নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু না বলা কথা

এখনো অনেকটা পথবাকি

ুব গস

সকল ক্ষুধার আগে তোমার ক্ষুধায় ভরে মন সকল শক্তির আগে প্রেম তুমি তোমার আসন।

ুব গস › বিস্তারিত পোস্টঃ

আমার সাগর

২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৩

একদিন এই সাগরটা আমার হবে
আমি হব তার
ভালোবেসে নীল জলে মিশে
হব একাকার ।
তার পর একদিন অনেক অনেক
নিষ্টুর কোন প্রেমিকের মত
ছেরে যাব তাকে কিছুই থাকবে না
শুধু হাহাকার।
তার পর কত কত নীল ঢেউ
এসে ফিরে যাবে জানব না আমি,
অনেক কষ্টে,অনেক আভিমানে
আরও লবণাক্ত হবে তার জল।
ধীরে ধীরে ক্লান্ত হয়ে শান্ত হয়ে
থেমে যাবে ঢেউ।
তারপর আবার খুজে পাবে কাকে
তারপর আবার ভালোবাসা
আবার মায়াবী নীল ঢেউ,
জানি পাশে থাকব না আমি সেদিন
আমার মত থাকবে অন্য নামে ছন্নছাড়া কেউ
ভালোবেসে গুনে যাবে ঢেউ।
সাগর হয়ত নিরবে মেনে নেবে আমার প্রস্থান
হয়ত অভিমানে গর্জন করবে তার ঢেউ
কিন্তু কখনও কি জানবে
আমার ভেতরেও যে তার মত
একটা সাগর আছে
কত আনন্দ বেদনার ঢেউ এ
আমাকে ভাসিয়ে নিয়ে যায় অবিরাম
নিত্য জোয়ার ভাটার মত
আমিও যে কাদি হাসি
মাঝে মাঝে ঝড় হয়
অসহায় হয়ে জীবন স্রোতে ভাসি
আর ভাসতে ভাসতে হাসতে হাসতে
বলি ভালোবাসি ভালোবাসি।

(cox-bazar)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪০

ময়না বঙ্গাল বলেছেন: বুঝি
সময় হল
এবার আমার
প্রদীপ নিবিয়ে দেবার-
পূর্ণিমাচাঁদ,
তুমি এলে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.