নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্ট করে হলেও সৎ থাকার চেষ্টা করো

শরীফ মহিউদ্দীন

অপেক্ষায় আছি সুন্দর সকালের.........

শরীফ মহিউদ্দীন › বিস্তারিত পোস্টঃ

আল্লাহর প্রতি ভালোবাসা

২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৯


হযরত জিব্রাইল আঃ একবার আল্লাহকে বললেন,ইয়া রব তুমি সব সময় আমাকে নবী ইব্রাহীম আঃ এর তোমার প্রতি ভালোবাসার গল্প শুনাও,আজ আমি এ ভালোবাসার পরীক্ষা নিতে চাই।

আল্লাহ পাকের অনুমতি সাপেক্ষে জিব্রাইল আঃ মানুষের ভেসে নবীর সামনে দাঁড়ালেন, এবং খুব মধুর সুরে উচ্চারন করলেন "আল্লাহ"।

জিব্রাইল আঃ এর মধু নিঃসৃত "আল্লাহ" নাম শুনে হযরত ইব্রাহীম আঃ জ্ঞানহারা হয়ে গেলেন, অনেক সময় অতিবাহিত হয়ে গেলো। নবী ইব্রাহীম আঃ জ্ঞান ফিরে পেলেন,
তিনি মানুষ রুপী জিব্রাইল আঃ কে বললেন - এ মধুর নাম তুমি আবার আমাকে পড়ে শুনাতে পারবে?

জিব্রাইল আঃ বললেন তার বদলে আমাকে কি দেবে? নবী বললেন আমার ২ হাজার বকরীর একটি পাল আছে,তার অর্ধেক তোমাকে দিয়ে দেবো। জিব্রাইল আঃ এ শর্তে রাজি হয়ে বললেন "আল্লাহ" ।

নবী ইব্রাহীম আঃ আবার জ্ঞান হারিয়ে ফেললেন-আবার উঠলেন বললেন বাকী বকরীও দিয়ে দেবো আবার শুনাও,জিব্রাইল আঃ বললেন "আল্লাহ" । নবী আবার জ্ঞান হারালেন-আবার উঠলেন বললেন আবার শুনাও।

জিব্রাইল আঃ বললেন এখন কি দেবে সব বকরী তো আমাকে দিয়ে দিয়েছ। নবী ইব্রাহীম আঃ বললেনঃ হে মানুষ বকরী চরানোর জন্য তো চারন ভূমি দরকার হয়, তুমি আমাকে একবার মধুর বানী শুনিয়ে দাও,আমি আমার সব জমি তোমাকে দিয়ে দেবো।

এ হলো আল্লাহ নামের প্রতি ভালোবাসা, এ হলো ইশকে ইলাহী। আজ বহুদিন হলো সে ভালোবাসা আমরা ছেড়েছি,আজ বহুদিন হলো আমরা রাতের অন্ধকারে নামাজের বিছানায় আমরা কান্না ছেড়েছি।

একবার হযরত ইউসুফ আঃ আল্লাহ তায়লাকে কিছু উপহার দিতে চাইলেন,আল্লাহ বললেন ইউসুফ আমার কাছে সব আছে শুধু চোখের পানি নেই। তুমি কি আমায় চোখের পানি দেবে?

আসুন আবার ফিরে যাই আমাদের মূলে যেখান থেকে আমরা এসেছি,যেখানে আবার আমাদের ফিরে যেতে হবে, দুদিনের দুনিয়ায় তাকে ভুলে থেকে কি লাভ?

হে বন্ধু তুমি কি শুনতে পাওনা তোমার রবের ধ্বনি,যে তোমাকে তার কোলে তুলে নিতে ডাকছে প্রতিনিয়ত,আর তুমি মশগুল লোভে লোভে আর লাভে লাভে।

সবার আগে বরষা নামুক বিবেকের উঠোনে।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৯

দধীচি বলেছেন: ধুর মিয়া কইত্তে পাইছেন এই রূপকথার কাহিনী?

২| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৫১

চেংকু প্যাঁক বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

৩| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৫২

চেংকু প্যাঁক বলেছেন: @দধীচি, কমবখত, পাড়া দিয়া চ্যাপ্টা কৈরা ফালামু তরে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.