নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হা...হা...হা...

http://www.facebook.com/Kobitar.Khata

হা...হা...হা...

ব্লগে সাহিত্য রচনা করি না, ব্লগরব্লগর করি। সুতরাং এই ব্লগারের লেখায় ভাষার মাধুর্য, শুদ্ধ বানানরীতি খুঁজতে গেলে হতাশ হবেন।

হা...হা...হা... › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা কি বাংলাদেশের মাহাথির মোহাম্মদ হতে পারবে?

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৪

বর্তমান আওয়ামী লীগ সরকার কি করেছে?

1. আমি যখন চোখ বন্ধ করে দেখি ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে দিয়ে সাঁইসাঁই 4 লেনে গাড়ি চলাচল করছে, 7 ঘন্টার পথ 4/5 ঘন্টায় এগিয়ে যাচিছ, বিদেশ থেকে ঘুরে এসে অনেকেই বিদেশে গাড়ি কেমন করে চলে সই গল্প করে, এখন থেকে বিদেশের গল্প বন্ধ করে হা করে নিজ দেশের রাস্তার দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।



2. রেলওয়ের ডবল লাইনে দুটো গাড়ি দুদিকে কুউউউ ঝিকঝিক.... করে ছুটে যাচ্ছে।আহা কি যে ভাল লাগছে আমার!



2. যাত্রাবাড়ির মোড়ে ঘন্টার পর ঘন্টা জ্যাম নাই, ফ্লাইওভার উপর দিয়ে গাড়িগুলো কি সুন্দর ঘন্টার পথ মিনিটে ‘ফ্লাই‘ করে চলে যাচ্ছে, কুড়িল মোড়ে জ্যামে পড়ে ঘন্টার পর ঘন্টা ঘামতে হচ্ছে না, সেখানেও গাড়ি ‘ফ্লাই‘ করে চলে যাচ্ছে। আহা! কি যে আরাম!



3. 2 ঘন্টা লোডশেডিং শেষে 30 মিনিট বিদ্যুতের আশায় না থেকে এখন হিসেব করতে হয় শেষ লোডশেডিং কখন হলো? কখন হলোরে?



4. হাতিরঝিল দেখে আমাদের মনে হয় ‘ওয়াও!! অস্ট্রেলিয়া চলে এলাম নাকি?’



5. পত্রপত্রিকার পাতায় বাংলাদেশের ফরেন রিজার্ভ সার্কের মধ্যে দ্বিতীয় দেখে গর্বে বুক দুই ইঞ্চি ফুলে যায়। নিজের পকেট ভরা টাকা থাকলে যেমন লাগে আরকি!



6. মাথা পিছু আয় হাজার ডলার ছাড়িয়েছে, বিশ্বাস হয় না? একজন লেবার প্রতিদিন 300 টাকা মুজুরির কমে পাওয়া মুসকিল। 300*30 = কত হয়? এবার সেই টাকা ডলারে রুপান্তর করুন? কি বুঝলেন? একদম শ্রমীক শ্রেনীর হিসাব দিলাম। শ্রমীকের উপরের শ্রেনীর হিসাবগুলো বসে বসে আপনিই করুন। সত্যিই আমরা পয়সাওয়ালা হয়ে যাচ্ছি, তাই না? :)



7. এই সরকার ক্ষমতায় যখন আসে তখন গার্মেন্টস কর্মীরা তাদের বেতন 1800 টাকা থেকে বাড়িয়ে ৩০০০ হাজার করার আন্দোলন করছিল আর এই সরকারের শেষে এসে তারা 8000 করার দাবী জানাচ্ছে, কোথা থেকে কোথায় এলো? কিছু মাথায় ঢুকছে?



8. মিরপুর থেকে সাঁইসাঁই করে শহর দেখতে দেখতে মেট্রোরেলে মতিঝিল এসে পৌছলাম। আহা! কি যে আরাম!



