![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে সাহিত্য রচনা করি না, ব্লগরব্লগর করি। সুতরাং এই ব্লগারের লেখায় ভাষার মাধুর্য, শুদ্ধ বানানরীতি খুঁজতে গেলে হতাশ হবেন।
গত কয়েকদিন ধরে যতবার ব্লগে ঢুকি ততবারই এই কবিতার লাইনগুলো মনে পড়ে................
মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদাঠাকুর
তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবো
সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে !
নাদের আলি, আমি আর কত বড় হবো ? আমার মাথা এই ঘরের ছাদ
ফুঁরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে ?
ব্লগে রেজিষ্টেশান করেছি ১১/১২ দিন হয়ে গেল। পোষ্ট করেছি ১২টি, মন্তব্য করেছি ৫২টি। তার পরও সাঃমুঃ কর্তৃপক্ষের কাছে নিরাপদ হতে পারলাম না। আর কতো আর কত অপেক্ষা করলে তবে আমি নিরাপদ হবো? বড় যানতে ইচ্ছা করে।
২| ১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:০০
সুফিয়ান ডট কম বলেছেন: ১০/১২ দিনেই সেফ হইবার আশা করেন?? ১০/১২ দিনে জেনারেল হৈসেন এইতাই অনেক।
সেফ হইতে ১ মাসের মত লাগত.।।।
১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৫২
হা...হা...হা... বলেছেন: কন কি!!!!!!!!!!!!!!!!
৩| ১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:০০
অপরাজিতা ০০৭ বলেছেন: আরও কিছুদিন অপেক্ষা করুন।
১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৪
হা...হা...হা... বলেছেন: কি আর করা। তাই তো করতে হবে...........
৪| ১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:০৬
নকীবুল বারী বলেছেন: জেনারেল তো গুড রেঙ্ক
১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৪
হা...হা...হা... বলেছেন: গুডের উপরেও গুড আছে........
৫| ১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৪৮
জামসেদ রেহমান চৌধুরী বলেছেন: এক্কেরে মনের কথাডা কইছেন পূর্ণিমা। আমারও একই দশা.......
১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৫১
হা...হা...হা... বলেছেন: হায় কপাল..........
৬| ২১ শে আগস্ট, ২০০৯ রাত ২:৪৯
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: সেফ হতে পুরো একমাস লাগে। আমারো তাই লেগেছে। ধৈর্য্য ধরুন।
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৯
বিপ্লব কান্তি বলেছেন: নাদের আলির লেজ এখানে, লেজে কিলিক করুন