![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে সাহিত্য রচনা করি না, ব্লগরব্লগর করি। সুতরাং এই ব্লগারের লেখায় ভাষার মাধুর্য, শুদ্ধ বানানরীতি খুঁজতে গেলে হতাশ হবেন।
মাহমুদুল্লাহ গর্দভটা কোন যোগ্যতা বলে ৫ নাম্বারে ব্যাটিং করে বুঝতে পারিনা। অথচ নাছিরের মতো ব্যাটিং জিনিয়াস কে খেলানো হয় ৭ নাম্বারে। নাছির দলে ঢুকার পর থেকে নিজে যোগ্যতার প্রমাণ দিয়ে যাচ্ছে। মাহমুদুল্লাহ ছাগলের তিন নাম্বার বাচ্ছা হয়ে দিনের পর দিন দলের সাথে আছে। মানি সে মাঝেসাজে ওয়ানডে তে কিছু একটা করে। কিন্তু টেষ্টে কেন সে নাছিরের আগে ব্যাট করবে? ওর যে যোগ্যতা তাকে করে তাকে ৭ নাম্বার ব্যাটসম্যান এবং ৫ নাম্বার বোলার হিসেবেই মানায়। ওর থেকে নাঈম ইসলাম অনেক ভাল ছিল। ঐ সেদিনও নাঈমের সেঞ্চুরী নিয়ে কত হৈ চৈ (ওয়েষ্ট ইন্ডিজের সাথে)। অথচ এর পরের তিনটি ইনিংস খারাপ করার পর সে বাদ। মাহমুদুল্লাহ তো টানা ৪ ইনিংসে ব্যার্থ, সে কি বাদ হবে?
নাকি মামার জোরে এবারও টিকে যাবে?
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৯
হা...হা...হা... বলেছেন: মনের কথা।
২| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
আরহাসান বলেছেন: কোটি টাকার প্রশ্ন, মাহমুদুল্লাহ কেন টিম এ ?????
৩| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
তথই বলেছেন: নাহহহ টিভি টা চালু করলেই যাওয়া আসার মিছিল শুরু হয়ে যায়
৪| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
শান্তা273 বলেছেন: প্রথম বলেই আউট!
মেজাজটাই খারাপ হইয়া গেছে!
৫| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
দেশপ্রেমিক পোলা বলেছেন: এটা নিয়ে আমিও পোস্ট দিতে চেয়েছিলাম। আমি নাসিরকে ৫ এ নামানোর পক্ষে নই, জাস্ট মাহামুদুল্লাহকে নাসিরের পরে দিলেই পারফেক্ট অর্ডার হতো।
৬| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
শিপু ভাই বলেছেন:
ওরে হুদাই দলে নিছে!!!
৭| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
আবিদ ফয়সাল বলেছেন: ও সাইজে নাসিরর চেয়ে লম্বা তাই আগে নামবে
৮| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
রিফাত হোসেন বলেছেন: asen amrai khaila ashi
৯| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
অসামাজিক ০০৭০০৭ বলেছেন: মাম্মার জোরে টিকা যাইবো আবার
১০| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
সুনামব্লগ বলেছেন: মাহমুদুল্লাহ বরাবরই আমার অপ্রিয় খেলোয়ার তবে বি.পি.এল এ ভাল করছে।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫০
দেশপ্রেমিক পোলা বলেছেন: মাহামুদুল্লাহ দলে থাকুক তাতে আমার আপত্তি নেই। কিন্তু বারবার ব্যার্থ হওয়ার পরেও তাকে কেন ৫ নং এ নামালো বুঝলাম না। ওদিকে ফর্মে থাকা নাসির প্রতি ইনিংসে সাপোর্টের অভাবে খেলতে পারে না। এতো গর্ধব কেন কোচ অধিনায়ক?