এটা হলো গত পাঁচ বছরের উন্নয়নের মাত্র কয়েকটি খণ্ডচিত্র। ভাবছি যদি এভাবে আরো 5টা বছর চলে তাহলে দেশটাকে কোথায় দেখব? চোখের সামনে থেকে রাজনীতির কালো পর্দা সরিয়ে একবার কল্পনা করুন তো? আমরা বাঙ্গালী জাতি উন্নয়নের উদাহরণ দিতে গিয়ে বারবার মাহাথির মোহাম্মদ এর প্রসঙ্গ টেনে আনতে ভালবাসি আর হা হুতাশ করে বলি আমাদের যদি একজন মাহাথির মোহাম্মদ থাকত!! মাহাথির আধুনিক মালয়শিয়া নির্মাণ কত বছর ক্ষমতায় থেকে করেছিলেন বলুন তো? তাহলে আসুন উইকিপিডিয়া থেকে একটু পড়ি “ডাঃ মাহাথির মোহাম্মদ (জন্ম জুলাই ১০, ১৯২৫) মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও আধুনিক মালয়েশিয়ার স্থপতি। তিনি ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে ক্ষমতাসীন দল পর পর পাঁচবার সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৩ সালের ৩০শে অক্টোবর তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন।” কিছু বুঝলেন? 1981 থেকে 2003 হিসাব করুন কতদিন ক্ষমতায় ছিল? আর আমরা মাত্র পাঁচ বছরে স্বর্গে চলে যেতে চাই। বাংলাদেশকে মালয়শিয়ার মতো দেখতে চাই। একবার ভাবুন তো উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বাংলাদেশ কি মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে না? ওহ্ হো!! আপনি তো আবার চোখের সামনে অপরাজনীতির একটা কালো পর্দা ঝুলিয়ে রেখেছেন... কষ্ট করে পর্দাটা সরিয়ে উঁকি দিলে কিন্তু বাংলাদেশকে 25 বছর পর মালয়শিয়া থেকে ভাল অবস্থায় দেখতে পেতেন।



এখন প্রশ্ন হলো আমরা কি শেখ হাসিনাকে মাহাথির মুহাম্মদ হওয়ার সুযোগ দেব? নাকি মিঃ টেন পার্সেন্টকে দিয়ে আবার একটি হাওয়া ভবন খুলব?



মনে হয় টেন পার্সেন্টকেই দেখতে চাই, তাই না? আমরা বাঙ্গালী তো, “এতো সুখ সইব কেমন করে?” আমাদের যে পাঁচ বছর পর পর চুলকায়!!

মন্তব্য ৫১ টি রেটিং +১/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৯

হারকিউলিস বলেছেন: যদিও ঝামেলা আছে। তবুও লেখাটা অনেক অনেক ভালো লাগ্লো। :)

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৪

হা...হা...হা... বলেছেন: ঝামেলা গুলো বলুন, পরে ঝামেলা খণ্ডন করে একটি পোষ্ট দেব। ধন্যবাদ।

২| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৫

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
(আপনার নাম কমেন্ট করলাম )

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৯

হা...হা...হা... বলেছেন: সুখে নাকি দুঃখে?

৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৯

এম ই জাভেদ বলেছেন: েট্রো রেল কই পাইলেন ? শুধু উন্নয়ন দিয়ে আজকাল জনপ্রিয়তা অর্জন করা যায় না- সিটি কর্পোরেশন নির্বাচন সেটা বুঝিয়ে দিয়েছে।

আপনি শুধু উন্নয়ন দেখেছেন , কিন্তু ব্যর্থতার দিকটা একেবারে এড়িয়ে গেলেন। আপনার ব্লগের ভুমি সমতল নয় ভাইজান।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩১

হা...হা...হা... বলেছেন: 100% সফলতা কোন দেশের কোন সরকারের দেখেছেন একটু বলবেন? ব্যর্থতা যে গুলো আছে সেগুলো সফলতায় পরিনত করার জন্য আমরা কি মাহাথির মোহাম্মদের মতো শেখ হাসিনাকে সময় দেব নাকি পাঁচ বছর পর উষ্ঠা দিয়ে গদি থেকে ফেলেদেব সেটাও তো ভাবতে হবে, নাকি? আর ব্যার্থতার গল্প অনেকেই কমেন্টে বলবে আমি জানি, সেগুলো নিয়ে আরেকটি পোষ্ট দেবে আশা করছি।

৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৯

হারকিউলিস বলেছেন: |-)

ডগ স্কোয়াড কৈ যাবে?
সেঞ্চুরিয়ানরা কৈ যাবে?
আবুল কৈ যাবে?
৫২ জন সেনা অফিসার কৈ যাবে?
ফেলানী কৈ যাবে? লিমন কৈ যাবে?
শেয়ার বাজারের ৩০ লাখ ফকির কৈ যাবে?

