নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বঙ্গবন্ধুর ভাঙা প্রতিকৃতি ৩২ নম্বরের পোড়া বাড়ি বাংলাদেশের ইতিহাসে নতুন কিছু না l ৭৫, এবং ৭৫ পরবর্তী বহুবার বঙ্গবন্ধুর ছবি প্রতিকৃতি ধ্বংস হয়েছে ৩২ নম্বরে বোমা পরেছে l কিন্তু সেখান থেকেই আবার নতুন বাংলাদেশের জন্ম হয়েছে l এই ব্লগে ফেসবুকে আবাল- বৃদ্ধ-বণিতা নিয়ে গঠিত অন্তরবর্তী সরকার নিয়ে চলছে বন্দনা l এদের মধুচন্দ্রিমা মিডিয়া ট্রায়াল চলছে l দেশ নাকি স্বাধীন করেছে!! বিপ্লবের মহান দাবাং হিরোরা উপদেষ্টা l বাহবা বাহবা!!
কিন্তু বিপ্লবী জাতির কাছে প্রশ্ন (এই দাবাং সরকারের কাছে কোন প্রশ্ন নাই কারন যথা সময়ে এদেরও উত্তর দিতে হবে ) শেখ হাসিনা ভুল করেছে তাকে বিতাড়িত করে গণভবন লুট করেছেন বেশ ভালো বিপ্লবী চেতনার মহান প্রকাশ জাতি দেখলো!! বিপ্লবীরা মুরগি চুরি থেকে শুরু করে বাথরুমের কমোড পর্যন্ত চুরি করে নিয়ে গেল বিল্পবী চেতনায় বিজয়ীর বেশে l তাও বুঝলাম বিপ্লব বলে কথা!! কিন্তু ৩২ নম্বরের নির্দোষ কালের সাক্ষী এই বাড়িটির কি দোষ ছিল?? বঙ্গবন্ধুর প্রতিকৃতির কি দোষ ছিল?? জাতির কাছে প্রশ্ন রইলো l
ইউনুস সাহেব বা তার অন্তরবর্তী সরকারের কেউ একবার কি বলেছে এই বাড়ি পোড়ানো ঠিক হয়নি l এটির তদন্ত হবে অথবা একবার দুঃখ প্রকাশ করেছে?? আহত হৃদয় নিয়ে দেখলাম বিপ্লবীদের আচরণ এরা পরিবর্তন আনবে?? কি পার্থক্য রইলো স্বাধীনতা বিরোধী বা যথারীতি রাজনৈতিক দল আর এদের মাঝে?? কি গুণগত পার্থক্য আছে এদের???
উপদেষ্টাদের প্রশ্ন করা হয় এই সরকার কত দিন থাকবে এরা উত্তর দেয় এগুলো নিয়ে আলোচনা হয়নি l কেউ বলে তিন বছর কেউ বলে যতদিন দেশ সংস্কার না হয়!! অর্থাৎ অনন্তকাল থাকতে পারে l কি ভাবো কি মনে হয় কয়দিন থাকবে এরা?? ভাবে তো মনে হচ্ছে প্রশাসনের উপর থেকে নিচে প্রতি স্তরে নিজেদের লোক বসে আছে সেনাবাহিনী পুলিশ মিডিয়া সব নিজেদের l সত্য হচ্ছে স্রেফ আগুনের মাঝে বসে আছো স্রেফ আগুন!! অনেকে হাসবে মজা করবে এক মাস দিলাম দেখো রাজনীতি কোনদিকে যায়!!
