| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
June 7 at 4:50 AM ·
কবিতাঃ- বাংলাদেশ তুমি কার
ইউসুফ হাওলাদার শাওন
একটি করুণ আর্তনাদ জড়িয়ে আছে,
আমার সমস্ত অস্তিত্ব জুড়ে,
একটি দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে,
বলি একটি গান কিংবা
একটি কবিতা লিখব।
না কবিতা বা গান নয় একটি শ্লোগান লিখব,
সবাইকে শিখিয়ে দিব,
সবার মুখেমুখে উচ্চারিত হবে
আকাশে বাতাসে প্রতিধ্বনি
হবে সেই শ্লোগান,
"বাংলাদেশ তুমি কার?"
.
হঠাৎ করে মহা গর্জন হয়ে গর্জে উঠবে,
বঙ্গোপসাগর হতে পদ্মা,ভাগীরথী নদী।
দলবদ্ধ ভাবে কিংবা একক ভাবে
রাস্তায় ব্যানার,ফেস্টুন হাতে
কিছু মুক্তিকামী জনতা
আবার নতুন করে নতুন
একটি সূর্যদ্বয়ের জন্য,
নতুন করে লিখানো হবে
নবান্নের ইতিহাস ষড়ঋতু এই বাংলায়।
সবার কন্ঠ হতে ভেসে যাবে
সেই সুর কাল হতে মহাকালে
অনাগত প্রজন্মের কর্ণকুহরে।
"বাংলাদেশ তুমি কার?"
.
হয়তো সেদিন উত্তর পাবে,
লিখা হবে রক্তাক্ত প্রভাতে,
আমি কাল হতে মহাকালের,
সমস্ত মুক্তিকামী জনতার,
আমি প্রতিবাদী জনতার,
"এই সবুজের বাংলা।"
©somewhere in net ltd.