....
..........................
.......................................
....................................................
বলতে থাকলে সাহিত্য হয়ে যাবে। /:)

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৪

হা...হা...হা... বলেছেন: আপনার সব গুলো রাখলাম, পোষ্ট আকারে জবাব দেব ইনশাল্লাহ।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৯

অদ্ভুত স্বপ্ন বলেছেন: ভাই, লিখলে অনেক কিছুই লেখা যায়। বিএনপি ভাল নাকি আওয়ামী লীগ ভাল এই প্রশ্নের উত্তরে অনেকেই অনেক কিছু লিখতে বা বলতে পারে এবং তাঁর স্বপক্ষে যুক্তিও দেখাতে পারে।

আপনি এই সরকারের আমলে যে সব উন্নয়নের চিত্র তুলে ধরেছেন তার সাথে দ্বিমত করছি না।

কিন্তু এখানে অনেক কথা থেকে যায়। এত বিস্তারিত লেখার ইচ্ছা নাই।

তবে মাহাথির মোহাম্মদ এর সাথে শেখ হাসিনার তুলনাটা একটু অতি আবেগীয় হয়ে গেল না?

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৬

হা...হা...হা... বলেছেন: মাহাথির মোহাম্মদের সমান সময় যদি হাসিনা ক্ষমতায় থাকে আর এই ধারাবাহিকতা ধরে উন্নয়ন চলে তবে আপনাকে ২৫ বছর পর অবশ্যই বলতে হবে “হাসিনার সাথে মাহাথিরের তুলনা একটু অতি আবেগীয় হয়ে গেল না ” কল্পনা করে দেখুন।

৬| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৭

শাহ আজিজ বলেছেন: কই চৌকির তলা আর কই আগরতলা ।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৪

হা...হা...হা... বলেছেন: মাহাথিরের প্রথম 5 বছরও চৌকির তলা ছিল। 25 বছর পর দেখা গেল সেটা আগরতলা হয়ে গেছে।

৭| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৯

বোকা সোকা বলেছেন: কই রাজরানী আর কই চু***নী!! দেশে এখনও সেই পিরিস্থিতি হয়নি যে বিদেশ থেকে এসে হা করে গাড়ী চলা দেখতে হবে। সপ্ন দেখেন সপ্ন দেখতে মানা নাই পয়সাও লাগে না।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫২

হা...হা...হা... বলেছেন: ঢাকা-চট্টগ্রামের রোড টা চোখে পড়েনি? আশা করছি বছর খানেক এর মধ্যে আপনার চোখ ছানাবড়া হয়ে হাবে, হা করে শুধু তাকিয়ে থাকবেন, মুখে মাছি ঢুকলেও টের পাবেন না।

৮| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৫

শেরশাহ০০৭ বলেছেন: দলকানা

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৮

হা...হা...হা... বলেছেন: অনেকেই..

৯| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৩

আই ঠগ বলেছেন: সমস্যা বহুল দেশে একটু সময় লাগে বৈকি ।সুশাসন থাকতে হবে ।দলীয় গোড়ামীর উদ্ধে কাজ করতে হবে ।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৯

হা...হা...হা... বলেছেন: আমরা আরো 5 বছর সময় দিতে পারি। যদি দেখি বিপথেই চলছে তবে সময় কেড়েও নিতে পারি।

