![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাইবা ভালো থাকব কাল বা আজীবন,
আজ তবু সুখের ভাবনাতেই হোক সময়ের আবর্তন।
হেসে নিও হায়েনার হাসি কাল,
আজতো আমার হাসিটাই তোমার পিত্তি জ্বালাবে-
ঈর্ষায় জানি আরো কাঁদাতে চালবে কুটচাল।
বলি,আজ পারবে তো সইতে হাসির ধার!
যদি তাতেই টুকরো হয় মন তোমার?
তখন ঈর্ষা-ক্রোধের পতন হবে হাসির জয়ে,
এই শত্রুতার ইতি হোক হাসির সাম্রাজ্যের ভয়ে।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫২
রাফা বলেছেন: বিশ্ব জয় করার অস্র দিয়ে ইর্ষা'কে জয় করা কোন ব্যাপারইনা..