নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মত যেমনই হোক সত্যতো সত্যই।

বিশ্বাসকে সত্য ভাবা আর, সত্যকে বিশ্বাস করা এক নয়। কেউ বিশ্বাস করুক বা না করুক সত্য সত্যই।

সাত্ত্বিক

আমি বিশ্বাস করি সত্য যতই অপ্রিয় হোক তা আলোই। আধার দিয়ে যেমন আলোকে ঢাকা যায় না তেমনি মিথ্যা যতই দাপটের সাথে প্রভাব দেখাক সত্যের কাছে তা একদিন পরাভূত হবেই। আধার যত গাঢ় হয় আলো ততই প্রদীপ্ত হয়। বিশ্বাসকে সত্য ভাবা আর, সত্যকে বিশ্বাস করা এক নয়। কেউ বিশ্বাস করুক বা না করুক সত্য সত্যই। বিশ্বাস মিথ্যাকে সত্য করতে পারেনা। মিথ্যা সব সময়ই লেজকাঁটা।।

সাত্ত্বিক › বিস্তারিত পোস্টঃ

অভিমত দিন। ইভটিজারদের শতকরা কত % .............:|

০২ রা নভেম্বর, ২০১০ রাত ৮:৩৪

অভিমত দিন, ইভটিজাদের মধ্যে শতকরা কত %...........



১। ছাত্রলীগের ........কত%? 8-|

২। ছাত্রদলের.........কত%? 8-|

৩। ছাত্রশিবিরের ........কত%? 8-|

৪। অন্যান্যরা ........কত%? 8-|



বলে আপনাদের মনে হয়। নিরপেক্ষ মতামত আশা করছি।





-----------------------------------------------------------------------

প্রাসঙ্গিক পোস্টঃ

ইভটিজিং!!! প্রতিকার কিসে ????? #:-S

প্রসঙ্গ "ভালবাসা" এবং আমার একটি মন্তব্য 'বনাম' - ইভটিজিং

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-১৬

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১০ রাত ৮:৩৯

বৃষ্টি ভেজা সকাল বলেছেন: ভাল লাগলনা।

২| ০২ রা নভেম্বর, ২০১০ রাত ৮:৪১

কলাবাগান১ বলেছেন: ঈভ টিজারের আবার দল কি???? ওরা সবাই এক দলের।
আপনার উদ্দেশ কি সেটা পরিস্কার বুঝা যায় আপনার প্রিয় পোষ্টগুলি দেখলেই.....।

৩| ০২ রা নভেম্বর, ২০১০ রাত ৮:৪১

হেডস্যার বলেছেন: ফালতু টাইপের প্রশ্ন। :|

৪| ০২ রা নভেম্বর, ২০১০ রাত ৮:৪৪

চিকনমিয়া বলেছেন: ইভটিজারগোরে ধইরা ঐডা কাইটা দেওন দরকার

৫| ০২ রা নভেম্বর, ২০১০ রাত ৮:৪৫

পাহাড়ের কান্না বলেছেন: ৫/ গরু -১০০%

৬| ০২ রা নভেম্বর, ২০১০ রাত ৮:৪৭

বৃষ্টি ভেজা সকাল বলেছেন: এখানে শিবির, আম্লীগ, বিন্পি, আরো অনেকে দলের সাপোর্টার ব্লগে আছেন। এই একটা বিষয় নিয়ে আজ পর্যন্ত কারো কোন দ্বিমত দেখলামনা। সবাই এক বাক্যে না বলে ইভটিজিংকে ঘৃনা করছে, আর আপনি আসলেন ব্লগের শান্তিময় পরিবশে নষ্ট করতে।


তাই আপনার ব্যান কামনা করছি মডুদের কাছে।


"সাত্ত্বিক" অমানুষটার ব্যান চাই।

৭| ০২ রা নভেম্বর, ২০১০ রাত ৮:৪৭

হা...হা...হা... বলেছেন: ফাউল পোষ্ট।

Click This Link

৮| ০২ রা নভেম্বর, ২০১০ রাত ৮:৪৯

দৈনিক কপি-পেষ্ট বলেছেন: চিকনমিয়া বলেছেন: ইভটিজারগোরে ধইরা ঐডা কাইটা দেওন দরকার

৯| ০২ রা নভেম্বর, ২০১০ রাত ৮:৫১

পৃথিবীর আমি বলেছেন: কলাবাগান১ বলেছেন: ঈভ টিজারের আবার দল কি???? ওরা সবাই এক দলের।
আপনার উদ্দেশ কি সেটা পরিস্কার বুঝা যায় আপনার প্রিয় পোষ্টগুলি দেখলেই.....।