১০| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৮

ক্লিকবাজ বলেছেন: ডগ স্কোয়াড কৈ যাবে?
সেঞ্চুরিয়ানরা কৈ যাবে?
আবুল কৈ যাবে?
৫২ জন সেনা অফিসার কৈ যাবে?
ফেলানী কৈ যাবে? লিমন কৈ যাবে?
শেয়ার বাজারের ৩০ লাখ ফকির কৈ যাবে?
সাগর-রুনির সন্তান মেঘ কোথায় যাবে?
কুইক রেন্টালের কুইক লুটপাটের টাকা কার কার পকেটে গেল?
কালো-বিড়াল রহস্যের সমাধান কি?
হলমার্ক-ডেস্টিনির অবস্থা কি?
এতো ঢাক-ঢোল পেটানো মি: টেন% (!) এর কত টাকা ফেরত পাওয়া গেল?
মেট্রোরেল ৮ বছর গেল আর কত বছর লাগবে?
ট্রানজিট থেকে সিঙ্গাপুর হওয়াতো দূর বছরে কত টাকা ভর্তূকি দেয়া লাগছে?
হত্যা-গুম-আইনশৃংখলার আর কত অবনতি দেখতে হবে।
দালাল মিডিয়াগুলি ছাড়া বাকী সব মিডিয়া কবে নাগাদ বন্ধ হবে?

জানি, এ প্রশ্নের উত্তর কখনোই পাওয়া যাবেনা। কিন্তু জনগণ উত্তরটা ঠিকই সময়মতো দেবে, শুধু সুযোগের অপেক্ষায় আছে। পালাবে কোথায়???

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৩

হা...হা...হা... বলেছেন: আপাতত নিজে নিজে উত্তর মিলানোর চেষ্টা করুন। না পারলে আমি তো আছিই। :)

১১| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৫

কষ্টবিলাসী বলেছেন: শুধু পাঁচ বছরের উন্নয়ন মনে করেছেন? '৯০ সাল থেকে ধরবেন না? নাকি আগের সরকারগুলো শেইভ করছে বসে বসে?

আর উন্নয়ন কোন সরকারই করেনি, বরং লুটপাট দুর্নীতি আর চাঁদাবাজি করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করেছে। দেশের উন্নয়ন কিছু করে থাকলে দেশের জনগণ করেছে, রাজনীতি না থাকলে এই উন্নয়ন আরও হত।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৬

হা...হা...হা... বলেছেন: ওহ! তাই নাকি? রাস্তা, ফ্লাইওভার এগুলো আমি আপনি কত কষ্ট করে করেছি, তাই না?

১২| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৯

রাতুল রেজা বলেছেন: দেখুন আমি নিজেউ বিলিভ করি যে দেশ উন্নত হতে হলে যেকোনো একটি সরকার কে দীর্ঘসময় ক্ষমতায় থাকতে হবে । তবে সেটা শেখ হাসিনা বা খালেদা তদপুরি কোনো নারির দারা সম্ভব নয়। এর জন্যে বলিষ্ঠ পুরুষ নেতা দরকার। আর মাজাথির মোহাম্মাদের দেশকে উন্নত করার ইছছা ছিল তাই তিনি করতে পেরেছেন। বাংলাদেশে কোনো নেয়ার ই এমন ইচ্ছা নেই। আর যদি কোনো দিন হয়ও , রাহলে তাকে হয় রাজনীতি থেকে সরিয়ে দেবে অথবা দুনিতা থেকে সরিয়ে দেবে , এটা হল মোদ্দা কথা । এই হল আমাদের দেশ । তবুও আমি আশা রাখি কেউ না কেউ অবশ্যই আসবে

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৫

হা...হা...হা... বলেছেন: আমি যে উন্নয়ন গুলোর কথা লিখলাম তা কিন্তু একজন নারী ক্ষমতায় থাকতেই হয়েছে। নারী নাকি পুরুষ সেটা ভাবতে আমি পছন্দ করছি না, আমি দেখতে চাই যোগ্যতা ও সদিচ্ছা।

১৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫১

আমাবর্ষার চাঁদ বলেছেন: হ রে ভাই, উন্নয়নের ঠেলায় দ্যাশ ভাইসা যাইতেছে.......... লগে আমরাও....



যে যহন আহে সেই উন্নয়ন করে, আর আমরা ভাসতে থাকি..........

