নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হুটহাট নানান কথা আসে মাথায়,টুকে রাখি ব্লগের পাতায়....

শারমিন যুঁথি

পেশায় একজন ডাক্তার।

শারমিন যুঁথি › বিস্তারিত পোস্টঃ

তবুও দোটান...

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮

বিবর্ণ সব মুখ, রং এর মাঝেও যেন পৃথিবী রংহীন
নিমগ্ন আমি গভীর চেতনায়,তবুও অচেতন।
ভাবনাগুলো পরম , একই সীমায় যেন বারবার আছড়ে পড়ে,
ব্যতিক্রম কিছুর আশ্বাসে চেতনায় হয় পুনরাবর্তন।
বিবিধ কৌশলে মেলানো একই গণিত, একই ফল।
তবুও দোটান;
মনকে বুঝানো অলিক ভাবনা,
চলুক সব একই ক্রমে, চলুক যেমন চলছে --
যদি হয় সঠিক, তৃপ্ত হয় সব হৃদয়!
ভাবনা আমার কাঁচফলকের ন্যায় ভেঙ্গেচুরে টুকরো টুকরো হয়।
চিত্তে কাটে আঘাত - হয় মৃদু রক্তক্ষরণ।
বিবেক হঠাৎ ঘায়ে তঞ্চনের সূত্রপাত ঘটায়,
এই না হয় ভালো, শংকার আবরন না মুড়িয়ে চলা,
ব্যক্তিত্বের দৃঢ়তা আর বুঝা না বুঝা নানান উচিৎ-অনুচিৎ!
কঠোরতার বেশে হয়ে উঠা বাস্তববাদী।
তবুও দোটান;
ব্যথা যেন নির্ঘুম , ক্ষণে ক্ষণেই সাড়া দেয়।
মনমাঝি দোটানে ভাসে , হারায়ে কূলের দিশা।।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪০

রুদ্র জাহেদ বলেছেন: ব্যথা যেন নির্ঘুম , ক্ষণে ক্ষণেই সাড়া দেয়।
মনমাঝি দোটানে ভাসে , হারায়ে কূলের দিশা।।
চমৎকার কবিতা+

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪

শারমিন যুঁথি বলেছেন: ধন্যবাদ।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:



বিবিধ কৌশলে মেলানো একই গণিত, একই ফল।
তবুও দোটান;

বাহ ! চমৎকার।

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩২

নীরব স্বপ্ন বলেছেন: মনের দূরত্ব ঘনিয়ে আনে বিবর্ণতা
ভাবনাগুলো স্বপ্ন হয়, পায় না পূর্ণতা
হৃদয়ের রক্তক্ষরণে বিবেক কড়া নাড়ে
বাস্তবিক চিন্তায় ভুল ধরা পড়ে
মন খুলে বলতে নেই কোন দোষ
করো না জীবনে কোন আফসোস ৷

মানুষের জীবনটাকে অল্প কথায় তুলে ধরা এত সহজ নয়, যেটা আপনি করেছেন অনেকটাই, @ যুঁথি

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১২

উধাও ভাবুক বলেছেন: মায়াময় এক মহিনি আচল বার বার টেনে আনে। মায়া...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.