![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটু যদি কাছে আসি,
একটু তাড়াও দূরে।
ভালোবাসা গতি হারায়,
একটু একটু করে।
দেখলে তোমায় হাসির রেখা
ফুটে অধরজুড়ে,
সেই হাসিতে টানো ইতি,
কেন হিংসা করে?
আবার তুমিই ঢালছো জল,
যখন পুড়ছি অনলে,
যেমনি ভাসা-ডুবার খেলা,
গ্রীষ্মে পুকুরজলে।
জ্বলে-পুড়ে হতাম ভস্ম,
সেইতো ছিল ভালো,
মনের আগুন নেভাও আবার
নতুন করে জ্বালো!
ছোট্ট অবুঝ মনটা অসার,
প্রাণহীন শুধু মাটি,
ভাবছো বুঝি নাচবে পুতুল
নাড়বে যখনি কাঠি!
আসব না আর, হাসব না আর,
থাকো আমায় ছাড়া!
বুঝবে তখন মন যে মরু
ভালোবাসাহারা !
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬
শারমিন যুঁথি বলেছেন: ধন্যবাদ।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৯
জ্যোস্নার ফুল বলেছেন: সেই অভিমান
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৯
আরণ্যক রাখাল বলেছেন: হেব্বি।
সুন্দর কবিতা
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭
শারমিন যুঁথি বলেছেন: ধন্যবাদ।
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৪
কথাকথিকেথিকথন বলেছেন: মিষ্টি কবিতা । ভাল লেগেছে
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৭
শারমিন যুঁথি বলেছেন: ধন্যবাদ।
৫| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৭
সজীব সাখাওয়াত বলেছেন: অসাধারণ।সত্যিই।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৮
অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার।।
ভালো লাগলো।