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৫

হা...হা...হা... বলেছেন: ভাসতে থাকুন... ভাসতে ভাসতে নদী থেকে সাগরে পড়লে বুঝবেন কত জল।

১৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৪

বশর সিদ্দিকী বলেছেন: শেখ হাসিনার সাথে শুধু একটা প্রানির সাথেই তুলনা করা যায়। আর সেটি হচ্ছে আদালত সীকৃত একটি প্রনি যেটি খুব সুন্দর করে হাসি দিতে পারে।

অ:ট: বুয়েটের সেই টিচারকে তো মনে হয় এখনো এরেস্ট করতে পারে নাই। তবে তিনি আমাদেরকে এদরে পারিবরিক পরিচয় শিখিয়ে গিয়েছেন। শত ধন্যবাদ তাকে।

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৭

হা...হা...হা... বলেছেন: ময়লা না ঘেটে দেখুন দেশে কত সুন্দর সুন্দর জিনিস হচ্ছে। ভাবনার পরিধিটা বাড়ান।

১৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০০

কষ্টবিলাসী বলেছেন: মন্তব্যের উত্তরগুলো দেখেই বোঝা যাচ্ছে আপনার চিন্তা-ভাবনার গভীরতা কতটুকু। এনিওয়ে, ভুল যায়গায় মন্তব্য করেছি, স্যরি ভাইজান।

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৮

হা...হা...হা... বলেছেন: কি কইতে কি কয়?

১৬| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৫

হু-কেয়ারস বলেছেন: মাহাথির মোহাম্মদের মতো দেশপ্রেম, সততা, নিষ্ঠা, দূর-দৃষ্টি থাকলে আমি নিজেই আরো ৫ বছর না ৫০ বছর ক্ষমতায় থাকার জন্য ভোট দিতাম। আপনার কি মনে হয় উনার মধ্যে ঐসব গুন আছে বা আরো ৫ বছর ক্ষমতায় থাকলে ঐসব গুন উনার মধ্যে উদয় হবে? উনি আগে ও আরও কয়েকবার ক্ষমতায় ছিলেন, আপনার কি মনে হয় পরের ৫ বছরে উনি মাহাথির মোহাম্মদের ধারের কাছে ও যাবেন?

কেন শুধু শুধু মাহাথির মোহাম্মদের লেভেল নিচে নামাচ্ছেন। শুধু নামের উদাহরন দিলেই হবে না মাহাথির মোহাম্মদের কাজের সাথেও উদাহরন দিন।
আমার মনে হয় সবাই একমত হবেন যে আমাদের দেশে মাহাথির মোহাম্মদের মতো কোন নেতা পাওয়া একটা অলীক কল্পনা ছাড়া আর কিছু না। আর এখন যারা আছেন (২ মহিলা সহ) তাদের কাছে এমন কিছু আশা করা বোকামি ছাড়া আর কিছু না।

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১০

হা...হা...হা... বলেছেন: এর আগের বারও উন্নয়ন কম করেননি। ধারাবাহিকতা তো দিলাম না... জনগন সময় যদি না দিত তবে কি মাহাথির মুহাম্মাদ আজকের মাহাথির হতে পারতেন। সময় দিতে হবে... আমরা তো সময় না দিয়েই বড্ড বেশী কথা বলছি।

১৭| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৩

হু-কেয়ারস বলেছেন: উনি এলরেডি যথেষ্ট সময় পেয়েছেন। Morning shows the day. আর আমাদের এলরেডি সকাল দেখা শেষ হয়ে সন্ব্যা হয়ে গেছে :(

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৪

হা...হা...হা... বলেছেন: উপরে যে লিষ্ট টা দিয়েছি সেটা দেখে কি মনে হচ্ছে না সকাল টা চমৎকার শুরু হয়েছে?

১৮| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২০

ম.র.নি বলেছেন: মাহাথির কি কখনো দেশের উচ্চ আদালত কতৃক 'রং হেডেড পারসন' বলে অভিহিত হয়েছিলেন?

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৬

হা...হা...হা... বলেছেন: হন নি... কিন্তু একজন রং হেডেড যে উনাকে পিছনে পেলতে পারে উনি ভাবতেই পারবেন না।

১৯| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৩

নিকষ বলেছেন: ফরেন রিজার্ভের নতুন নতুন রেকর্ড আরো হবে; বাংলাদেশ ব্যাংকে যে হারে অন্য ব্যাংক গুলি থেকে ডলার কিনতে হচ্ছে - সে রেকর্ড চলতে থাকলে অচিরেই রিজার্ভ ২০০০ কোটি ছাড়াইয়া যাবে। গত কয়েক মাসে বাংলাদেশ ব্যাংক প্রায় ৪০০ কোটি ডলার কিনেছে, অতএব ১৭০০ কোটি থেকে ৪০০ কোটি বাদ দেন। বিনিয়োগে হাহাকার অবস্থা। ক্যাপিটাল মেশিনারী আমদানী প্রায় ৪০% কমে গেছে, মূলধনী যন্ত্রপাতি আমদানি না থাকার কারণে আরো ৩০০ কোটি ডলার পরে আছে। বাদ দেন আরো ৩০০ কোটি। বিদেশী লোনের কারণে যে ডলার বেড়েছে ঐটা বাদই দিলাম। অবস্থা স্বাভাবিক থাকলে ফরেন রিজার্ভ ১০০০ কোটি ডলার হত। আমাদের রপ্তানী এখন আকাশছোয়া না, রেমিটেন্সও দিগন্তছোয়া না; ফরেন রিজার্ভ বাড়তেছে উপরের কারণে।

মাথাপিছু আয়ের কথা বলেন; মাথাপিছু ঋণের কথাতো বলেন না; বাংলাদেশীদের মাথাপিছু ঋণ এখন প্রায় ২৮ হাজার।

আর গার্মেন্টস কর্মীদের কথা; দ্রব্যমূল্য কি পর্যায়ে গেছে খালি একবার চিন্তা করে দেখেন!

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৩

হা...হা...হা... বলেছেন: যে ভাবেই হোক রেকর্ড রির্জাভ কে তো আর অস্বীকার করতে পারবে না, তাই না?

মাথা পিছু ঋণ কোন দেশের লোকের নাই? সবচে বড় কথা ঋণ পরিশোধের চিন্তা সরকারের, আমাদের না।

গার্মেন্ট কর্মীরা যখন ১৮০০ টাকা বেতন পেত তখন চালের দাম কত ছিল? গত তত্তাবধায়কের সময় চালের দাম ৪০ টাকার নিচে ছিল না, মনে আছে? মোটাচালের দাম এখন কিন্তু ৩০ টাকা আশেপাশে। এখন কিন্তু ওদের বেতন ৮০০০ হাজার না হলেও কাছাকাছি চলে যাচ্ছে। দ্রব্য মূল বৃদ্ধি পেয়েছে ঠিক কিন্তু ওদের বেতনের মতো এত বেশী না।

২০| ২৪ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩৮

অলস_ছেলে বলেছেন: কত টাকা পাইছেন ভাই তেল মারার জন্য |-)

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৫

হা...হা...হা... বলেছেন: উপরে যেগুলো লিখেছি সব কি কাল্পনিক? নাকি চোখে কালো চশমাটার জন্য কিছুই দেখছেন না?

তেল মারার জন্য টাকা কোথা থেকে দেয়া হয় জানি না, সোর্সটা যদি দিতেন ভাল হতো...

২১| ২৪ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:০০

সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: কুকুরের লেজ ১০০ বছর খাঁটি ঘি দিয়ে মালিশ করলেও সোজা হয় না। অতএব আমি মনে করি আরো ১০০ বছর সময় দিলেও ওদের মন মানোসিকতার পরিবর্তন হবে না।

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৬

হা...হা...হা... বলেছেন: মনমানসিকতা দিয়ে আমি কি শরবত খাব? আমার দরকার কাজ, কাজ হচ্ছে এতেই আমি খুশী।

২২| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫৪

রামন বলেছেন:
চেষ্টা ও সদিচ্ছা থাকলে কি না সম্ভব। বাংলাদেশে উন্নতির পথে প্রধান বাধা দুর্নীতি এবং হরতাল। দেশের জনগণ এই দুটি দুর্দশা থেকে মুক্তি পেলে আগামী ২০ বছরের মধ্যে দেশ মালয়েশিয়ার কাতারে চলে আসাটা অসম্ভব কিছুই নয়।

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৮

হা...হা...হা... বলেছেন: সহমত।

২৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৫

হাসিব০৭ বলেছেন: সবই ঠিকছিল কিন্তু দূর্নীতি ও ব্যর্থতা টা এড়িয়ে গেছেন।

শীর্ষ সন্ত্রাসী বিকাশকে কেন আদালতের জামিন ছাড়া রাতের আধারে মুক্তি দেয়া হল?

