নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হুটহাট নানান কথা আসে মাথায়,টুকে রাখি ব্লগের পাতায়....

শারমিন যুঁথি

পেশায় একজন ডাক্তার।

শারমিন যুঁথি › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার বিজ্ঞান

১৩ ই জুন, ২০১৬ রাত ৯:২৯

আজ আমার ঝোলাভরা ভালোবাসা,
ভালোবাসা বায়ু পদার্থের ন্যায় দখল করেছে সকল শূন্যস্থান।
ভালোবাসার প্রতিটি কনা নিউক্লিয় বল দ্বারা দেহে আবদ্ধ,
-এ এক বিশাল শক্তি।
আমি আজ ভালোবাসায় পরিণত হয়েছি,
ভালোবাসার প্রতিটি কণা জমে জমে আমাকে পরিপূর্ণতা দিয়েছ,
আমার জীব অস্তিত্ব ভালোবাসার কাছে বিলীন।

আমার প্রতিটি কোষে,প্রতিটি ডিএনএ শুধু ভালোবাসার বৈশিষ্ট্যেরই ধারক।
আমার অনুভূতি লোপ পেয়েছে,
ভালোবাসা করছে নিউরনে বিচরণ,
সৃষ্টি হচ্ছে ভালোবাসার সিন্যাপস!

আমার বোধশক্তি শুধু ভালোবাসাই চিনে,
ভুলেছি সব, হারিয়েছি সব,
তবু আমি পূর্ণ, আমি আজ পরিপূর্ণ,
ভালোবাসা আমাকে পূর্ণতা দিয়েছে।
ভালোবাসা-কোষ স্তরে স্তরে সেজে আমাকে পূর্ণ করেছে,
আমি এখন ভালোবাসা মানবী.....

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৬ রাত ১০:৫৩

বিজন রয় বলেছেন: আমি আজ ভালোবাসায় পরিণত হয়েছি,

ভাললাগা জানিয়ে গেলাম।
+++

১৪ ই জুন, ২০১৬ রাত ১:২৫

শারমিন যুঁথি বলেছেন: ধন্যবাদ।

২| ১৩ ই জুন, ২০১৬ রাত ১১:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভালোবাসা আমাকে পূর্ণতা দিয়েছে।
ভালোবাসা-কোষ স্তরে স্তরে সেজে আমাকে পূর্ণ করেছে,
আমি এখন ভালোবাসা মানবী.....

দারুন অর্জন।

বিশ্ব চরাচরে সবচে দামী অর্জন। অভিনন্দন ভালোবাসা মানবীকে ;)

+++

১৪ ই জুন, ২০১৬ রাত ১:২৫

শারমিন যুঁথি বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.