![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন রাত্রিবেলা নিদ্রামাতাল মানুষগুলো,তখন আমি জেগে থাকি।
আমার চোখে নেই ঘুম,মন সদা জাগ্রত!
দেহমন ক্লান্তি ছেড়ে যেন নতুনভাবে জেগে উঠে।
নিস্তব্ধ চারিদিক;আমাকে টানে।
মনে হয় ছুটে যাই,এক ছুটে গিয়ে ধরি তারাদের।
কি নির্লিপ্ততা আকাশজুড়ে!
দেখি তারাদের নিশ্চুপ নৃত্য।
বাতাসে এক মোহ ছড়ায় - মোহে আমি জেগে রই।
সাধগুলো দৌড়ে পালায়,সাধ্য তাদের লাগাম টানে,
চাঁদকে বিচার জানাই,সে আমায় আশ্বাস দেয়।
ব্যকুল হৃদয় পায় প্রশান্তি,আশ্বাসে চাহিদাও বাড়ে!
বারবার আমি সেই আশ্বাসেই তো বেঁচে থাকি।।
১২ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৫
শারমিন যুঁথি বলেছেন: ধন্যবাদ।
২| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৬
সজীব সাখাওয়াত বলেছেন: সহজ,সাবলীল,সুন্দর।।
১২ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৬
শারমিন যুঁথি বলেছেন: ধন্যবাদ।
৩| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৩
অভ্রনীল হৃদয় বলেছেন: বেশ লাগল, ভালো লাগা জানিয়ে গেলাম! শুভকামনা নিরন্তর!
১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৭
শারমিন যুঁথি বলেছেন: ধন্যবাদ
৪| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১০:০০
কবীর বলেছেন: একটা লাইক ছিল তা রেখে গেলাম। ধন্যবাদ বোন
১২ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৩
শারমিন যুঁথি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৬
বিজন রয় বলেছেন: শিরোনামটি চমক লাগানো।
আর কবিতার অভিব্যক্তি অনেক ভাল লাগল।
++++