বিএনপিপন্থি নেতা চেয়ারম্যান বাবুকে কেন রাস্তায় ফেলে কুকুরের মত মারা হল

২১ জনেরও বেশী ফাসির আসিমীকে কেন রাস্ট্রপতির সাধারন ক্ষমা পেলেন আর এই ২১ জনের সবাই আওয়ামিলীগার

আওয়ামিলীগ আসলেই কেন শেয়ারবাজারে ধ্বস নামে এবং এর কোন বিচার হয় না

আওয়ামিলীগ আসলেই কেন সীমান্তে হত্যাকান্ড বৃদ্ধি পায়

আওয়ামিলীগ আসলেই কেন ভারতকে অনৈতিকভাবে একতরফা সুবিধা দেয়া হয়

আওয়ামিলীগ আসলেই কেন কোন রাজনৈতিক দলকে সভা করতে দেয়া হয় না। কেউ সভা করতে চাইলেই সেই দিলে একই স্থানে আওয়ামিলীগ সভা নির্ধারন করে ১৪৪ ধারা জারি করে জানতে খুব মন চায়

২৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৯

হাসিব০৭ বলেছেন: ও হ্যা বর্তমানে যেমনভাবে বাংলাদেশ চলতেছে তাতে আগামী ৫০ বছরেও বাংলাদেশ বিশ্বমানচিত্রে সিংগাপুর বা মালায়শিয়ার মত দেশ হয়ে উঠতে পারবে না কেননা আমরে যে দলের সাপোর্ট করি সেই দলের কর্মী হয়েই দেশকে শোষন করি। কেউ দেশের জন্য কাজ করে না শুধুই নিজের জন্য।

আমেরিকান মিত্ররা অণ্যদেশে আক্রমন করে দেশে অর্থ নিয়ে আসে আর আমরা দূর্নীতি করে অণ্য দেশে টাকা রেখে আসি কি দেশপ্রেম আমাদের।

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৭

হা...হা...হা... বলেছেন: একটু সময় তো দেয়া যায় ভুল গুলো সংশোধনের জন্য, তাই না। যদি ত্যাড়াব্যাড় করে ব্যালট তো আমাদের হাতেই আছে।

২৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৩

বোকা সোকা বলেছেন: লেখক বলেছেন: ঢাকা-চট্টগ্রামের রোড টা চোখে পড়েনি? আশা করছি বছর খানেক এর মধ্যে আপনার চোখ ছানাবড়া হয়ে হাবে, হা করে শুধু তাকিয়ে থাকবেন, মুখে মাছি ঢুকলেও টের পাবেন না

চোখে পোড়েছে কিন্তু সেটা নিশ্চয়ই চোখ ছানাবড়া হওয়ার মত নয়। ছানাবড়া টা আপ্নার হতে পাড়ে কারন কুয়োর ব্যাং হলে যা হয় আর কি! খুবতো বলতে শুনেছি ট্রানজিট থেকে নাকি সিঙ্গাপুর হয়ে যাবে তা কত শ বছর পর সেটা হবে? আর এতদিন কি সিংগাপুরের উন্নয়ন থেমে থাকবে? দলকানা না হয়ে দল মত নিরবিষেশে দেশের স্বাথে সমালচনা করতে শিখুন। আর ট্রানজিট এ কত ভুতকি যাচ্ছে সেটা বলেন?

২৬| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩১

বাদুড়কণ্ঠ বলেছেন: বোকা সোকা বলেছেন: লেখক বলেছেন: ঢাকা-চট্টগ্রামের রোড টা চোখে পড়েনি? আশা করছি বছর খানেক এর মধ্যে আপনার চোখ ছানাবড়া হয়ে হাবে, হা করে শুধু তাকিয়ে থাকবেন, মুখে মাছি ঢুকলেও টের পাবেন না

চোখে পোড়েছে কিন্তু সেটা নিশ্চয়ই চোখ ছানাবড়া হওয়ার মত নয়। ছানাবড়া টা আপ্নার হতে পাড়ে কারন কুয়োর ব্যাং হলে যা হয় আর কি!

২৭| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১১

েমাঃ িজয়াউর রহমান বলেছেন: Valo laglo..... keep it up

২৮| ২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

রাকীব হাসান বলেছেন: আমাদের যে পাঁচ বছর পর পর চুলকায়!! :) :) :) :) :) :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.