১০| ০২ রা নভেম্বর, ২০১০ রাত ৮:৫১

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: দৈনিক কপি-পেষ্ট বলেছেন: চিকনমিয়া বলেছেন: ইভটিজারগোরে ধইরা ঐডা কাইটা দেওন দরকার

১১| ০২ রা নভেম্বর, ২০১০ রাত ৮:৫১

নীলপদ্ম১৬ বলেছেন: ছাত্রলীগ=৭০%
ছাত্রদল=২২%
ছাত্রশিবির=০০%
অন্যান্য=৮%

০২ রা নভেম্বর, ২০১০ রাত ৯:১৭

সাত্ত্বিক বলেছেন: ধন্যবাদ। প্রাসংগিক মন্তব্যের জন্য।

১২| ০২ রা নভেম্বর, ২০১০ রাত ৮:৫২

ডার্ক জাস্টিস বলেছেন: সারাদেশে ইভ টিজারগো বাচাইতে হাম্বালীগে নেতারা উইঠা পইড়া লাগসে। আর বলগে হাম্বালীগের দালাল গুলা হাম্বাদের বাচাতে উঠে পরে লাগসে। যেই নেত্রী নিজে খুনিদের পক্ষে সাফাইগায়, যেসব ব্লগার মানুষকে পিটিয়ে মেরা ফেলা সাপোর্ট করে তারা কিশোরদের ইভ টিজিংয়ের প্রতিবাদ করার কোন অধিার রাখে না।

১৩| ০২ রা নভেম্বর, ২০১০ রাত ৮:৫২

চিটির বাক্স বলেছেন: এই আমাদের চামচা মর্কা বাংলাদেশীর একটা স্বভাব, সব যায়গায় দলীয় পরিচয় খুজি কার নিজেই যে কোন দলের দালাল অথবা চামচা।

ইভটিজাদের কোন দল নাই, একটাই পরিচয় ওরা ইভটিজার। ওদেরকে দলীয় পরিচয় দেয়ার মানে হচ্ছে বৈধতা দেয়া কারন এখন ছাত্রলীগ হলে একরকম আর দল-শিবির হলে অন্যরকম বিচার চলে আমাদের এই দূর্ভাগা দেশে:(

১৪| ০২ রা নভেম্বর, ২০১০ রাত ৮:৫৩

জামসেদ রেহমান চৌধুরী বলেছেন: ইভটিজারদের কোন দল নেই । এরা ১০০% কুকুরের দলে...

১৫| ০২ রা নভেম্বর, ২০১০ রাত ৮:৫৩

ডার্ক জাস্টিস বলেছেন: নীলপদ্ম কয় শিবির ০%। মামা টুপি দাড়ি হইলেই ভালা হয় না। হেরা চামে চিকনে অনেক মাইার লগে টাংকি মারে।

১৬| ০২ রা নভেম্বর, ২০১০ রাত ৮:৫৪

সপ্রতিভ বলেছেন: পুরাই ফালতু পোস্ট ... ডবল মাইনাচ /:)

( কলাবাগান১ @ আমি আগেই টের পাইছিলাম,আপনার কথায় সন্দেহ দূর হল)

১৭| ০২ রা নভেম্বর, ২০১০ রাত ৮:৫৫

বৃষ্টি ভেজা সকাল বলেছেন: নীলপদ্ম১৬



ভাই আপনি ভাল কনেনাই।


অনুগ্রহ করে কমেন্টটা মুছে দিন।

কে শুধু শুধু বিচ্ছৃঙ্খলা সৃষ্টি করছেন ভাই????

১৮| ০২ রা নভেম্বর, ২০১০ রাত ৯:০৩

মারুফ মুনজির বলেছেন:

১৯| ০২ রা নভেম্বর, ২০১০ রাত ৯:০৪

মারুফ মুনজির বলেছেন:

২০| ০২ রা নভেম্বর, ২০১০ রাত ৯:০৯

এক্স বলেছেন: জিনিসটাকে এইভাবে দেখুন,
ইভটিজারদের কতজন মুসলিম...% কতজন অমুসলিম....%
তারপর দেখুন এইভাবে, দেশে ইসলামি দল থাকলেও কেন মুসলমানরা ইভটিজিং করছে.

