তু দেখা গেলো জ্যাক তাকে পকেটে ঢুকিয়ে আর বের করছেনা,শেষে শয়তান অনেক অনুনয় বিনয় করতে লাগলো তাকে ছেড়ে দেবার জন্য, জ্যাক তার কথায় রাজি হলো এই শর্তে যে শয়তান আর কখনো তাকে বিরক্ত করবেনা এবং তার মৃত্যূর পর তাকে দাবি করবেনা।
একদিন জ্যাক মারা গেলো স্রষ্টা জ্যাককে স্বর্গে নিতে চাইলোনা কারন সে মদখোর আর শয়তান তাকে নরকে নিতে পারছেনা যেহেতু সে ওয়াদা করেছ,তারপর শয়তান কয়েক টুকরা জ্বলন্ত কয়লা সহ জ্যাককে ছেড়ে দিলো অন্ধকার ঘরে, জ্যাক সেখানে একটা মিষ্টী কুমড়া পেলো যাকে ছিদ্র করে তার ভেতরের সব উপাদান বের করে জলন্ত কয়লা রাখলো এবং অনেক বেশি আলোকিত হলো। সেই থেকে জ্যাক এর আত্মা সারা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে।
চিন্তা করে দেখুন এখানে শয়তানকে জাহান্নামের মালিক বানিয়ে দেয়া হয়েছে অথচ এই জান্নাত জাহান্নাম সব কিছুর একক মালিকানা আমাদের মহান রবের।
ইসলাম কি বলেঃ পুরো বর্ননার কোথাও কি গুরুত্বপূর্ন পালনীয় কিছু পেয়েছেন? আসলে পাননি। আপনি কি মুসলিম? তাহলে কি করে আপনি বিশ্বাস করেন বিড়াল বাদুরের সাথে মৃত মানুষের দেখা হয়, আপনি কি করে বিশ্বাস করেন জ্যাক নামের মানুষ শয়তানকে পকেটে বন্দী করে, কি করে আপনি বর্বর মূর্তিপূজক জাতির ঐতিহ্য আপনার বুকে লালন করেন?
এই বর্বর জাতিয়তাবাদকে মুছে দেবার জন্যই তো ১৪ শ বছর আগে আমাদের দয়াল নবী এ দুনিয়ায় এসেছেন,এ অন্ধকার দূর করার করার জন্যই তো তিনি সংগ্রাম করেছেন,তাহলে আপনারা কি করে আবার সে অন্ধকারে প্রবেশ করছেন?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীঃ “যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাথে সামঞ্জস্য রাখল সে তাদের অন্তর্ভুক্ত”। [আবু দাউদঃ ৩৫১৪]
তাহলে আমরাও কি মুসলিম থেকে বর্বর ক্যালটিক জাতি হতে চাই? প্রশ্ন রইলো মুসলমানের বিবেকের কাছে।
তথ্যসূত্রঃ
১. http://www.history.com/
২. https://en.wikipedia.org/
৩. http://islam.about.com/
৪.Toby Ibbotson’ Mountwood School for Ghosts
৫.All Things Halloween by natasha wing
২| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ২:৩১
কলাবাগান১ বলেছেন: আপনাদের মত ধর্মান্ধ রা থাকতে আমদের আর চিন্তা নাই। যুগের অধিক ধরে হ্যালোইন উৎসব দেখে আসছি... বাচ্চা রা অনাবিল আনন্দ করা ছাড়া ধর্মের লেশ ও দেখতে পাই নাই এই আমেরিকায়........।
০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৩
শরীফ মহিউদ্দীন বলেছেন: কোথাও কি লেখা আছে যে আপনি পালন কইরেন না, আছে? আমি যা লিখেছি শুধুমাত্র বই এবং ইন্টারনেটের তথ্য উপাত্ত থেকে। পালন করা না করা আপনার সিদ্ধান্ত
৩| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ২:৫৪
পিচ্চি হুজুর বলেছেন: একটা কথা আছে উলুবনে মুক্তা ছড়াইতে নাই। যারা নিজেদের ধর্মের ফান্ডামেন্টাল আদেশ এর প্রতি যত্নবান না তাদের হ্যালোইন নিয়া উপদেশ দেয়া টা ওই রকমই।
০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৪
শরীফ মহিউদ্দীন বলেছেন: ভাই মুক্তা ছাড়ানোর মতো কিছু হয়নাই, ফান্ডামেন্টাল ঠিক আছে কি নাই সেজন্য আমি এমন একটা তথ্য মানুষকে দেবোনা?
৪| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৩:১৫
নতুন বলেছেন: Halloween কি জিনিস দেখেন পালন করতে????
যেই জিনিসের নাম শুনেছেন চোখে দেখেন নাই তার বিষয়ে লেখা আর পরের মুখে ঝাল খাবারের মতন হয়ে গেলো না??
Halloween এর সাথে ধমের কি এতো পাইলেন?
