![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অসাধারণ নই, তবে সাধারণ ও নই। বলা যেতে পারে সংমিশ্রণ এ গড়া আমি। নিজের ভাল মন্দ টা বাছাই করতে চরম ভাবে দ্বিধান্বিত হই। বাবা, মা এর প্রথম রাজপূত্র হলেও সে ভাবে আলোকিত করতে পারিনি তাদের স্বপ্নময় হৃদয় প্রদীপ। ব্যর্থ প্রচেষ্টা করে যাচ্ছি, সফলতার মুখ আজো অচেনাই। এভাবেই যাচ্ছে দিন কাল।
আমার মনে হয় সাহিত্য হলো একটি ভাষার অলংকার। অলংকার যেমন রাজ রানী হতে শুরু করে গ্রাম্য বধু অবধি পরিধেয় ঠিক তেমনি সাহিত্য হচ্ছে নির্বিশেষে সবার কাছে সহজ সরল পরিধিতে থাকা। যদি আপনার সাহিত্যরস এতই পাণ্ডিত্যপূর্ণ হয় যে কেউ তা বুঝলই না তবে সেই সাহিত্য কার উপকারে আসবে বলেন? আমার মতে এত পাণ্ডিত্য জাহির না করে অন্তত সহজ সাবলীল ভাবে লিখুন যেন সকলের বুঝে আসে ও লিখা হিতে কিছু শিখতে পারে বুঝতে পারে। এটাই হয়তো সাহিত্যের মূল উদ্দেশ্য। তবে অবশ্যই আপনার ভাষার রস কষ জানা থাকা আবশ্যক। কারন নাকের নোলক যদি আপনি কানের দুল হিসেবে ব্যবহার করেন তা তো বড্ড বেখাপ্পা ই লাগবে। সুতরাং ভাষার সঠিক ব্যকারণ জেনে তা ঠিক ভাবে প্রকাশ ই সাহিত্য। ___শুভ©
©somewhere in net ltd.