![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভুলিনি;ভোলা হয়নি,শুধু হল ভুলে যাওয়ার অভিনয়,
ভুলতে গিয়ে ভোলার নাটকে আরো দু'চারটি ভুল হয়!
তুমি বড়ই পাক্কা মিস্ত্রি,আমার সিন্যাপ্সে করেছো চিরস্থায়ী গাঁথুনি,
তুমি আমার মৌলিক মনে রাখা,সকল চেষ্টায়ও তাই আজো ভুলিনি।
অনেকদিন অব্যবহৃত যেই আসবাবটা,তবু তার উপর জমা ধুলা নেই,
অনেকদিন লিখেনা যে কলমটা,লিখতে তার কোন জড়তা নেই।
অনেকদিন শুনিনা যেই কন্ঠস্বর,কানে তার নিত্য কম্পন,
অনেকদিন দেখেনি যারে দু'চোখ,মনপটে সেই মুখ প্রতিক্ষন।
হয়ত,এমন অনেকগুলো অনেকদিন যাবে
তারপর ধুলা জমবে,জড়তাও আসবে!
কিংবা অনেকগুলো অনেকদিন পর অনেকটা ভুল করে
ভোলা যায়নি বলে বলে করব বৃথা আস্ফালন!
তারপর ভুলে যাওয়ার নাটকের ভুলগুলি সাজিয়ে থরে থরে
করব আরো নিত্য নতুন সব ভুলের আয়োজন।।
২| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৪
উধাও ভাবুক বলেছেন: ভুলিনি;ভোলা হয়নি,শুধু হল ভুলে যাওয়ার অভিনয়,
ভুলতে গিয়ে ভোলার নাটকে আরো দু'চারটি ভুল হয়!
শুরুটা দারুন হয়েছে।
শুভকানা সর্বদা।
২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩১
শারমিন যুঁথি বলেছেন: ধন্যবাদ
৩| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৬
অর্বাচিন বলেছেন: আফা এত্ত ভুল ক্যা... ???
২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৬
শারমিন যুঁথি বলেছেন: কারন ভুল থেকেই মানুষ শিখে
৪| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩০
কামাল - বলেছেন: ভুলিনি;ভোলা হয়নি,শুধু হল ভুলে যাওয়ার অভিনয়,
ভুলতে গিয়ে ভোলার নাটকে আরো দু'চারটি ভুল হয়!
শুরুটা দারুন হয়েছে।
শুভকানা সর্বদা।
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৯
রুদ্র জাহেদ বলেছেন:
ভুলিনি;ভোলা হয়নি,শুধু হল ভুলে যাওয়ার অভিনয়,
ভুলতে গিয়ে ভোলার নাটকে আরো দু'চারটি ভুল হয়!
বাক্যের বুনন বেশ ভালো লাগল।কবিতায় ভালো লাগা রইল
৬| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৫
নীরব স্বপ্ন বলেছেন: আমি আগের মতই আছি স্বাধীন
ভুলগুলো থেকে শিখছি নিত্যদিন,
আজ নিজেকে চিনেছি
তাই বলতে পারি ভালো আছি৷
এগুলো কি আপনি কোন কষ্ট পেয়ে লিখেছেন নাকি? আপনার কথাগুলো যেন জীবনের প্রতিচ্ছবি @ শারমিন
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৩
ফাটা কেষ্ট (ফটিক) বলেছেন: হরে কৃষ্ণ ! হরে কৃষ্ণ ! কৃষ্ণ কৃষ্ণ হরে ! তার নামজপ করলে সব পাওয়া যায় । ভালো হয়েছে এগিয়ে যান ।