আজকে উপদেষ্টা শাখাওয়াত বললেন, নিয়ম না মানলে কোন দলকে রাজনীতি করতে দেয়া হবে না l জোক অব দা রিভলিউশান !! আরে মিয়া তোমার পায়ের নিচে মাটি আছে?? কই দাঁড়ায় কথা বলেন এর কি কোন ধারণা আছে?? রাস্তার ট্রাফিক কন্ট্রোল করা দেখিয়ে মিডিয়া মার্কেটিং করে সস্তা বাহবা আসে কিন্তু রাজনীতি হয় না l বড় রাজনৈতিক দলগুলোর সবচেয়ে ছোট শাখাও যদি ভালো মত ভেচকি দেয় তা সামলাইতেও এই সরকার হিমশিম খাবে এদের সেই বিষয়ে কোন ধারণা আছে বলে মনে হয় না l সাত সমুদ্র তেরো নদীর পার থেকে আশীর্বাদের হাত আসতে আসতে এদিকে ভাবলীলা সাঙ্গ হয়ে যাবে l
শেখ হাসিনা যে ১৭ বছর পশ্চিমাদের নাকে দড়ি দিয়ে ঘুরাইসে তার অঙ্ক এত সহজ হবে না l বাইশ বছর রাজপথে থাকা দল, গ্রেনেড খাওয়া দল আওয়ামীলীগ l পনের বছর রাজপথে থাকা দল বিনপি l উপদেষ্টাদের ভাব দেখে মনে হয় বাচ্চাদের খেলনা!! করো রাজনীতি চালাও সরকার l
বলা হচ্ছে দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতামূল মন্ত্র কোটা, মহান দাবী মুক্তিযুদ্ধ, নৃ গোষ্ঠী, প্রতিবন্ধী কোটা ৫% বাকি সব আমাদের!! মহান কোটা আন্দোলন l সেই সাথে রাজপথে শ্লোগান তুমি কে আমি কে রাজাকার রাজাকার!! নির্দিষ্ট কোন দলের কথা বলছি না দেশের সবচেয়ে ছোট সিপিবি বা বাম ছোট রাজনৈতিক দলগুলো এক নিমিষে রাজনীতির প্রেক্ষাপট বর্তমান অবস্থায় ঘুরিয়ে দেয়ার মত যোগ্যতা রাখে l অন্তরবর্তী সরকার কি প্রস্তুত সেই ধাক্কা প্রেক্ষাপট সামলানোর জন্যে!!
আবার বলছি স্রেফ আগুনের মধ্যে বসে আছো ৩২নম্বরের জ্বলন্ত বাড়ির ভেতর বসে আছো চুল পরিমাম ভুল হলেই ভস্ম হয়ে যেতে হবে l
এডিটেড - দায় নেবো না বললেই হবে না!! আওয়ামীলীগের একটি ক্ষুদ্র ইউনিটের ছিচকে চাঁদাবাজের দায়ও শেখ হাসিনাকেই নিতে হয় সে জন্যই আজ তিনি দেশান্তরী তার দলকে টেনে হিচড়ে নামানো হয়েছে বাস্তবতা রাজপথ কাউকে ক্ষমা করে না রাজপথ ক্ষমা জানে না l তেমনি প্রতিটি হত্যা এই আন্দোলনের প্রতিটি ভুলের জন্যে আন্দোলনকারীরাও দায়ী আমি আবার বলছি প্রতি ভুলের জন্যে দায়ী ঠিক সমানভাবে আওয়ামীলীগ দায়ী শেখ হাসিনা দায়ী l আওয়ামীলীগ এবং শেখ হাসিনা তার মূল্য দিয়েছেন এবার তোমাদের পালা l
১২ ই আগস্ট, ২০২৪ রাত ২:১০
সরকার পায়েল বলেছেন: শেখ সাহেব বলেছিলেন আমার কম্বল কই?? আফসোস শেখ হাসিনা আজও সেই কম্বল বা কম্বল চোরদের খুঁজে পায়নি l যার প্রতিদান তিনি পেয়েছেন l
২| ১২ ই আগস্ট, ২০২৪ রাত ২:২৩
