![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে সাহিত্য রচনা করি না, ব্লগরব্লগর করি। সুতরাং এই ব্লগারের লেখায় ভাষার মাধুর্য, শুদ্ধ বানানরীতি খুঁজতে গেলে হতাশ হবেন।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ''বিলবোর্ডে সুন্দরী নারীদের ছবি থাকায় চালকদের নজর সেদিকে যাচ্ছে এবং এতে করে দুর্ঘটনা বাড়ছে।'' মন্ত্রী মহোদয়ের এ কথা শুনে কিছু লোক ''ধুম'' করে আকাশ থেকে পড়েছেন। আমি তাদের বিনীত ভাবে জিজ্ঞেস করি, দুর্ঘটনার হাজারটা কারণের মধ্যে এটা কি একটা কারণ হতে পারে না?
যখনি মেয়েদের বিজ্ঞাপনে, নাটকে, সিনেমায় পণ্য হওয়ার কথা বলা হয়, যখনই মেয়েদের পোষাকের শালীনতার কথা বলা হয় তখনই কিছু লোক আকাশ থেকে ''ধুম'' করে পড়েন। আর আমি তাদের এ পড়ার শব্দ শুনে বুঝতে পারি বাংলাদেশে কত দ্রুত ভাবে নপুংসকের সংখ্যা বাড়ছে।
১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৭
হা...হা...হা... বলেছেন: বিষয়টা মোটেই হাসির নয়।
২| ১১ ই জুন, ২০১৩ রাত ১০:১৬
জাহিদুল হাসান বলেছেন: স হ ম ত।
১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৯
হা...হা...হা... বলেছেন: ধন্যবাদ।
জাহিদ ভাই, কি খবর আপনার? আপনার সাথে একবার চিন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেখা হয়েছিল, তাই না?
৩| ১১ ই জুন, ২০১৩ রাত ১০:২০
ইকবাল পারভেজ বলেছেন: যুগাযুগ মন্ত্রীর কমেন্ট আর তার সমর্থনে পোস্ট ও স হ ম ত কারীদেরকে দেখে আরেকবার প্রমান হইলো আম্লীগের নেতারা বলদ আর সমর্থকরা আবাল|
জয় বাংলা|
১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩২
হা...হা...হা... বলেছেন: এই পাগল কি বকরবকর করল বুঝলাম না।
৪| ১১ ই জুন, ২০১৩ রাত ১০:৫৩
রাজ০০৭ বলেছেন: তবে এ কথা সত্য কারণ আমি নিজে পরিক্ষিত। একদিন একটি রিক্সা নিয়ে যাচ্ছি আমি লক্ষ্য করিনি । যখন লক্ষ করলাম রিক্সা চালক সিনেমার পোস্টার দেখছে আর তখনই আমার রিক্সা উল্টাইয়া গেছে।
১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৩
হা...হা...হা... বলেছেন: ওহ্ ।
৫| ১২ ই জুন, ২০১৩ ভোর ৫:১৬
নয়ামুখ বলেছেন: সব বিলবোর্ড থেকে সুন্দরী নারীদের ছবি নামিয়ে দিয়ে শেখ হাসিনার ছবি টাঙ্গিয়ে দেয়া হোক ।
১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৪
হা...হা...হা... বলেছেন: কোন বিলবোর্ডই দেখতে চাইনা।
৬| ১২ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৭
পথহারা সৈকত বলেছেন: @নয়ামুখ
কন কি ভাইসাব......? এই সব কথা বলতে হয় না.........
৭| ২৩ শে জুন, ২০১৩ বিকাল ৫:১০
জাহিদুল হাসান বলেছেন: জী ভাই, আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লেগেছিলো।
৮| ৩১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ১০০% সহমত !
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৩ রাত ১০:১৪
মদন বলেছেন: