নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হা...হা...হা...

http://www.facebook.com/Kobitar.Khata

হা...হা...হা...

ব্লগে সাহিত্য রচনা করি না, ব্লগরব্লগর করি। সুতরাং এই ব্লগারের লেখায় ভাষার মাধুর্য, শুদ্ধ বানানরীতি খুঁজতে গেলে হতাশ হবেন।

হা...হা...হা... › বিস্তারিত পোস্টঃ

বিষয়টা খেয়াল করেন। আসিফের ঘটনাটা সন্দেহজনক!

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১

শরৎ বাবুর ব্লগে আসিফের এজাহার তুলে দেয়া হয়েছে। সে এজাহার পড়ে মনে হচ্ছে ঘটনার ভিতর ঘটনার ঘনঘটা আছে।



সে এজাহারে লিখেছে- সন্ধ্যা ৮.৩০ টার দিকে কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা শুরু করি।

এখন কথা হইল সন্ধ্যা ৮.৩০ মিনিটে কাউকে অফিসে যাইতে শুনছেন? সে যাত্রা করেছে ৮.৩০ মিনিটে অফিস শুরু নিশ্চয় ৯-১০ টার আগে না? রাইতের বেলায় আফিস!



সে আরো লিখেছে-কর্মস্থলের প্রবেশের আগ মুহূর্তে রিক্সা ভাড়া দেয়ার সময়, কর্মস্থলের গেটে অপেক্ষারত তিন জন যুবক আমাকে অতর্কিতে আক্রমণ করে। ঐ তিন জন যুবক প্রথমেই আমার মুখ ঢেকে ফেলেছিল ও চাপাতির বাঁট দিয়ে আমার চশমা ফেরে দিয়েছিল বলে তাদের আমি চিনতে পারিনি।

এখাতে আততায়ীদের কোন বর্ণনাও নাই। সে তিনজন দেখেছে কিন্তু তারা দেখতে কেমন? কি পরে ছিল? মাথায় টুপি, মুখে দাঁড়ি ছিল কিনা? তাদের চেহারা হিজবুতি নাকি ছাগু টাইপের? অথবা তারা মুখোশ পরা ছিল কিনা? কোন বর্ণনা নাই। অর্থ্যাৎ এই তিন যুবক তার চোখ ঢেকে ফেলায় সে কিছুই দেখতে পায়নি, তবে যুবক যে তিনজন তা দেখতে পেয়েছে!



আইচ্ছা অফিসের গেটে কি দারোয়ান ছিল না?



সে আরো বলেছে- তারা চাপাতি, ছুরি ও ড্যাগার দিয়ে পেছন থেকে আমাকে আক্রমণ করে।



তার বর্ণনা আনুযায়ী হামলাকারীর সংখ্যা ছিল ৩ জন। তার উপর হামলায় তিনটা অস্ত্র ব্যবহার হয়েছে সে উল্লেখ্য করেছে। চাপাতি, ছুরি ও ড্যাগার। তার মানে তিন হামলাকারীর কাছে এই তিন ধরণের অস্ত্র ছিল। তার চোখ ঢেকে ফেলায় সে কিছুই দেখতে পায়নি কিন্তু হামলাকারীদের হাতে কি কি অস্ত্র ছিল, কয়টি অস্ত্র ছিল, সেগুলোর নাম কি তা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে ;) এত কিছু দেখল কিন্তু হামলাকারীদের চেহারা দেখল না, এটা হয়?



সে এজাহারে কারা কারা তার প্রতিপক্ষ তার বিস্তারিত বর্ণনা দিয়েছে। অতীতে কারা কারা তার উপর নাখোশ হয়েছে তাদের নামও উল্লেখ্য করেছে। এর মধ্যে আছে জামায়াত, শিবির,নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হিযবুত তাহারীর। এ ছাড়া সাম্প্রতিক কালের গুম,খুনের ঘটনা পর্যবেক্ষণ করে তার মনে হয়েছে ক্ষমতাসীন দলের অতিউৎসাহী চক্র অথবা অন্য কোন চক্রকেও এ ঘটনার পিছনে থাকতে পারে। :) :) তার মানে গুম,খুনের ঘটনাগুলো আওয়ামী লীগের কোন একটি চক্র করে থাকে এবং তারা আসিফের পিছনে লেগেছে। :) (হা হা প গে) কিন্তু ঠিক কি কারণে আওয়ামী লীগের একটি চক্র তার পিছনে অযথা অযথা লাগতে যাবে? ইলিয়াস আলী বা চৌধুরী আলমের মতো এত হাই প্রোপাইল প্রতিপক্ষ তো আসিফ নয়, তবে আসিফরে গুম করতে যাবে কেন ঠিক বুঝলাম না। আসিফ তো আওয়ামী লীগের প্রতিপক্ষ বিএনপি না, আসিফ তো আওয়ামী লীগের বাড়া ভাতে ছাই দেয় নাই। আসিফ তো শুধু ইসলামের গুষ্টি উদ্ধার করেছে। হযরত মোহাম্মদ (সাঃ)কে গালি দিছে, আস্তিকদের মূল শুদ্ধা উৎপাটন করতে চাইছে। তাহলে আওয়ামী লীগের একটি অংশ তাকে খুন বা গুম করতে চাইতে পারে এমন সন্দেহের ভিত্তি কি?