সত্যান্বেষীজীবন বলেছেন: রোজ সন্ধ্যায় চায়ের দোকানে চা খেতে যাই, আজও গিয়েছিলাম সেখানে বৃদ্ধ বয়স্ক একজন ভদ্রলোক আফসোস করে বললেন সব মানলাম হাসিনা চোর, ডাকাত, স্বৈরাচারি আমি মনেপ্রাণে এটা বিশ্বাস করি কিন্তু বঙ্গবন্ধুর দোষটা কোথায় আজকে শহরে হাটতে গেলে উনার প্রতিকৃতির কি অবস্থাটা না করেছে এটা কি ঠিক করছে বাজান? আমি উত্তরে বলেছিলাম মেয়ের দোষ বাপকে সইতে হচ্ছে কি করবেন আবেগি জনতার ক্ষোভতো এই বাড়ি ছবি নামের উপরই। তিনি আমাকে বললেন দেখো বাবা তুমার বয়স কম অনেক কিছুই দেখোনি কিন্তু আমি বঙ্গবন্ধুকে দেখেছি উনার কথা শুনেছি উনার মতো জাতীয় নেতা বিশ্বে বিরল উনি সম্মানী মানুষ পুরী বিশ্ব উনাকে কদর করে তবে বাবা মনে রাখিও আমি হয়তো বেশিদিন বাঁচবো না তবে ওই যারা শেখ মুজিবকে তার সম্মান তার বাড়িতে আঘাত করেছে তারা কেউ ভালো থাকতে পারবে না, যতটা ব্যক্তি উনার প্রতিকৃতিতে হামলা চালিয়েছে এরা কেউ শান্তিতে ঘুমাতে পারবে না এদের বিচার এই বাংলাদেশেই হবে কারণ তারা মুজিবকে আঘাত করা মানে পুরো বাংলাদেশের ইতিহাসকে আঘাত করা ওরা এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বদলে দিতে চায় এগুলো করলে এদের কপালে শনি আছে। আমি কুচিয়ে জিজ্ঞেস করলাম চাচা আপনি কি আওয়ামী লীগ থেকে কোন সাহায্য পেয়েছেন উত্তরে বললেন আমি এক কেজি চালও কারো কাছ থেকে হাত পেতে আনি নাই, শেখ হাসিনার কারো কাছে আমি একটা রিলিফের কাগজ পর্যন্ত আনতে যাই নাই আমি শুধু শেখ মুজিবকে জানি তাকে শ্রদ্ধা করি সেই একমাত্র নেতা এই বিশ্বের যে সাহস রেখে বলেছিলো আমাদের দাবায় রাখতে পারবা না।
১২ ই আগস্ট, ২০২৪ রাত ২:৩২
সরকার পায়েল বলেছেন: রাজনীতি করলে দেশ চালালে ভুল হবেই সেই ভুলের মাসুলও গুনতে হয় এটা প্রত্যেক দল প্রত্যেক রাজনৈতিক নেতা কর্মীর ক্ষেত্রেই সত্য l শেখ হাসিনা এবং আওয়ামীলীগ তার ভুলের মাসুল দিয়েছেন l কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শের সেনারা কখনো স্বাধীনতার প্রতীক নিয়ে খেলা করলে ক্ষমা করবে না l
৩| ১২ ই আগস্ট, ২০২৪ রাত ৩:২৩
এক্সম্যান বলেছেন: এই যে প্রশ্ন করতে পারতেছেন, এটাই বা কম কিসে? যতদুর মনে একজন বুয়েট না রুয়েটের শিক্ষক ফেসবুক পোস্টে হায়েনা শব্দ ব্যাবহার করার জন্য আইসিটি এ্যক্টে ৭ বছর জেল খেটেছিলেন, সেই অবস্থাতো কেটে গেছে। তারা নতুন, তাদের একটু সময় দ্যান। একবারে সব কিছুর সমাধান হবে না, আর সমালোচনা করার সময় এখনো আসেনি।
১২ ই আগস্ট, ২০২৪ ভোর ৪:২৩
সরকার পায়েল বলেছেন: আপনার মনে থাকার কথা আন্দোলনের নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ‼️
৪| ১২ ই আগস্ট, ২০২৪ ভোর ৫:২৯
আরশাদ রহমান বলেছেন: হাসিনা সহ তার সোকোন সহযোগী দুর্নীতিবাজদের অপকর্মের বিচার হউক। কোনো দ্বিমত নেই।
কিন্তু ইতিহাস মুছার চেষ্টা কেন!
আমার কথা না, মুজিবের কথা.....
""আমাদের বাঙালির মধ্যে দুইটা দিক আছে। একটা হল 'আমরা মুসলমান, আর একটা হল, আমরা বাঙালি।' পরশ্রীকাতরতা এবং বিশ্বাসঘাতকতা আমাদের রক্তের মধ্যে রয়েছে। বোধহয় দুনিয়ার কোন ভাষায়ই এই কথাটা পাওয়া যাবে না, 'পরশ্রীকাতরতা'। পরের শ্রী দেখে যে কাতর হয়, তাকে 'পরশ্রীকাতর' বলে। ঈর্ষা, দ্বেষ সকল ভাষায়ই পাবেন,সকল জাতির মধ্যেই কিছু কিছু আছে, কিন্তু বাঙালিদের মধ্যে আছে পরশ্রীকাতরতা। ভাই, ভাইয়ের উন্নতি দেখলে খুশি হয় না। এই জন্যই বাঙালি জাতির সকল রকম গুণ থাকা সত্ত্বেও জীবনভর অন্যের অত্যাচার সহ্য করতে হয়েছে। সুজলা, সুফলা বাংলাদেশ সম্পদে ভর্তি। এমন উর্বর জমি দুনিয়ায় খুব অল্প দেশেই আছে। তবুও এরা গরিব। কারণ, যুগ যুগ ধরে এরা শোষিত হয়েছে নিজের দোষে। নিজকে এরা চেনে না, আর যতদিন চিনবে না এবং বুঝবে না ততদিন এদের মুক্তি আসবে না।
অনেক সময় দেখা গেছে, একজন অশিক্ষিত লোক লম্বা কাপড়, সুন্দর চেহারা, ভাল দাড়ি, সামান্য আরবি ফার্সি বলতে পারে, বাংলাদেশে এসে পীর হয়ে গেছে। বাঙালি হাজার হাজার টাকা তাকে দিয়েছে একটু দোয়া পাওয়ার লোভে। ভাল করে খবর নিয়ে দেখলে দেখা যাবে এ লোকটা কলকাতার কোন ফলের দোকানের কর্মচারী অথবা ডাকাতি বা খুনের মামলার আসামি। অন্ধ কুসংস্কার ও অলৌকিক বিশ্বাসও বাঙালির দুঃখের আর একটা কারণ।"""
৫| ১২ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:৩৯
কামাল১৮ বলেছেন: যত তাড়াতাড়ি গনতান্ত্রিক সরকার গঠিত হবে সেটাই হবে জাতির জন্য মঙ্গল।
৬| ১২ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:৫১
আলামিন১০৪ বলেছেন: যে মুর্তি সম্মানার্থে নির্মাণ করা হয় ইসলামে তার বৈধতা নেই কারণ পুরাকালে এভাবেই মুর্তিপুজার প্রচলন হয়েছিল।
৭| ১২ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:৫১
নয়া পাঠক বলেছেন: এসব চেতনা বেচে আর কতদিন চলবেন, এবার ক্ষ্যামা দেন। গত ১৭ বছরে শ্রমিক-কৃষকের ঘামঝরানো ১৯ লক্ষ কোটি টাকা তো নিছেন, এবার গার্লফ্রেন্ড নিয়া মহাফুর্তিতে দুবাই যায়া আয়েশ করেন। দেশে আইলে কইলাম ১০০০ মৃত্যু, ১০০০০ উপরে আহত মানুষের দায়ভার নিতে হবে। বহুত গ্যাজাইছেন, এইটা ভাঙ্গার রাজনীতি শুরু করছিল কে? আপনারা করলে দোষ হয়, আর জনগণ করলেই পাপী। আহা, এই জন্যই এই দেশে গণতন্ত্রের নামে পরিবারতন্ত্রের রাজনীতি চলবে না। দেশটা কারো বাপের না, দেশটা এই দেশের জনগণের, এইটা কেন সব পরিবারতন্ত্রের লোকেরা বারবার ভুলে যায়।
১২ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৫২
