নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হুটহাট নানান কথা আসে মাথায়,টুকে রাখি ব্লগের পাতায়....

শারমিন যুঁথি

পেশায় একজন ডাক্তার।

শারমিন যুঁথি › বিস্তারিত পোস্টঃ

ঘুমপাড়ানী মাসিপিসি

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩

ঘড়ির কাঁটার বেগ বেড়েছে,বাড়ছে যেমন নিশি
আসবে কখন আমার ঘরে ঘুমপাড়ানী মাসি?
ঘুমপাড়ানী মাসিপিসি একবার তুমি আসো,
সাজানো-গুছানো খাট-পালংক যেখানে চাও বসো।
ঘরে আমার আসন পেতেছে রাতজাগানী পিসি,
ডাইনী বুড়িই তাড়ায় বুঝি তোমায় ওগো মাসি?
মাসি তুমি এদিক-ওদিক সবার কাছেই যাও,
আমার ঘরে আসতে গেলেই উল্টোটান নাও!
মাথা বড্ড ঝিম ধরেছে, পুড়ছে চক্ষু দু'টি,
তাড়াও ডাইনী বুড়িটাকে,ধরে চুলের মুঠি।
আসবে তুমি-অপেক্ষাতেই রাতের শেষ প্রহর,
তোমার কোলে ঘুমাব ভেবে আসে ঘুমের ঘোর।
সবার বাড়ি আগে যাও,আমিই কেন শেষে?
মাসি একবার আসোনা জলদি,আমার মায়ের বেশে।
তোমার কোলে রাখব মাথা,ঘুম পাড়াবে তুমি,
রাত নামতেই ঘুমের দেশে পাড়ি দিব আমি।

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১১

এডওয়ার্ড মায়া বলেছেন: খুব সুন্দর কবিতা আপু ।
ভাল লেগেছে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৩

শারমিন যুঁথি বলেছেন: :)

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৫

এডওয়ার্ড মায়া বলেছেন: এইটা কিসের ইমো ??

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩২

শারমিন যুঁথি বলেছেন: স্মিত হাসি।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৫

সুমন কর বলেছেন: ছন্দময়, সুন্দর হয়েছে। কিন্তু প‌্যারা দিলে দেখতে এবং পড়তে ভালো লাগে।

+।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৫

রুদ্র জাহেদ বলেছেন:
তোমার কোলে রাখব মাথা,ঘুম পাড়াবে তুমি,
রাত নামতেই ঘুমের দেশে পাড়ি দিব আমি।

দারুণ কবিতা।খুব ভালো লাগল

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩

শারমিন যুঁথি বলেছেন: ধন্যবাদ।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৫

নীরব স্বপ্ন বলেছেন: কত রাত যে ঘুমাই না, আসলেই ঘুমপাড়ানী মাসি-পিসির দরকার :( ৷ কবিতা পড়ে হেসে ক্লান্ত হয়ে ঘুম চলে আসবে, দারুণ লিখেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.