অর্থ্যাৎ তার সন্দেহের তালিকায় আছে, জামাত-শিবির,হিযবুত তাহারীর, ক্ষমতাসীন দল অর্থ্যাৎ আওয়ামী লীগের একটা আংশ.................. ওরেব্বাপ! আসিফ কি একটা মাল!! তার কত কত শত্রু!!!



শুধু ব্লগিং এর কারণে তার এত শত্রু থাকলে তো তার ব্যাক্তিজীবনে আরো শতগুণ শত্রু থাকার কথা। এজাহারের বর্ণনা আনুযায়ী সে যে ক্যাচাইল্লা বলতে গেলে সে নিজেই তার বর্ণনা দিয়েছে।



সব মিলিয়ে মনে হচ্ছে আসল ঘটনা কেউ প্রকাশ করছে না। ঘটনার ভিতরে হয় তো আরো ঘটনা আছে। সে ঘটনা প্রকাশ করা জোর দাবী জানাই। মূল ঘটনা না জেনেই অথবা মূল ঘটনা আড়াল করে তার শুভাকাঙ্ক্ষিরা বিভিন্ন মহলকে দায়ী করছে, প্রতিবাদ সমাবেশ করছে, আসিফরে মালালা বানাতে চাইছে এটা ঠিক না।



আসিফের বাক-স্বাধীনাতা হরণ করার জন্য কেউ যদি তার উপর আক্রমন করে অবশ্যই তারা প্রতিবাদ জানাই। কিন্তু সে কোন অপরাধ করতে গিয়ে যদি আক্রমণের শিকার হয় তবে তার জন্য প্রতিবাদী হওয়ার এত সময় নাই।



তাই যত দ্রুত সম্ভব সত প্রকাশ করা হোক।

মন্তব্য ৫৯ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২

জনতার সেবক বলেছেন: যত দ্রুত সম্ভব সত প্রকাশ করা হোক।

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

হা...হা...হা... বলেছেন: সহমত।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪

রানার ব্লগ বলেছেন: আপনাকে আমার সন্দেহ জনক মনে হচ্ছে B-)

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

হা...হা...হা... বলেছেন: তদন্ত শুরু করে দিন।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫

দুঃখ বিলাসি বলেছেন: :-B

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯

হা...হা...হা... বলেছেন: বিষয়টা মোটেও হাসির না।

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪

এ্যাপোলো৯০ বলেছেন: যত দ্রুত সম্ভব সত প্রকাশ করা হোক

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

হা...হা...হা... বলেছেন: ধন্যবাদ।

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৫

কালোপরী বলেছেন: যুক্তি ঠিক আছে

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

হা...হা...হা... বলেছেন: ধন্যবাদ।

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

ফারহুম বলেছেন: শুনলাম ঘটনাস্থল থেকে নাকি একটি ছুরি আর একটা লাল ব্যাগ পাওয়া গেছে। অথচ এইসব আলামত থেকে কোন ফিংগার প্রিন্ট বা এই জাতীয় কিছু উদ্ধার করা সম্ভব হয় নাই, কারন এইগুলি নাকি উপস্থিত অনেকের হাতে ঘুরেছে তাই আলামত নষ্ট হয়ে গেছে।
হাস্যকর-

উপস্থিত মানুষগুলোর মধ্যে কি এই ব্যাপারে কোন সচেতনতাই ছিল না?? (আজিব)

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩০

হা...হা...হা... বলেছেন: আগাগোড়াই নাটক

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯

রাতুল রেজা বলেছেন: হুম আমারো এই বিষয়গুলো সন্দেহজনক মনে হয়েছে। আসিফের মত কু-পাব্লিক জনপ্রিয়তা পাবার জন্যে এসব করতেই পারে। তবে আক্রমন করা ঠিক হয় নাই। কি-বোর্ডের মাধ্যমে এইসব মুর্খের জবাব দেয়া যায়।

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩১

হা...হা...হা... বলেছেন: তারে ছিনতাইকারী আক্রমন করতে পারে অথবা সে নিজে অপরাধ করতে গিয়েও তো আক্রমনের শিকার হতে পারে।

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

হুমায়ুন তোরাব বলেছেন: haslum re bhaa..
asif miayar id link dn tw vaijan..dakhi he ki lhkce ?