সরকার পায়েল বলেছেন: বাংলাদেশ টাকার উপর ভাসে এটা শেখ হাসিনার আমলেই জানা গেলো বঙ্গোপসাগরের বেশির ভাগ অংশ শুধু টাকা কিন্তু সবাই নিতে পারে না যার যার কাছে শেখ হাসিনার দেয়া বালতি আছে শুধু তারাই বালতি বালতি টাকা ডলার নিতে পারে l ১৯ লক্ষ কোটি কত টাকায় হয় এই ধারণা অনেকেরই নেই এখন বের হবে কোথায় কত টাকা গেছে l
৮| ১২ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৩২
আহলান বলেছেন: ইটটি মারলে পাটকেলটি খেতে হবে ...এটা বহুত পুরানো প্রবাদ বাক্য। আপনি বেগম জিয়াকে বাড়ি বাড়ি থেকে উৎখাত করবেন, তার বাড়ি ভেঙে সেখানে অফিসার্স কোয়ার্টার করবেন আর আপনি আজীবন ৩২ নম্বর ধানমন্ডিতে রাজ করবেন, এটা কি হতে পারে? হিংসা প্রতিহিংসার রাজনীতি করলে তার সুফল কি ভোগ করা যায়? আমাদের মহান মুক্তি যুদ্ধের সময়ও দেখা গেছে যে বাড়ি থেকে মুক্তি বাহিনীতে যোগ দিয়েছে, পাক হানাদার সেই বাড়ির সবাইকে মেরেছে ও বাড়ি পুড়িয়ে দিয়েছে। এটা রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ। প্রতিটা মানুষকে রাজনৈতিক ভাবে সচেতন হওয়া জরুরী। শুধু বন্দনা গাইতে শিখলে রাজনৈতিক সচেতনতা নয়, মানুষ চাটুকারিতা শিখে।
১২ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৫৫
সরকার পায়েল বলেছেন: চাটুকারিতা হয় যখন সুসময়ে কোকিল ডাকে দুসময়ে যারা কথা বলে তারা নিজের দমে কথা বলে জোয়ারে গা ভাসানো সহজ উল্টো স্রোতে সাঁতার দেয়ার দম কম লোকের থাকে l পাটকেল শেখ হাসিনা খাওয়া শেষ এবার অন্যদের পালা l ৩২ নম্বর একটি জাদুঘর কারো বাড়ি না এটি ট্রাস্টের সম্পদ l
৯| ১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:০০
পুরানমানব বলেছেন: আপনার নিকের আগে পরে 'শেখ' নাই দেখিয়া আমি আশ্চর্য হইয়া গেলাম।
১০| ১২ ই আগস্ট, ২০২৪ রাত ১০:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আন্দোলনটা ছিল কোটা সংস্কারের ।
কিন্তু তৃতীয় পক্ষের লোকজন ঢুকে পড়ায় দেশী-বিদেশি ষড়যন্ত্রের কারণে সেটা হয়ে দাঁড়ায় সরকার পতনের আন্দোলন।
৯০ এর গণঅভ্যুত্থানের সাথে এটাকে কোনোভাবে তুলনা করা যায় না ।
এটা একটা ষড়যন্ত্রের ফসল মাত্র।
১১| ১৩ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৪০
অক্পটে বলেছেন: আপনি খুব বিবেকহীন মানুষ প্রমাণ করে দিলেন আপনার লেখায়। শেখ মুজিবের মান কমায়েছে স্বৈরাচার শেখ হাসিনা নিজেই। জনগণ তার পুঞ্জিভুত ক্ষোভ প্রকাশ করেছে মাত্র আর সেই ক্ষোভে ভেসে গেছে অত্যচারীর তখ্তপোষ। আপনার রবকে ধন্যবাদ দেন যে সেনাবাহিনী প্রধান রাক্ষসিকে যাওয়ার সুযোগ করে দিয়েছে। তা না হলে কি হতো ভেবেছেন একবার।
১৪ ই আগস্ট, ২০২৪ রাত ১২:১২
সরকার পায়েল বলেছেন: এখন কি হবে সেটা ভাবেন l
©somewhere in net ltd.
১| ১২ ই আগস্ট, ২০২৪ রাত ২:০৫
সোনাগাজী বলেছেন:
শেখ কি মুর্খদের হাতে উনার দলকে রাখে গেলেন?