এটা একটা মজা করার অনুস্ঠান হিসেবেই বিদেশীরা পালন করে। এতে ধমীয় উদ্দেশ নাই।
আরেকটা ষড়যন্তের কথা এখনো শুনেন নাই মনে হয়, সেটা হলো ইন্টারনেট নিয়ে:--
কেন ইহুদী/নাসারা ইন্টারনেট বানাইলো। কেন ফেসবুকের মতন ইহুদীরা দেশে ফ্রি ইন্টারনেট দিতেছে চিন্তা করেছেন কখনো???
কারন হইলো<<<
এই ইন্টারনেটও কিন্তু সকল মুমিনদের ইমান হারানোর জন্য বানানো হয়েছে। এইখানে খুবই সহজে পণ`মুভি দেখা যায়। তাই ইন্টারনেটে ভালোর দিক তুলে ধরে সবাইকে এখানে টানা হয়েছে। যাতে আস্তে আস্তে মানুষ এইখানে থেকে খারাপ কিছু শেখে এবং পরে ধম` থেকে দূরে সরে যায়।
তাই আপনার উচিত হবে ইন্টারনেট ব্যবহার না করা। রাস্তায় বিলবোডে মাইয়া মানুষের ছবি থাকে...সেইটা দেখে ইমান হারাইতে পানেন। তাই উচিত হবে বান্দরবনের কোন গুহায় বাস করা। তবে ঈমান নস্ট হবার কোন ঝুকি থাকবেনা।
০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৬
শরীফ মহিউদ্দীন বলেছেন: সমস্যা হলো গায়ের জোর দিয়ে সব হয়না, উইকি পিডিয়া , হিষ্টোরী চ্যানল আর যে বইয়ের লিঙ্ক দেয়া আছে সেগুলা পড়েন, স্বাস্থ্য ভালো হবে। পড়াশোনার কোন বিকল্প নাই
৫| ০১ লা নভেম্বর, ২০১৫ ভোর ৪:২৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
বাংলাদেশীদের আর কাজ নাই? হ্যালোউইন পালন করে
৬| ০১ লা নভেম্বর, ২০১৫ ভোর ৫:৩৪
সাদী ফেরদৌস বলেছেন: নাও এবার যারা এই অনুষ্ঠান পালন করে তালিকা কইরা তাগো কোপানো শুরু কর
০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৮
শরীফ মহিউদ্দীন বলেছেন: কোপাকুপি তো তারাই করে যারা জ্ঞানের যুদ্ধে হেরে যায়, এক্ষেত্রে আপনাকে আমার সন্দেহ হচ্ছে
৭| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৭:০১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: সেখানে এমন কোন হ্যালোয়েন নেই যে বার কোন শিশু ধর্ষিত হয়নি কিংবা শারীরিক নির্যাতনের স্বীকার হয়নি।
আত্মমর্যাদাহীন জাতি..........
পিচ্চি হুজুর বলেছেন: একটা কথা আছে উলুবনে মুক্তা ছড়াইতে নাই। যারা নিজেদের ধর্মের ফান্ডামেন্টাল আদেশ এর প্রতি যত্নবান না তাদের হ্যালোইন নিয়া উপদেশ দেয়া টা ওই রকমই।
+++
০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৯
শরীফ মহিউদ্দীন বলেছেন: Click This Link
http://www.dailymail.co.uk/news/article-2503031/Two-men-kidnapped-Texas-girl-14-trick-treating-raped-nearby-park.html
এগুলা শক্তিশালী পত্রিকার লিংক পড়ে দেখুন, কেউ রেপড হয়েছে কিনা?
আপনার মর্যাদা তো অনেক বেশী
৮| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৮
আহলান বলেছেন: মেলা কিছু জানলুম ..... !! হ্যালোউইন
৯| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: পিচ্চি হুজুরের সাথে একমত। আগে তো বেসিক ঠিক করতে হবে তারপর বাকীগুলো।
০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫০
শরীফ মহিউদ্দীন বলেছেন: বেসিক ঠিক করা পর্যন্ত শিরক চলুক, কি বলেন ?
১০| ০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যাদের বেসিক ঠিক নাই, তারা শিরক কেন, আরো অনেক কিছু করবে@ শরীফ। তবে বেসিক ঠিক থাকলেও যারা ভুল করে তাদের জন্য এই পোস্ট দরকারী।
১১| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৮
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: Click This Link
http://www.dailymail.co.uk/news/article-2503031/Two-men-kidnapped-Texas-girl-14-trick-treating-raped-nearby-park.html
এগুলা শক্তিশালী পত্রিকার লিংক পড়ে দেখুন, কেউ রেপড হয়েছে কিনা?
আপনার মর্যাদা তো অনেক বেশী
আপনেতো ভাই উল্টা বুঝলেন...........কিঞ্চিত বেশীই
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৫ রাত ২:২৫
মাশহুদা বলেছেন: জাঝাক আল্লাহু খাইরা
আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন ৷