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

হা...হা...হা... বলেছেন: ওর লেখা না পড়ে থাকলে ভালই করছেন, কি দরকার নিজের চোখ নষ্ট করার?

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

মুফতি বাবা বলেছেন:
বিশ্বজীত কোন হাই প্রোফাইল লোক ছিল না , কিন্ত কুত্তালীগ তাকে চাপাতি দিয়া কোপাইছে| আর আসিফরে যে অমি লীগের গুন্ডারা কোপাইছে সেইটা ১০০ ভাগ নিশ্চিত|

আগে শাহ বাগে একবার মারধর করা হইছে, অমি লীগের গুন্ডারা| আর মাইয়া ঘটিত নোংরা একটা কাজও অমি লীগ করছে| ত্যানা না পেচাইলে হয় না?

ঢাকার বুকে এখন আম্লীগের পান্ডা ছারা কারো ক্ষমতা নাই কাউরে কুপানোর|

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

হা...হা...হা... বলেছেন: আছিফ তো হেই কথা কয়নি, আপনি ক্যামনে জানলেন? আপনি দেখি আছিফ থেকে একডিগ্রী বেশী জানেন?

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০

মুফতি বাবা বলেছেন:
আসিফ কইছে জামাত-শিবির ও সরকারী পান্ডারা কোপাইতে পারে, জামাতীরা আছে দৌড়ের উপরে কাউরে কোপানোর হ্যাডম ওদের নাই| বাকী থাকে চাপাতী লীগ| এখন ওদেরই দিন|

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

হা...হা...হা... বলেছেন: কিন্তু আছিফ তো হেইডা কয় নাই, কইতাছেন আপনি। ক্যামতে কি?

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

মুফতি বাবা বলেছেন:
জানের ভয়ে আসিফ মিয়া এই খানে নীরব ভূমিকা লইছে|

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

হা...হা...হা... বলেছেন: তাও জানেন? আমার কেন জানি মনে হইতাছে এই ঘটনা টা আপনি প্রথম থেকে অন্যখাতে প্রবাহিত করার প্রাণান্ত চেষ্টা করছেন। হয় তো মূল ঘটনাকে আড়াল করার জন্য। বড়ই রহস্যময়।

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: ঐ মিয়া সতি্য কথা বলেন , আপনি নিজে কুপাইছেন নাকি ? :P

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪

হা...হা...হা... বলেছেন: আছিফ মিয়ার লগে আমার ১৫০ কি:মি: তফাত। আমি এত দূর থেকে ক্যামনে কোপামু আপনিই কন।

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

গ্রামের মানুষ বলেছেন:
এজাহার পইরা আর ব্যাখ্যা দেইখ্যা সন্দ হইতেছে ভাল কইরা মাটি উল্টায়া পল্টাইয়া কেঁচো খুজলে অজগরও বাইর হইতে পারে।

ক্যাচাইল্লা মানুষ, কুন দিকে কুন প্যাচ লা্গাইয়া রাকছে কেডা কইবো!!

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯

হা...হা...হা... বলেছেন: আমারও হিডা সন্দেহ।

১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫

মাহবু১৫৪ বলেছেন: জানি না কিছু বলা ঠিক হচ্ছে কি না । তারপর ও কিছু কথা না বললেই নয়।

উনি বলেছেন - সন্ধ্যা ৮.৩০ টার দিকে কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। বিষয়টা আমার কাছেও খটকা লেগেছে। হয়তো উনি কল সেন্টারে কাজ করেন। সেখানে রাতেই কাজ শুরু হয়। তারপর ও অনেক কথা থেকে যায়।

তাই অবিলম্বে যত দ্রুত সম্ভব সত্য প্রকাশ করা হোক। এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা হোক।

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

হা...হা...হা... বলেছেন: এটা ব্লগারদের প্রাণের দাবী।

১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১

নীলতিমি বলেছেন: শালা নিজেই একটা ছাগল! X( X(

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০

হা...হা...হা... বলেছেন: :)

১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

নীলতিমি বলেছেন: শুধু ব্লগিং এর কারণে তার এত শত্রু থাকলে তো তার ব্যাক্তিজীবনে আরো শতগুণ শত্রু থাকার কথা

.......
চমৎকার পয়েন্ট উল্লেখ করেছেন। ধন্যবাদ। :)

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০

হা...হা...হা... বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

হুমায়ুন তোরাব বলেছেন: vai asif er id de na ?
link dao

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১

হা...হা...হা... বলেছেন: Click This Link

১৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

আয়মানভষ্কি বলেছেন: হালারে কুপাইছে অমি পিয়ালের ভাড়া করা লীগার রা। এই টা নিশ্চিত্‍

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫

হা...হা...হা... বলেছেন: তা...ই!!!

১৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১

২৪ বলেছেন: আরে ভাই বুঝেননা ক্যান, মেয়েলি ব্যাপার নিয়া মাইর খাইছে আর এখানে আসছে সবার সহানুভূতি কামাইতে। আসলেই অয় একটা হিট পাগল মানুষ।সে যে পয়েন্ট গুলো উল্লেখ করছে, সেগুলো সত্যি হলে তো আমি আপনি কেউই ব্লগিং করতে পারতাম না তাইনা?

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

হা...হা...হা... বলেছেন: আপনার সাথে আমি পুরাই একমত।

২০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

মোহাম্মেদ তারেক হোসাইন বলেছেন: মারাত্তক বিশ্লেশ করছেন বিশেষ করে কয়জন ছিল এবং হাতে কি কি অস্র তা কিভাবে বুঝলো অংশটা বাঁধাই করে রাখার মত।।
মাত্র লিখলাম এক ব্লগারের উপর আক্রমণ এবং কতিপয় ছাগলের সুতীব্র ম্যাৎকার।।

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২

হা...হা...হা... বলেছেন: ধন্যবাদ।

২১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

লুমেন বলেছেন: ্পোষ্ট ষ্টিকি করা হোক। জনগনের প্রানের দাবি......

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২

হা...হা...হা... বলেছেন: ;)

২২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

উকিল সাহেব বলেছেন: উহু। সব বলা যাবে না। আগে আমার পেমেন্টা দিতে হবে। তারপর দেখা যাক কী করা যায়।

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

হা...হা...হা... বলেছেন: উকিলের জাত বহুত খারাপ, লোভি। :)

২৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৭

স্বাধীকার বলেছেন:
আসিফের উপর আক্রমন হওয়ার পর থেকে কিছু বিষয়ে অবিশ্বাস্য জোটবদ্ধতা দেখতেছি- যেমনঃ

১। আসিফ রক্তাক্ত হওয়ায় কুত্তালীগ ও কুত্তা শিবির/হিজবুতি যুগপৎ আনন্দিত এবং ব্যাপক মাত্রায়।
২। আসিফ আক্রান্ত হওয়ায়, আসিফেরেই দোষ দেখছে হিজবুতি ও কুত্তালীগ-এক সাথে কলরবে।
৩। আসিফের যু্ক্তিতে বহু আগেই অজু নষ্ট হয়েছে হিজবুতি শিবিরদের, বর্তমানে নাঙ্গা হয়েছে বাকশালীরা-তারা এখন সমস্বরে বিলাপে অংশ নিচ্ছে- ঠিক ৯৬ তে একই মঞ্চে নিজামী, চোরঞ্জিত, সাজেদারা যেমন নিয়েছিলো।
৪। আসিফ ভাই প্রবাসী হওয়ার সুযোগ পেয়েছে-এ জাতীয় মস্করা করেও ব্যাপক দুঃখিত শিবির ও ছাত্রলীগ।
৫। আফিস হিরো হয়ে গেলে উভয় দলেই ভিলেনের খাতায় জায়গা পাবে এই ব্লগে-এই ভাবনায় তাদের মন্তব্য গুলো এখনই ব্যাপক অফেনসিভ।
৬। গ্রহনযোগ্যতায় ব্যাপক ধ্বসনামায় কুলাংগারছাত্রলীগ হিজবুতি ও শিবিরের সমর্থন পেয়ে পুলকিত বোধ করার চেষ্টা করছে-যা চেতনাধারীদের ঐতিহ্যগত ট্রেডমার্ক।
-----------------------কিন্তু সাধারণ শান্তিকামী ‘‘মানুষ’’ ব্লগাররা আসিফের রক্তাক্ত হওয়ার ঘটনাটিকে দেখছেন, মৌলবাদীদের আওয়ামী প্রটেকশনে উত্থান কিংবা কুত্তালীগের শিবিরীয় সফল প্রশিক্ষণ সমাপ্তিতে পেশাদার কর্তন উৎসবের জয়যাত্রার প্রারম্ভ। আমরা চাই অপরাধীর শাস্তি, শিবির ও ছাত্রলীগ চায় আসিফের রক্ত পঙ্গুত্ব কিংবা তিরোধান। উভয় দলের পোস্ট, মন্তব্য এবং হিংস্রতা দেখে মনে হচ্ছে আসিফ উভয় গ্রুপকে জায়গা মতোই পেইন্টিং করেছিলো।

