নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হুটহাট নানান কথা আসে মাথায়,টুকে রাখি ব্লগের পাতায়....

শারমিন যুঁথি

পেশায় একজন ডাক্তার।

শারমিন যুঁথি › বিস্তারিত পোস্টঃ

ভগ্নাংশদের মিলন

২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪০

এক নিদারুন অনুভূতি-
যেন এখনি আমি ভগ্নাংশে পরিণত হব!
শেষ অবগাহন,পোকারাও আর সুড়সুড়ি দেয় না,
তারা করছে আমার শবযাত্রার পূর্ণ আয়োজন।
তাদের আয়োজনে শামিল হয়েছে আমার আমার ভেতরে লালিত পালিত আমারই অবাধ্য আমি!
তার উৎসাহ দেখে সব শব্দরা থেমে যায় আর
নিঃস্তব্ধরা করে চিৎকার;করে তিরস্কার
নিজের ভিতরের বিশৃংখলার তিরস্কার।

কেউ বুঝে না ভিতর-আমি কেন এতো খুশি।
--আজ আবার মিলব আমরা!
আবার এক হবে ভিতর-বাহির।
ভিতরটাতো সেই কবেই গেলো,
বাহিরটা শুধু পিছু উড়ার অপেক্ষায় ছিল।
আজ এতো বিশৃংখলা,অবাধ্যতা আবার বাধ্য হবে বলেই।
তাই হোক-
আজকের পর আবার আমার ভগ্নাংশরাও নতুনরূপে শৃংখলায়িত হবে একই অনুভূতি পেয়ে।।

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৬

ডার্ক ম্যান বলেছেন: এটা মনে হয় অত্যাধুনিক কবিতা B-)

২| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২০

কান্ডারি অথর্ব বলেছেন:


চমৎকার +++

৪| ২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪০

উধাও ভাবুক বলেছেন: বেশ কয়েকবার পড়লাম, ঠিক বুঝে উঠতে পারছিলাম না। হয়তো আমারই অক্ষমতা।
তবে এই লাইনগুলো বার বার পড়েছি...


ভিতরটাতো সেই কবেই গেলো,
বাহিরটা শুধু পিছু উড়ার অপেক্ষায় ছিল।
আজ এতো বিশৃংখলা,অবাধ্যতা আবার বাধ্য হবে বলেই।
তাই হোক-
আজকের পর আবার আমার ভগ্নাংশরাও নতুনরূপে শৃংখলায়িত হবে একই অনুভূতি পেয়ে।।


শুভকামনা সর্বদা।

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৫

শারমিন যুঁথি বলেছেন: ভিতর বলতে মানষিক মৃত্যু বুঝিয়েছি।।।
আর দৈহিক মৃত্যুর মাধ্যমে দেহ এবং মনের যে খন্ডায়ন হয়েছিল তার পুনর্মিলন হবে।

৫| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৯

উধাও ভাবুক বলেছেন: বুঝিয়ে বলার জন্যে ধন্যবাদ।
শুভকামনা রইল।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫

রুদ্র জাহেদ বলেছেন: অসম্ভব সুন্দর কবিতা।খুব ভালো লাগল আপুনি

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৯

নীরব স্বপ্ন বলেছেন: মানুষের জন্মই যেন অপরকে খুশি রাখিবার তরে
যতইনা অশ্রুশিক্ত হৃদয় গভীরে ৷

মানুষকে নিজের দুর্বলতা লুকাতে মুখে সবসময় হাসি রাখতে হবে এটা জগতের নিয়ম হয়ে গেছে ৷

পুরোনো সবকিছু ভুলে নতুন করে সব শুরু করতে হবে মন থেকে @শারমিন যুঁথি

৮| ১৪ ই জুন, ২০১৬ রাত ১:৩৫

অশ্রুকারিগর বলেছেন: সুন্দর কোবতে!

আমি অত কবিতা বুঝিনা। আপনার একটা প্রতিউত্তর দেখে অনেকটা বুজলাম এর অর্থ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.