![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে সাহিত্য রচনা করি না, ব্লগরব্লগর করি। সুতরাং এই ব্লগারের লেখায় ভাষার মাধুর্য, শুদ্ধ বানানরীতি খুঁজতে গেলে হতাশ হবেন।
বুদ্ধি কইরা এমনডারে ফাঁসির হুকুম দেওন হইছে যারে ফাঁসি দেওয়াই সম্ভবনা। এতে এক ঢ়িলে দুই পাখি মরছে। যুদ্ধাপরাধের বিচারের রায়ও অবশেষে দেয়া গেল আবার দড়িতে ঝুলাইয়া ছাগুদের হাঙ্গামা থেকেও বাঁচা গেল। সরকার ভাল কইরাই জানে বড় বড় রাজাকার যেইগুলানরে ধরছে এইগুলানরে ফাঁসি দিলে ছোট হোক আর বড় হোক একটা হুলুস্থুল ছাগুর বাচ্ছারা করবেই। সেই ভয়ে এমনডারে ফাঁসির আদেশ দিছে যাতে ''ধরিব মাছ, না ছুঁইব পানি।''
বাচ্ছু রাজাকারের বিচার শুরু হইছে মনে হয় সবার শেষে, রায় হইছে সবার আগে। কেন? ফাঁসির আদেশ দিয়াও ঝুলানোর হাঙ্গামায় যাতে যাইতে না হয় এ কারণে? আমার তো এইডাই মনে হয়। আবার আমার সন্দেহ হইতাছে এইডাও যে, বাচ্ছু রাজাকারকে সরকারই পালানোর সুযোগ কইরা দিছে যাতে একটা রায় দ্রুত দেয়া যায় কিন্তু বাস্তবায়ন করা লাগবে না। এতে কইরা সরকারের ‘নির্বাচনী ওয়াদা’’ কিঞ্চিত রক্ষা হয়। সরকারের মেয়াদ শেষ দিকে। তার এখন বলতে পারবে ‘মোরা হেন করেঙ্গা, তেন করেঙ্গা, বাচ্ছু রাজাকারের বাল ছিয়েঙ্গা’।
সরকারের সহযোগীতা না থাকলে এই যুগে একটা জলজ্যান্ত লোক কেমন কইরা দেশ থেইক্কা ভাগে? এতগুলো কাঁটাতারের বেড়া আর সীমান্তরক্ষীদের বন্দুকের নল ফাঁকি দিয়ে অন্য একটা দেশকে টপকাইয়া হাজার মাইল দূরে যাওয়া এত সোজা?
যুদ্ধাপরাদের বিচারও হইতাছে, তামাশাও হইতাছে। অদ্ভুত স্বদেশ আমার।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫
হা...হা...হা... বলেছেন: কারে দিলেন? আমারে নাকি বাচ্ছু রাজাকারকে?
২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮
কান্না হাসি বলেছেন: Every Day is not Sunday.
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
হা...হা...হা... বলেছেন: সক্কল রাজাকারে ফাঁসি চাই।
৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯
টয় বয় বলেছেন: সব আসামীরই ফাঁসী হবে, আগাম বইলা রাখলাম| তয় ফাঁসীর দড়ি ও চেতনাধারী নিরপেক্ষ জল্লাদ নিয়োগের জন্য আম্লীগ আরো ৫ বছড়ের জন্য ক্ষমতায় আসার আবেদন জানাবে|
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫
হা...হা...হা... বলেছেন: রাজনীতি যে কত খারাপ জিনিস এটা একমাত্র বাঙ্গালীই জানে।
৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১
ফাহীম দেওয়ান বলেছেন: বুইঝা বা না বুইঝা শুধুই লাফান ক্যান?
বাচ্চুর বিচার তাড়াতাড়ি তো হবেই, কারন তার পক্ষে কোন সাক্ষী ছিলনা, ছিলো সরকারের নিয়োগকৃত একজন আইনজীবি। সুতরাং কোন ঝাই ঝামেলা ছাড়াই বিচার কাজ নির্বিঘ্নে দ্রুততার সাথে হয়েছে।
দেলুর টা তো কাছাইয়া গেছিলো, কিন্তু স্কাইপ হ্যাকিং এর জন্য পিছিয়েছে।
সব ই তো জানেন, তাইলে এই সবের মানে কি ?
২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫
হা...হা...হা... বলেছেন: মানে সহজ। যুদ্ধাপরাধের মামলা সরকারের কাছে দিল্লিকা লাড্ডু। খাবে নাকি ফেলে দিবে সেই ফাঁক খুঁজছে। খাবে কি খাবে না এই চিন্তায় আরো কয়টি বছর কাটিয়ে দেয়াই ওদের এখন বড় চিন্তা। এভাবে কয়েক বছর কাটিয়ে দিতে পারলে আশা করা যায় রাজাকারগুলা এমনিতেই বয়সের ভারে অক্কা পাবে। বিশেষ করে গো আযম।
৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮
টয় বয় বলেছেন: @ফাহিম:
বাচ্চুর মামলা ফিনিশ ২৪ দিনে আর বাকীদেরটা লাগতাছে ৫ বছর, ঘটনা কী??
ফাঁসীর দড়ি ও চেতনাধারী নিরপেক্ষ জল্লাদ নিয়োগের জন্য আম্লীগ আরো ৫ বছড়ের জন্য ক্ষমতায় আসার আবেদন জানানোর ফন্দি??
৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৮
আব্দুর রহ্মান বলেছেন:
৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১১
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: কথাটা অপ্রিয় হলেও সত্য।+++
৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৬
মেহেদী_বিএনসিসি বলেছেন: চ্রম পুষ্ট.........সরকারী আইওয়াশেও আজকাল ভ্যাজ্যাল ঢুইক্যা গ্যাছে.......পাবলিক ক্যাম্নে যেন ঠিকই ধইরাফালায়.......
আর মুক্তিযুদ্ধের পক্ষের রশি আর জল্লাদের প্রয়োজনে আওয়ামীলীগকে আরেকবার ভোটদেওয়ার আবেদন জানানো যাইতেই পারে.........
২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬
হা...হা...হা... বলেছেন: সহমত
৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৪
বিপদেআছি বলেছেন: সরকারের সহযোগীতা না থাকলে এই যুগে একটা জলজ্যান্ত লোক কেমন কইরা দেশ থেইক্কা ভাগে? একই QUESTION আমারও !
১০| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৩
১১স্টার বলেছেন: রাজাকার বিয়াই হোক আর শালা হোক তার ফাসি চাই।
১১| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৫
১১স্টার বলেছেন: রাজাকার বিয়াই হোক আর শালা হোক তার ফাসি চাই।
১২| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩২
ডাইস বলেছেন: পোস্টের আফসোসটা মনে এখানে যে জামাত যদি তারে ডিফেন্ড করত তাইলে পোস্টেও যুক্তি আরও একখান বেশি পাইতাম...
১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬
জীবনকেসি বলেছেন: চ্রম পুষ্ট.........সরকারী আইওয়াশেও আজকাল ভ্যাজ্যাল ঢুইক্যা গ্যাছে.......পাবলিক ক্যাম্নে যেন ঠিকই ধইরাফালায়.......
আর মুক্তিযুদ্ধের পক্ষের রশি আর জল্লাদের প্রয়োজনে আওয়ামীলীগকে আরেকবার ভোটদেওয়ার আবেদন জানানো যাইতেই পারে.........
১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
ইয়াংিক বলেছেন: u r right.+++++
১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি কই ? দেখিনা যে ?
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
জীবনকেসি বলেছেন: +++++++++++++++++