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

হা...হা...হা... বলেছেন: হুমম.. ও সবার কাছেই খারাপ, হনুরা ছাড়া।

২৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২

মাহী ফ্লোরা বলেছেন: আপনাকে আমার ভবিষ্যৎ ফেলুদা মনে হচ্ছে। চালিয়ে যান।

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪

হা...হা...হা... বলেছেন: কিন্তু আমি মাসুদ রানাকে বেশী ভালবাসি। :(

২৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

মহান প্রকৃতি বলেছেন:
________আচিফের মত উন্নত প্রজাতির হনু'দের উপর আক্রমনের বিচার প্রাণি সংরক্ষণ আইনে করা হোক

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩

হা...হা...হা... বলেছেন: :)

২৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭

জটিল বাক্য বলেছেন: //সন্ধ্যা ৮.৩০ টার দিকে কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা শুরু করি।
এখন কথা হইল সন্ধ্যা ৮.৩০ মিনিটে কাউকে অফিসে যাইতে শুনছেন? //

মশায় এই টাইমে অফিসে যাওয়া কিতাবে নিষেধ আছে নাকি।

// চাপাতি, ছুরি ও ড্যাগার। তার মানে তিন হামলাকারীর কাছে এই তিন ধরণের অস্ত্র ছিল। তার চোখ ঢেকে ফেলায় সে কিছুই দেখতে পায়নি কিন্তু হামলাকারীদের হাতে কি কি অস্ত্র ছিল, কয়টি অস্ত্র ছিল, সেগুলোর নাম কি তা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে//

ধইরা নিলাম ব্লেডের তার দ্বারা কি এটা প্রমানিত হয় আলোচ্য ব্যক্তি নিজেই নিজেকে রক্তাক্ত করেছে।

ফিনিশিংটা ভালো দিয়েছেন।

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

হা...হা...হা... বলেছেন: না মশায়, নিজেকে নিজে রক্তাক্ত করেছে এমন ধারণা করছি না। ধারণা করছি আর যাই হোক সে এজাহারে যা বলেছে তা সত্য নয়। হয় তো কোন কু-কাম করতে গিয়ে মাইর খাইছে এমন হতে পারে। অন-লাইন একটিভিটির কারণে মাইর খাইছে এটা হইতেই পারে না। ঘটনার আলামত এমন বলছে না।

এখন কথা হইল কেউ ব্যাক্তিগত কারণ যদি মাইর খায় এই নিয়ে একজন ''ব্লগার'' মাইর খাইছে এই নিয়ে চিল্লাফাল্লা, তার জন্য পোষ্ট স্টিকি, প্রতিবাদ সমাবেশ কতটা যুক্তিযুক্ত? সে অনলাইনে লেখা লেখি করে বলে কি এমন হিন্দি চুল হইছে যে তার জন্য সবাই মিলে জিকির শুরু করেছে? সে কি ব্লগিংয়ের কারণে মাইর খাইছে এটা কেউ কইতে পারব?

এখন আমার জমির আইল নিয়া যদি পাশের বাড়ির নুরু মিয়ার সাথে মারামারি করি আর সে আমার মাথা ফাটাই দেয় তবে কি ব্লগে একজন ব্লগার আক্রান্ত হইছে বলে শোরগোল উঠবে? পোষ্ট স্টিকি হইবে? প্রতিবাদ সমাবেশ হবে? ব্লগার হইছে বইলা হিন্দি চুল হইয়া গেছে এইটা কিন্তু ঠিক না।

২৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

পুরানপাপী (শুধু চেহারা বদল) বলেছেন: জটিল লাগতাছে :-& :-& :-&

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

হা...হা...হা... বলেছেন: লাগতেই হবে।

২৮| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮

ফারজুল আরেফিন বলেছেন: :-B :-B :-B

+

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫

হা...হা...হা... বলেছেন: :)

২৯| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন: ওইটাতো জাস্ট একটা গর্দভ !

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫

হা...হা...হা... বলেছেন: অথচ এই গর্দভ কারো কারো কাছে আইডল!

৩০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

হাসতেই আছি আমি বলেছেন: চুরি চামারি করে আসিফের ইমেজের ১২ টা এমনিতেই বেজে গেছে। এখন একটু মাইর মুইর খাওয়ার ঢঙ করে ব্লগারদের কাছ থেকে সহানুভূতি পাইতে চায় এই আরকি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.