![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানে রাত্রির পর রোদ্দুর মাখা সোনালি সকাল,
দুয়ার পেরুলে ঝাঁকে ঝাঁকে পাখি হাওয়ায় চঞ্চল।
উঠোনে মাচার উপর শিম ফুলেদের কথকতা,
পৌষের কুয়াশায় উড়ে আসে ক্লান্ত বকের দল হিম সন্ধ্যায়।
এখানে দীঘির শ্যাওলা জলে হাঁসের তুমুল সাঁতার,
বিলের জলে জেগে উঠে শাপলার লাল সাদা মুখ তলে শালুক জমা।
এখানে বেগুনের নরোম পাতার ছাউনিতে বাঁধা টোনা-টুনির ছোট্ট সংসার,
তালের শক্ত পাতার তলে বাবুইয়ের অদ্ভুত কারুকাজ।
এখানে জোনাকিরা ঢেউয়ের মতো ভেসে বেড়ায় অন্ধকারে,
চাঁদের রাতে প্রাণ ফিরে পায় শেওড়া গাছে শাঁকচুন্নির গল্পেরা।
.
এখানে তপ্ত দুপুরে দেখা মেলে মাছরাঙার চৌকশ চোখ,
একই ফুলে বসে কালো ভ্রমর, মৌমাছি আর ধূসর ফড়িং।
চৈত্রের রোদে পথের ধারে জ্বলে উঠে সারি সারি ভাঁটফুল,
হিজল, অশথের পাতায় পাতায় লেগে থাকে শিশিরের চুমু।
কদমের হলুদ বুকে ঝরা বৃষ্টির বসবাস আষাঢ়ের দিনে,
এখানে সাদা মেঘের মতো শরতের কাশফুল হাওয়ায় মাতাল।
বটের ছায়ার তলে জমে উঠে ক্লান্ত দেহের সাজানো বিশ্রাম,
এখানে মাটির গন্ধে উল্লাসে ভরে যায় দেহের সবকটি কোষ।
এখানে নীল আকাশের তলে পৃথিবীর শ্রেষ্ঠ জমি উৎকর্ষতায়,
এখানে দরিদ্র কৃষকের ভালোবাসায় বাঁচে ফসলের প্রাণ।
তুমি যাও পৃথিবীর আর সব দেশে, পাবেনা এইসব, সবুজ আঁচলের মাঠ,
এমন মায়ের মতো করে পাবেনা তুমি বাংলার মাটির আদর।।
.
১৯/০৪/২০২০
ছবি: হাউলভাঙ্গা, গোপালপুর, টাঙ্গাইল।
০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৪৪
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: নিজের তোলা... এই ছবিগুলো নিয়ে একদিন ছবি ব্লগ লিখবো...
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫৪
চাঁদগাজী বলেছেন:
দেশের কোন এলাকার ছবি?
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:০২
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: পোস্ট পুরোটা পড়েননি...? পোস্টের নিচেই লেখা আছে, গ্রামের নাম হাউলভাঙ্গা, উপজেলা: গোপালপুর, জেলা: টাঙ্গাইল...
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২৮
এম ডি মুসা বলেছেন: দারুন কবিতা
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:০৩
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি...
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০৬
শোভন শামস বলেছেন: সুন্দর লিখেছেন, ধন্যবাদ
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:০৩
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: ভালোবাসা নিবেন...
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৫
চাঁদগাজী বলেছেন:
আপনি কি ছুটিতে চলে গেছেন?
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:০৪
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: রাত জাগার অভ্যেস নেই তাই ঘুমিয়ে পড়েছিলাম...
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:২৩
গায়েন রইসউদ্দিন বলেছেন: খুব সুন্দর লিখেছেন। আপনার কবিতা জীবনান্দ'র 'রূপসী বাংলা'-র কথা মনে করিয়ে দেয় ! শুভেচ্ছা কবিকে !!
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:০৫
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: জীবনানন্দ দাশের প্রতিটি কবিতাই আমাকে ব্যপকভাবে আন্দোলিত করে আর প্রেরণা যোগায়... সুন্দর মতামতের জন্য ধন্যবাদ...
৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০০
নেওয়াজ আলি বলেছেন: মা মাটি মানুষের কথা সুন্দর লিখেছেন
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:০৫
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: ধন্যবাদ...
৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:০৬
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: ধন্যবাদ...
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৪০
চাঁদগাজী বলেছেন:
ছবিটা কি নিজের নাকি গুগল থেকে?