নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঐ যায় , সীতা যায়, অগ্নি-পরীক্ষায়
রাম-রাবণরা সমস্বরে চেঁচায় ।
রাবণের রাজত্বে বন্দী সীতা,
রামের রাজত্বে অগ্নি-পরীক্ষা ।
রাম-রাবণের রাজত্বে সীতার মুক্তি নাই,
এই মহাভারতে সীতা তোর মান নাই ।
অগ্নি-পরীক্ষায়,
সীতা যদি সতী হয় ।
আমি হবো রাবণ,
করবো সীতা হরণ ।
আজো সীতা বনবাসে,
আজো সীতা আগুনে ।
আমি যাবো শিকারে।
রাবণ যাবে শিকারে।
হা হা হা সীতা শিকারে,
হা হা হা সীতা হরনে ।
রাখবো তারে যতনে ।
আহা ! আহা !
আজো সীতা আগুনে ।
আজো সীতা আগুনে ।
©somewhere in net ltd.