নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে পৃথিবীতে ভালবাসা নেই, সে পৃথিবী মানুষের জন্য নয়। এমন একটা পৃথিবী চাই, যেখানে তুমি আর আমি শুধু ভালবাসায় মাখামাখি হয়ে থাকবো।

সালমা শারমিন

সালমা শারমিন › বিস্তারিত পোস্টঃ

মেনে নিয়েছি বলেই মনে নিয়েছি, তা ভেব না

০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৯

সেদিন বৃষ্টিতে ভিজে জ্বর এসেছিল বলে,

ছুঁড়ে দিয়েছিলে অজস্র ভৎসনা।

কিছুটা বিমূর্ত ছিলাম,

মাথা নুয়ে অস্ফুট বলেছিলাম, আর হবে না।

মেনে নিয়েছি বলেই মনে নিয়েছি, তা ভেব না।



বারান্দায় দাড়িয়ে আকাশ দেখছিলাম,

আনমনা হয়ে কিছুটা সময়।

পেছন থেকে তোমার ডাক শুনতে পাইনি বলে

বললে 'তুমি একটা যন্ত্রনা'।

মাথা নুয়ে অস্ফুট বলেছিলাম, আর হবে না।

মেনে নিয়েছি বলেই মনে নিয়েছি, তা ভেব না।



ছোট শিশু গুলো ধুলো মেখে খেলছিল,

তাদের দেখে একাই নিরবে হাসছিলাম।

আর কিছুটা সপ্নে ভাসছিলাম।

পেছন থেকে হঠাৎ এসে বললে

'এতো পাগলামো আর ভাল্লাগেনা'

মাথা নুয়ে অস্ফুট বলেছিলাম, আর হবে না।

মেনে নিয়েছি বলেই মনে নিয়েছি, তা ভেব না।



গোলাপের কিছু পাপড়ি ছিড়ে,

তোমার ডাইরিতে রেখেছিলাম।

সাথে কিছু ময়ূরের পাখনা।

চোখে পড়তেই, ছুড়ে ফেললে মূহূর্তে।

কড়া ভাষায় বললে 'এসব আর কখনোও করো না'

মাথা নুয়ে অস্ফুট বলেছিলাম, আর হবে না।

মেনে নিয়েছি বলেই মনে নিয়েছি, তা ভেব না।



পেরিয়ে গেছে অনেকটা সময়

এখন হয়না অনেক কিছুই,

বদলে নিয়েছে তোমার মত করে।

জীবন যেন ক্লান্ত বেজায়,নিয়ম ভাঙ্গার ডরে।

তুমি এখন তৃপ্ত মানুষ, সুখি ভিষন

আমার মত এমন নাকি আর পাবে না।

মুচকি হেসে বলেছিলাম,

তুমি আমার পাশে ছিলে, তবেই না......



ভেতর থেকে শুনতে পেলাম,

মেনে নিয়েছি বলেই মনে নিয়েছি, তা ভেব না।





[ভালবাসি তাই, ভালবেসে যাই।

জানি তুমি নাই, পড়ে আছে ছাই।

ভালবাসি তাই, ভালবেসে যাই।]







মন্তব্য ৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৮

অদৃশ্য বলেছেন:




সময়টা বুঝি এমনই.... যেতে যেতে সবকিছু বদলে ফেলতে চায়.... তবুও প্রয়োজনে ক্ষোভের প্রকাশ দরকার...

খুব ভালো লেগেছে লিখাটি...

শুভকামনা....

০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৭

সালমা শারমিন বলেছেন: আপনার জন্যেও শুভকামনা, দোয়া করবেন।

২| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভাল লেগেছে লিখাটি।

০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৮

সালমা শারমিন বলেছেন: ধন্যবাদ

৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৯

ইকরাম উল হক বলেছেন: জীবন যেন ক্লান্ত বেজায়,নিয়ম ভাঙ্গার ডরে।

সুন্দর

৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২২

এম এম কামাল ৭৭ বলেছেন: জীবনে চলতে হলে মেনে নিতে হয়। কিন্তু সব কি মেনে নেওয়া সম্ভব?

কবিতাটি আমার ভাল লেগেছে।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৯

সালমা শারমিন বলেছেন: প্রকৃতিগত ভাবেই মানুষ কখনোও সুখি হতে পারে না। কারন মানুষ মেনে নিতে নিতে একটা সময় ক্লান্ত হয়ে পড়ে। তাই সে নিজেকে দুঃখি মনে করে আবার মেনে না নিলেও একটা সময় মানুষ একা হয়ে যায়, তখনও মানুষ নিজেকে অসুখী মনে করে। সুখ বলে যাকে আমরা ভাবি তা আসলে ক্ষনিকের জন্যই বিদ্যমান।জীবনের জন্য নয়।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৯

সায়েম মুন বলেছেন: গভীর অনুভূতির প্রকাশ।

৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫১

তৌহিদ নয়ন বলেছেন: দারুণ! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.