০২ রা নভেম্বর, ২০১০ রাত ৯:১৮

সাত্ত্বিক বলেছেন: দেশে প্রকৃত মুসলমান কতজন আছেন?

২১| ০২ রা নভেম্বর, ২০১০ রাত ৯:১৩

বৃষ্টি ভেজা সকাল বলেছেন: এক্স বলেছেন: জিনিসটাকে এইভাবে দেখুন,
ইভটিজারদের কতজন মুসলিম...% কতজন অমুসলিম....%
তারপর দেখুন এইভাবে, দেশে ইসলামি দল থাকলেও কেন মুসলমানরা ইভটিজিং করছে.


এভাবেও দেখা উচিৎ হবেনা।

২২| ০২ রা নভেম্বর, ২০১০ রাত ৯:১৫

নিষ্‌কর্মা বলেছেন:

সহমতঃ

১। ইভটিজারগোরে ধইরা ঐডা কাইটা দেওন দরকার।
২। ইভটিজাদের কোন দল নাই, একটাই পরিচয় ওরা ইভটিজার।



সহমত নইঃ

১১ নং পোস্টে বলেছেনঃ
ছাত্রলীগ=৭০%
ছাত্রদল=২২%
ছাত্রশিবির=০০% [ শিবির যারা করে তারা কি 'ফেরেস্তা?' ]
অন্যান্য=৮%

০২ রা নভেম্বর, ২০১০ রাত ৯:১৯

সাত্ত্বিক বলেছেন: ছাত্রলীগের চরিত্র কারো অজানা নয়।

০২ রা নভেম্বর, ২০১০ রাত ৯:২২

সাত্ত্বিক বলেছেন: শিবির ১০০% ভাগ মাদক, ধুমপান মুক্ত। অন্তত নৈতিকতার প্রশ্নে শিবির এখনো স্বচ্ছ। কারণ তারা নৈতিকতার শিক্ষা পায় সাংগঠনিকভাবে।

২৩| ০২ রা নভেম্বর, ২০১০ রাত ১০:৩০

ডার্ক জাস্টিস বলেছেন: লেখক পর্নো দেখা কি নৈতিকতার মধ্যে পরে?

২৪| ০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১২:৪৭

নীলপদ্ম১৬ বলেছেন: ডার্ক জাস্টিস যারা রাত জেগে তাহাজ্জুদ পড়ে তাদের তুমি চিনলে না .....................!

২৫| ০৩ রা নভেম্বর, ২০১০ রাত ২:০৯

কলাবাগান১ বলেছেন: ৭১ এর রাজাকাররা ১০০% ধর্ষক.......

০৩ রা নভেম্বর, ২০১০ সকাল ১০:৪৭

সাত্ত্বিক বলেছেন: ক্ষোভের বষবর্তি হয়েই এহেন মন্তব্য। চোখ খুলে বুঝে মন্তব্য করুন। এখানে রাজাকারদের পয়েন্ট আসেনি। সবগুলোই ছাত্র সংগঠন।

০৩ রা নভেম্বর, ২০১০ সকাল ১০:৫৪

সাত্ত্বিক বলেছেন: তবে আপনার সাথে একমত হতে পারলামনা,
প্রেক্ষাপট জানেন? সব ধর্ষক রাজাকার হতে পারে কিন্তু সব রাজাকার ধর্ষক ছিল না। যদিও যেসব রাজাকার ধর্ষন করেছিল তারাই যুদ্ধাপরাধী। এমন অনেক খবর আমি জানি যেখানে রাজাকার বা শান্তিকমিটি মুক্তিবাহীনিকে সাহায্য করেছে রাজাকার সেজে।

২৬| ০৩ রা নভেম্বর, ২০১০ রাত ৮:১৬

সপ্রতিভ বলেছেন: লেখক বলেছেনঃ নৈতিকতার প্রশ্নে শিবির স্বচ্ছ...

অ... আইচ্ছা... তাইলে আরেকটা পোস্ট দেন "নৈতিক উপায়ে রগ কর্তন"
...াল কও আমার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.