![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে সাহিত্য রচনা করি না, ব্লগরব্লগর করি। সুতরাং এই ব্লগারের লেখায় ভাষার মাধুর্য, শুদ্ধ বানানরীতি খুঁজতে গেলে হতাশ হবেন।
শামসুর জন্য খুব খারাপ লাগছে। যখনই সামু ব্লগ ঝিমিয়ে পড়ত তখনই বেচারা সামুকে জাগিয়ে তুলত। কতবার যে সে সামুতে সে ঝড় তুলছে তা কোন ইয়াত্তা নাই। দোয়া করি সে অতি দ্রুত সুস্থ্য হয়ে স্বরূপে ফিরে আসুক। ঝড় তুলুক ব্লগে, ফেসবুকে। কিন্তু একটি বিষয় কোন ভাবেই খোলাসা হচ্ছে না। তারে কোপাইছে কেঠায়? ওর কোন প্রতিপক্ষ? ডাকাত বা ছিনতাইকারী? নাকি কোন আকাম কুকাম করতে গিয়ে মাইর খাইছে? সে কোপ খাইল, নিজে নিজে হাসপাতাল গেল কিন্তু তারে কেঠায় কোপাইছে এটা বুঝি বলেনি? বিষয়টা বিশ্বাস হইল না। কেমন যেন ঢাকগুড় গুড় একটা ভাব। কারা কোপাইছে এই নিয়ে কেউ কথা কয় না। তার কাছের ব্লগার যারা আছেন, যারা শামসুর সর্বশেষ অবস্থা আপডেট করছেন তারা নিশ্চয় মূল ঘটনাটা জানেন, তবে বলছেন না কেন? রহস্য কি?
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮
হা...হা...হা... বলেছেন: কি যে আসল যুগ
শামসু খাইল কোপ
শামসু হোক ভাল
সামুকে করুক আলো।
২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৫
বুলবুল আহ্মেদ বলেছেন: শামসু এখন মালালা হবে।
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১০
হা...হা...হা... বলেছেন: এটা অবশ্য যুক্তির কথা বলেছেন। ছিনতাইকারী কোপাইল? পুরনো শত্রু কোপাইল? ধর্মান্ধরা কোপাইল? নাকি রেপ করতে গিয়ে কোপ খাইল কিছুই জানিনা। তবে সে মালালা অনেকটাই হয়ে গেছে এটা সিউর।
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৬
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: যতটুকু জানতে পেরেছি তিনি এখন আশংকামুক্ত।
পোষ্টটি কি বেশী হাস্য-রসাত্মক হয়ে গেল না? যদিও বুঝতে পারছি আপনার লেখার উদ্দেশ্য মোটেও সেটা নয়।
ধন্যবাদ।
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩
হা...হা...হা... বলেছেন: ভাই যা দিনকাল পড়তে। কে যে কখন কোপ খায় বলা মুশকিল। বিশ্বজিতের কথা মনে আছে না? বেচারা....
বিশ্বজিত যেমন কোন অপরাধ না করে কোপ খাইল তেমনি রেপ করতে গিয়ে কোপ খাইছে এমন ঘটনাও তো আছে, নাকি?
আমি শুধু শামসু কি কারণে কোপ খাইল তা জানতে চাইছি। বুঝলেন?
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১১
মুফতি বাবা বলেছেন: শাহ বাগের মোড়ে তাকে মারধর করছিল ছাত্রলীগের পোলাপাইন, অমি পিয়ালের নির্দেশে|
ছাত্রলীগের ভাড়া করা এক মাইয়াকে দিয়াও তাকে শারিরীক নির্যাতন করা হইছে দিনে দুপুরে রাস্তায়|
আমি পিয়াল ও তার গ্যাং প্রকাশ্যে ফেস বুকে হুমকি দিয়া কাজটা করছে|
তুমি কি কিছু জানো না? না-কি ন্যাকা সাজছো??
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬
হা...হা...হা... বলেছেন: তুমি ক্যামনে জানছ? আসিফ তোমারে কইছে? নাকি ঘটনার সময় তুমিও সেখানে ছিলা? নাকি ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে চাইছ? অনেক কাল ব্লগে আছি, অমি ওরে কখনো কামড়াইছে এমন তো শুনিনি? অমি ছাগু কামড়ায়, হনু কামড়ায় আজ পরথম শুনলাম।
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯
মুফতি বাবা বলেছেন: পিয়ালের লগে ক্যচাল হইছে বিড়াট বড়, তুমি জানো না? সেইটা হনু হওয়ার জন্য না| হাসিনারে লইয়া মগার পোস্টের জন্য| কয়দিন আগে পিয়ালের মাইয়ার ছবি নেটে দিছে, আমি কইছে তোরে শেষ কইরালামু......ব্যাস........
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫
হা...হা...হা... বলেছেন: ঘটনা যদি সত্যি হয়, আমির মাইয়ার ছবি নেটে দেয় তাইলে তো শামসুরে কোপানো ঠিক আছে। আমি তো আগেই কইছ কোন আকাম কুকামের লাইগ্যাও কোপ খাইতে পারে।
দেখা যাক শামসু মুখ খোলে কিনা। শামসু যতক্ষণ কথা না কইব ততক্ষণ কাউরে হুদা সন্দেহ করা ঠিক না।
৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২০
মুফতি বাবা বলেছেন: নীচের ২ টা ঘটনা যে অমি করছে সেইটা তুমি জানো না? কোলকাতা কবে গেলা, দেশের খোজখবর নেও না, কামডা ভালা কর নাই|
শাহ বাগের মোড়ে তাকে মারধর করছিল ছাত্রলীগের পোলাপাইন, অমি পিয়ালের নির্দেশে|
ছাত্রলীগের ভাড়া করা এক মাইয়াকে দিয়াও তাকে শারিরীক নির্যাতন করা হইছে দিনে দুপুরে রাস্তায়|
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
হা...হা...হা... বলেছেন: অমি পিয়াল এত্ত শক্তিশালী হইল ক্যামতে? পুলিশও তো শামসুরে ডিম থেরাপি দিছিল। সেখানেও কি অমির হাত ছিল নাকি?
শামসু মুখ না খোলা পর্যন্ত সবই গুজব ধরে নেব।
৭| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪
গ্রামের মানুষ বলেছেন:
শমসু দ্রুত সুস্থ্য হইয়া ব্লগে ফিরা আসুক।
ওরে কিবুড দিয়া োয়া মারতে চাই, আর ওর হাত থেইক্কা নিজের োয়াডা রক্ষা করতে ছাই।
কিন্তুক, চাফাতি দিয়া কুবাকুবি কোন মতেই সমর্থন যোগ্য নয়। বিশ্বজিতের মত সাধারণ জনগনতো নয়ই, হনুগুলারেও না, এমুন কি ছাগুগুলারেও না।
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
হা...হা...হা... বলেছেন: হুমম... উহাদের জন্য সেদ্ধ ডিম থেরাপিই উত্তম।
৮| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২
ফারজুল আরেফিন বলেছেন:
++++
৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১০
নিশাচর ভবঘুরে বলেছেন: নো চিন্তা। সে সুস্থ হয়ে নিক। এর পেছনে হিজবুত তাহিরী অথবা লাদেনের সমুদ্রের তলদেশ থেকে কোপানোর একটা স্টেষ্টমেন্ট আসবে। বিশ্ব মানবতার উপর মৌলবাদী আক্রমণ শীর্ষক লেখায় তিনি, মালালার সাথে তাকেও নোবেল দেওয়ার প্রস্তাব করিবেন।
একজন সহব্লগার কারো আক্রমণে রক্তাক্ত হলে, প্রচন্ড কষ্ট লাগে। কিন্তু এরপর যখন দেখি, এটা নিয়ে অনেকে ফায়দা লোটার চেষ্টা করছে, তখন ঘৃণায় কুঁকড়ে যাই।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৩
বিপদ সংকেত! বলেছেন: শামসু এখন অন্ধ
তাই কুপাকুপি বন্ধ।
শামসু এখন জেলে
তাই, কোপায় শামসুর ছেলে.....